দিদি নম্বর ওয়ানে সম্প্রতি টেলি দুনিয়ার অভিনেতা অভিনেত্রীরা তাঁদের বাস্তব জীবনের সঙ্গীদের সঙ্গে এসেছিলেন। এই চার জুটির অন্যতম ছিলেন স্বর্ণদীপ্ত ঘোষ এবং অর্পিতা। লক্ষ্মী কাকিমা ধারাবাহিক করতে হয়ে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। কয়েক বছর চুটিয়ে প্রেম করার পর গত বছর তাঁরা সাতপাকে বাঁধা পড়েন। কিন্তু কীভাবে শুরু হয়েছিল তাঁদের প্রেম কাহিনি এদিন সেটাই সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নিলেন তাঁরা।
দিদি নম্বর ওয়ানে স্বর্ণদীপ্ত এবং অর্পিতা
এদিন স্বর্ণদীপ্ত তাঁদের সম্পর্কের কথা ফাঁস করে রচনা বন্দ্যোপাধ্যায়কে বলেন, 'আমরা মাঝে মধ্যেই ডেটে যেতাম। কয়েকবার বার যাওয়ার পর ঠিক করি, অনেক হয়েছে আর নয়। এবার বলতেই হবে আমি ওকে ভালবাসি। তো একদিন শ্যুটিংয়ের পর ওকে বলি লং ড্রাইভে যাবি? ও রাজি হয়। তো আমরা রাজারহাটের কাছের একটা ক্যাফেতে গিয়েছিলাম। যদিও শেষ পর্যন্ত আর ক্যাফেতে ঢোকা হয়নি। ওকে গাড়িতেই প্রোপোজ করি। কিন্তু জানো ও আমায় প্রথমেই না করে দিয়েছিল।'
আরও পড়ুন: সুদূর ফ্রান্সে বসেও এই ফরাসি কন্যা মজে বাংলা গানে! গলা ছেড়ে গাইলেন অরিজিৎ সিংয়ের কোন গান?
আরও পড়ুন: গান নয়, এবার সোজা মন্ত্রপাঠ! খেলতে খেলতে শুভশ্রীকে কোন মন্ত্র পড়ে শোনাল ছোট্ট ইউভান?
বরের এই কথা শুনেই ফুলকির ননদ বলে ওঠে, 'না গো দিদি না বলিনি।' তখন স্বর্ণ আবার বলেন, 'প্রোপোজের উত্তর হ্যাঁ হয় বা না হয়। ও কী বলেছিল জিজ্ঞেস করো?' উত্তরে অর্পিতা বলেন, 'আমি ওকে খালি বলেছিলাম আগে আমায় আরও একটু জানো চেনো তারপর।' স্বর্ণদীপ্ত স্ত্রীর কথা শুনে বলেন, 'আসলে ওর কনফিডেন্স ছিল না যে আমি ওকে ভালবাসতে পারি।' এটা শুনে সকলেই হেসে ফেলেন।
রচনা তারপর অর্পিতাকে জিজ্ঞেস করেন, 'তাহলে এখন কী মনে হচ্ছে? সিদ্ধান্ত ঠিক ছিল?' অভিনেত্রীর সেই প্রশ্নের জবাবে সম্মতি জানান।
আরও পড়ুন: নীল সমুদ্রের সৌন্দর্য উপভোগ নয়, পাড়ে বসে প্লাস্টিক কুড়োতে ব্যস্ত মিমি! কী হল হঠাৎ?
আরও পড়ুন: এই প্রথমবার একসঙ্গে প্রসেনজিৎ - জিৎ! কোন সিরিজের হাত ধরে OTT - তে ডেবিউ করছেন বাংলার 'বস'?
দিদি নম্বর ওয়ান প্রসঙ্গে
দিদি নম্বর ওয়ান বাংলার অন্যতম পুরনো রিয়েলিটি শো। রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত এই শো প্রতি সোমবার থেকে শনিবার পর্যন্ত বিকেল পাঁচটা থেকে সম্প্রচারিত হয়। অন্যদিকে রবিবার রাত আটটা থেকে দেখা যায় এই শো।