কলকাতা হাইকোর্টের তরফে অবশেষে SSC দুর্নীতি নিয়ে রায় ঘোষণা হল। চাকরি হারালেন অনেকেই। আর তারপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। চাকরি বাতিল প্রসঙ্গ নিয়ে এদিন ছড়া কাটলেন তিনি। পোস্ট করলেন সেই ভিডিয়ো।
রুদ্রনীল ঘোষ কী বললেন চাকরি বাতিল নিয়ে?
এদিন রুদ্রনীল ঘোষ অন্যান্যবারের মতোই একটি রেকর্ড ভিডিয়ো পোস্ট করেন এই মুহুর্তের অন্যতম চর্চিত টপিক নিয়ে। এই ভিডিয়ো পোস্ট করে অভিনেতা লেখেন, 'মাননীয়া মুখ্যমন্ত্রী- প্রসঙ্গ চাকরি বাতিল।'
এরপরই তাঁকে সেই ভিডিয়োতে বলতে শোনা যায়, ' নমস্কার মাননীয়া মুখ্যমন্ত্রী। মাননীয়া মুখ্যমন্ত্রী শুনুন বলছি কেমন আছেন? ভালো? তা রোদ্দুরে না আদালতের রায়ে মুখটা কালো? মুখ্যমন্ত্রী সবার সামনে স্পষ্ট কারা গণতন্ত্রের কাতিল। কাদের লোভের আদালতে ২৫ হাজার চাকরি বাতিল। ২৫ হাজার চাকরি গেল এই আপনাদেরই লোভে, টাকা টাকা করে এবার পড়বেন মানুষের বিক্ষোভে। ফাঁসল ২৫ হাজার ছেলে মেয়ের লক্ষ পরিবার, হাত নিশপিশ করছে সবার, বলুন কাকে ধরি এবার? অযোগ্যদের সঙ্গে বাতিল যোগ্য চাকরি যত, আম আমড়া মিশিয়ে দিলেন, এখন থতমত!
এরপর তিনি সোজাসুজি মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের 'অক্ষমতা'-কে আক্রমণ করে বলেন, 'মাননীয়া মুখ্যমন্ত্রী ধন্য আপনি, ধন্য আপনার ক্যাবিনেট। ১৭ হাজার মিশিয়ে দিলেন জালি ৫ হাজারের সাথে। আচ্ছা এরপরেও ঘুম কি আসে আপনার প্রতি রাতে?'
কে কী বলছেন?
অনেকেই যেমন রুদ্রনীল ঘোষকে সমর্থন করেছেন। তেমন অনেকেই আবার বিরোধিতা করেছেন। এক ব্যক্তি লেখেন, 'অসাধারণ। ধন্য, ধন্য, তুমি ধন্য। প্রতিবাদী কণ্ঠস্বর জননেতাকে অনেক অনেক ধন্যবাদ।' আরেকজন লেখেন, 'আপনি তো বিজেপির চামচ। দেশের ক্ষমতায় এসে ১০ বছরে কটা চাকরি দিয়েছে বিজেপি? চোখের কালো চশমা সরিয়ে বাস্তবটা দেখুন।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'একেবারে যোগ জবাব দিলেন।'