টলিউডের অন্তর্দ্বন্দ্ব কোনও নতুন ঘটনা নয়। আর সেই পুরনো রাগ থেকে কেউ কেউ তো সোশ্যাল মিডিয়ায় এসে নাম না করে, দু চার কথা শুনিয়েও যান। যদিও নেটিজেনদের থেকে কাকে বলা হচ্ছে তা লুকিয়ে রাখা মুশকিল! ঠিক ধরে ফেলেন তারকাদের ‘চালাকি’। এবার যেমন বাংলা ছবির নামী প্রযোজক রাণা সরকারের নিশানায় এলেন অঙ্কুশ হাজরা। অভিনেতার ‘ফেক ফলোয়ার্স’ নিয়ে লম্বা একটা পোস্ট করে ফেলেছেন প্রযোজকমশাই। যদিও নাম নেননি একবারও। কিন্তু বেশ কিছু ইঙ্গিতে তিনি বুঝিয়েছেন তাঁর তীর অঙ্কুশের দিকেই।
বুধবার রাতে রাণা ফেসবুকে লিখলেন, ‘জনপ্রিয়তা কমছে ফেক ফলোয়ার্স-ই কি তার প্রমান? একজন সেমি-সুপারস্টারের সোশ্যাল মিডিয়া পেজে দেখলাম ৫০ লাখের বেশি ফলোয়ার্স, কিন্তু ২৪ ঘন্টায় তার নভেম্বর রিলিজ সিনেমার ট্রেলারের ভিউজ ৬.৬ হাজার, লাইক ৪৮৭। বোঝাই যায় কোনটা অরগ্যানিক এর কোনটা ফেক। সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্স দেখে কাস্টিং করার বা বিজ্ঞাপণ পাওয়ার যুগ শেষ হতে চলেছে।’
এবার বলে রাখা যায়, ঠিক তার একদিন আগে অর্থাৎ মঙ্গলবার ১০ অক্টোবর সোশ্যাল মিডিয়ায় নিজের পরের ছবি ‘কুরবান’-এর ট্রেলার দিয়েছিলেন অঙ্কুশ। যাতে তাঁর সঙ্গে কাজ করছেন প্রিয়াঙ্কা সরকার। এবার অহ্কুশের ফেসবুক পেজে ট্রেলারে প্রতিক্রিয়ার পরিমাণ কিছুটা মিলে গেল রাণা-র দেওয়া পরিসংখ্যানের সঙ্গে। আর এই কুরবান-ও কিন্তু মুক্তি পাচ্ছে নভেম্বর মাসেই।
এই কপি লেখার সময়, অর্থাৎ প্রায় ৩৬ ঘণ্টা পর অঙ্কুশের ফেসবুক পেজ থেকে কুরবান ট্রেলারটি দেখেছেন অর্থাৎ ভিউজ এসেছে ৭.৪ হাজার। লাইক ৫২৬ আর কমেন্ট ৪৪টা।
রাণা তাঁর পোস্টে আরও লিখেছেন, ‘সিনেমা হিট তো হয় হাতে গোনা, বাকিরা সোশ্যাল মিডিয়ায় ফেকগিরি করে বেশিদিন টিকে থাকতে পারবেন না। কার পেজে কত ফলোয়ার্স বা লাইক ভিউজ, সেটা অর্থহীন হয়ে যাবে যদি সিনেমা ফ্লপ হয়। এখনও সাবধান হন, সৎ হন।’
মনুষ্যত্বের গল্প নিয়ে আসছে ‘কুরবান’। ২৪ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এটি। শৈবাল মুখোপাধ্যায়ের এই সিনেমায় স্বামী-স্ত্রী হিসেবে দেখা যাবে প্রিয়াঙ্কা আর অঙ্কুশকে। এক গ্রাম্য দম্পতির চরিত্রে তাঁরা, নাম হাসান আর হিজল। অঙ্কুশ-প্রিয়ঙ্কা একসঙ্গে 'বিবাহ অভিযান' ও 'আবার বিবাহ অভিযান' ছবিতে অভিনয় করলেও, একে-অপরের বিপরীতে আসছেন এই প্রথমবার। এছাড়াও কুরবান-এ আরও অভিনয় করেছেন শান্তিলাল মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, বুদ্ধদেব ভট্টাচার্য, সুভদ্রা মুখোপাধ্যায়রা।