প্রেমিক আদিল দুরানির সঙ্গে নাকি কোর্ট ম্যারেজ সেরেছেন রাখি সাওয়ান্ত। আপাতত এই খবরে সরগরম টিনসেল টাউন। সই-সাবুদ করে বিয়ের ছবি নিজেই সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন রাখি। জানিয়েছেন, ভালোবাসার মানুষকে বিয়ে করে অত্যন্ত খুশি তিনি।
সত্যি কি রাখির সঙ্গে বিয়ে হয়েছে আদিলের? যে ছবিগুলি শেয়ার করেছেন রাখি সেগুলি আদৌ কতটা সত্যি? নাকি পুরোটাই সাজানো ঘটনা? টাইমস নাউ-এ প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, আদিল কিন্তু রাখির সঙ্গে বিয়েকে নাকচ করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, রাখিকে তিনি বিয়ে করেননি। এই বিয়ের ভিডিয়ো সম্পূর্ণ মিথ্যে।
একই সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে রাখি জানিয়েছেন, আদিল কেন এ কথা বলছেন তিনি জানেন না। ড্রামা কুইনের কথায়, ‘আমি জানি আদিল আমাকে খুব ভালোবাসে। আমাকে এই বিয়ে গোপন রাখতে বলেছিল। তবে আমি মারাঠি বিগ বসে যাওয়ার পর, অনেক কিছু ঘটে গিয়েছে। আমার মনে হয় আদিল ওঁর পরিবারের চাপে এমন কথা বলছে।’
আরও পড়ুন: ২০২২ সালে OTT-তে সর্বাধিক দেখা হিন্দি ছবি ‘কাটপুতলি’, ওয়েব শো ‘রুদ্র’: রিপোর্ট
তিনি আরও জানিয়েছেন, ‘আমার মা হাসপাতালে ভর্তি। আদিল আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে। আমি মানসিক ভাবে বিপর্যস্ত। আমার সঙ্গেই কেন এত খারাপ হয়?’
গত বছরই নাকি সই সাবুদ করে ফের বিয়ে সেরেছেন বলিউডের ড্রামা কুইন রাখি সাওয়ান্ত। পাত্র আদিল দুরানি। প্রাক্তন স্বামী রিতেশের সঙ্গে বিবাহ-বিচ্ছেদের পর আদিলকে মন দিয়ে বসেছিলেন রাখি। জুটির রেজিস্ট্রি ম্যারেজের ছবি নিজেই সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন ড্রামা কুইন।
আদিলের সঙ্গে বিয়ে সারার পরই নাকি নিজের নাম পরিবর্তন করে করেছেন রাখি। টেলি টকের সংগ্রহ করা বিয়ের শংসাপত্র অনুসারে, রাখি এখন ‘রাখি সাওয়ান্ত ফতিমা’। দীর্ঘদিনের প্রেমিক আদিল খান দুরানিকেই বিয়ে করেছেন তিনি।
রাখি-আদিলের বিয়ের ভাইরাল ছবিতে দেখা গিয়েছে, রেজিস্ট্রির কাগজ হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন দুজনে। গলায় পরা বরমালা। আরও একটি ছবি ছড়িয়েছে। যেখানে রাখি পরে আছেন লাল রঙের সালোয়ার। রেজিস্ট্রির কাগজে সাইন করছেন। আর দেখতে পাওয়া তারিখ অনুয়ায়ী ২০২২ সালের ২ জুলাই হয়ে গিয়েছে বিয়েটা। যা এতদিন সকলের থেকে তাঁরা গোপন রেখেছিলেন।
গত সপ্তাহে বিগ বস মারাঠির ঘর থেকে বেরিয়ে আসেন রাখি। ফাইনাল অবধি পৌছলেও এবারেও ট্রফি অধরাই রয়ে গিয়েছে তাঁর। এরপর চলতি সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো শেয়ার করে রাখি দিয়েছিলেন তাঁর মায়ের অসুস্থতার খবর। মাকে নিয়ে দুশ্চিন্তায় রাত কাটছে তাঁর।