বাংলা নিউজ > বায়োস্কোপ > Rakhi Sawant: উমরাহ সেরে দেশে ফিরেই পেলেন পুষ্পবৃষ্টি, সাংবাদিকদের বললেন 'রাখি নয়, ফাতিমা বলুন'

Rakhi Sawant: উমরাহ সেরে দেশে ফিরেই পেলেন পুষ্পবৃষ্টি, সাংবাদিকদের বললেন 'রাখি নয়, ফাতিমা বলুন'

উমরাহ সেরে দেশে ফিরলেন রাখি!

Rakhi Sawant: মক্কায় উমরাহ করে দেশে ফিরলেন রাখি সাওয়ান্ত। ফুলের মালা পরিয়ে বরণ করে নেওয়া হল তাঁকে। তিনি এদিন জানান তাঁকে যেন কেউ রাখি নয়, ফাতিমা বলে ডাকে।

মক্কা থেকে ওমরাহ করে দেশে ফিরলেন রাখি সাওয়ান্ত। তিনি কিছুদিন আগে তাঁর কয়েক জন বন্ধুর সঙ্গে সৌদি আরবে গিয়েছিলেন তীর্থ করতে। সেখান থেকেই বৃহস্পতিবার সকালে ফিরে এলেন। এদিন তিনি মুম্বই বিমান বন্দরে পা রাখতেই তাঁর কিছু ভক্তরা তাঁকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন। শুধুই কি তাই তাঁর উপর পুষ্প বৃষ্টিও করেন।

তিনি যখন মুম্বই বিমান বন্দর থেকে বেরোচ্ছিলেন তখন কিছু চিত্র সাংবাদিক তাঁকে ছেঁকে ধরেন। 'রাখি জি, রাখি জি' করে তাঁদের চেঁচাতে শোনা যায়। তাঁদের উদ্দেশ্যে তিনি বলেন 'রাখি নয়, ফাতিমা বলে ডাকুন।' তাঁর কথা পাপরাৎজিরা মেনে নেন। এবং তাঁকে ফাতিমা বলেই ডাকেন। এক ব্যক্তি এমন সময় তাঁকে একটি ফুলের মালা পরাতে যান। প্রথমে পিছনে সরে যান রাখি তারপর সেই ভক্তের হাত থেকে সেই মালা নিয়ে নেন।

কিন্তু ওমরাহ করে আসার পরই তিনি যে সবাইকে অন্য নামে তাঁকে ডাকতে বলছেন তবে কি তিনি খাতায় কলমে তাঁর বদলাতে চলেছেন? সাংবাদিকদের প্রশ্নের এই উত্তরে বিগ বসের প্রাক্তন অংশগ্রহণকারী বলেন, 'ইশ্বর আমাকে এভাবেই বানিয়েছেন। উনি চান না আমি খাতায় কলমে আমার নাম বদলাই।'

ওমরাহ করতে গিয়ে সেখান থেকে একাধিক ভিডিয়ো করে সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। একটি ভিডিয়োতে তাঁকে অঝোরে কাঁদতেও দেখা যায়। অনেকেই আবার তাঁর এই পোস্টে তাঁকে কটাক্ষ করেছেন। বলেছেন তিনি নাকি এসব পাবলিসিটি পাওয়ার জন্য করছেন।

আরও পড়ুন: ‘৪৭ লাখের জন্য আমার নগ্ন ভিডিয়ো ছড়িয়ে দেয়’! আদিলের বিরুদ্ধে নতুন অভিযোগ রাখির

প্রসঙ্গত আদিল খানকে যখন বিয়ে করেন রাখি তখন তাঁর ধর্ম পরিবর্তন করেন। তবে পরবর্তী কালে তিনি তাঁর স্বামীর নামে একাধিক অভিযোগ আনেন। জানান আদিল তাঁর উপর অত্যাচার করতেন। সম্প্রতি দুজনেই দুটো আলাদা প্রেস মিটিং ডেকে একে অন্যের প্রতি ক্ষোভ উগড়ে দেন।

বায়োস্কোপ খবর

Latest News

ক্যানসারের ওষুধে, নিমকিতে কমছে জিএসটি, স্বাস্থ্য বিমা নিয়ে সিদ্ধান্ত কবে? মুম্বই থেকে সোজা লন্ডনে ছুট! রাস্তায় ছেলে কোলে অনুষ্কা, পাশে বিরাট, ব্যাপারটা কী বাবরদের চুনকাম করে ভারতে আসছে বাংলাদেশ, কেন সতর্ক থাকতে হবে, স্পষ্ট জানালেন গিল আগামিকাল ১০ সেপ্টেম্বরের রাশিফল আজই দেখে নিন! মেষ থেকে মীনের মধ্যে লাকি কারা? সোমবারের বহু প্রতীক্ষিত 'সুপ্রিম শুনানি'র পর আরজি কর-এ কোন সুর দিল্লিতে বাজি তৈরি, বিক্রি, ব্যবহার নিষিদ্ধ ১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত, কেন জানেন? 'টাকার কথা বলিনি' মিথ্যেবাদী মুখ্য়মন্ত্রী, মমতার ভিডিয়োতে প্রমাণ দিলেন শুভেন্দু 'আমার বাড়িতে তো আর পুজোর আলো জ্বলবে না', মমতার ‘উৎসবে ফেরা’-র ডাক শুনে বললেন মা ‘আমাদের আন্দোলনকে অসম্মান করা…কথাগুলো কষ্টের’, মমতার ‘উৎসব’ বার্তায় হতাশ কিঞ্জল বাপ্পার পছন্দের মোদক নয়, বাংলায় গণেশের জন্য বানানো হল ৫০০ কিলোর লাড্ডু!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.