সম্প্রতি একটি অনুষ্ঠানে দক্ষিণী তারকা মোহনলাল শাহরুখ খানের জওয়ান ছবির বিখ্যাত গানে নেচে মঞ্চ কাঁপান। আর তাঁর সেই পারফরমেন্স দেখে রীতিমত মুগ্ধ হয়ে যান কিং খান। করেন প্রশংসাও।
শাহরুখের গানে মোহনলালের নাচ
এদিন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে শাহরুখ খান অভিনীত জওয়ান ছবির জিন্দা বান্দা গানটিতে একটি অনুষ্ঠানে নাচলেন মোহনলাল। তাঁর দুর্ধর্ষ অভিনয়ে মুগ্ধ হয়েছেন দর্শকরা। তিনি যেন একাই গোটা মঞ্চ কাঁপিয়ে ফেলেন। শাহরুখের একটি ফ্যান ক্লাবের তরফে এই ভিডিয়ো শেয়ার করা হতেই সেটা নজরে পড়ে খোদ কিং খানের।
কী লিখলেন শাহরুখ খান?
শাহরুখ খান এদিন এই ভিডিয়ো শেয়ার করে লেখেন, ' অনেক ধন্যবাদ মোহনলাল স্যার এই আইকনিক গানটিকে আমার কাছে আরও বিশেষ করে তোলার জন্য। আমিও যদি আপনার মতো এত ভালো নাচতে পারতাম। আপনি যতটা করেছেন তার অর্ধেক করলেই খুশি হতাম। ভালোবাসা নেবেন। একদিন বাড়ি আসুন ডিনার হবে। আপনিই আসল জিন্দা বান্দা।'
আরও পড়ুন: ভিড় থেকে দূরে থাকতে চাইছেন অমিতাভ? অযোধ্যার পর আলিবাগে জমি কিনে প্রাসাদ বানাচ্ছেন বিগ বি
কী জবাব দিলেন মোহনলাল?
শাহরুখ এই পোস্টটি করার সেটাকে আবার রিটুইট করেন মোহনলাল। এই দক্ষিণী তারকা সেটি পোস্ট করে লেখেন, 'শাহরুখ, আমি কেউ নই যে তোমার মতো এটা করতে পারব। ক্লাসিক জিনিসের ক্ষেত্রে তুমি তোমার স্টাইলেই জিন্দা বান্দা। অনেক ধন্যবাদ ভালোবাসার জন্য। খালি ডিনার? ব্রেকফাস্টে একটু জিন্দা বান্দায় নাচলে হয় না?'
জওয়ান প্রসঙ্গে
জওয়ান ছবিটি গত বছর ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল। এই বক্স অফিসে ঝড় তুলেছিল। বলিউডের সব থেকে বেশি ব্যবসা করা ছবি হল এটা। এখানে শাহরুখ ছাড়াও বিজয় সেতুপতি, নয়নতারা, দীপিকা পাড়ুকোন, সহ অনেকেই আছেন।