সোমবার সকালে প্রেগন্যান্সির খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন আলিয়া ভাট। চলতি বছরের এপ্রিলেই বিয়ে করেন রণবীর কাপুর আর আলিয়া ভাট। তবে এত জলদি যে কাপুর আর ভাট পরিবারে খুশির খবর আসবে তা মনে হয় কেউ স্বপ্নেও ভাবেননি। খবর বলছে, নভেম্বর মাসেই আলিয়ার কোল আলো করে আসবে সন্তান।
তবে আলিয়া মা হতে চলার খবর দেওয়ার পর রণবীর কাপুরের একটা পুরোনা সাক্ষাৎকারে ভাইরাল হয়েছে। যা এই দিনকয়েক আগেই তিনি বলেছিলেন Mashable India-কে। রণবীরকে যখন প্রশ্ন করা হয়েছিল, ঠিক কী ট্যাটু করাতে চান তিনি ভবিষ্যতে, উত্তর এসেছিল, ‘নম্বর ৮-এর ট্যাটু করাতে পারি বা আমার হতে চলা সন্তানের নাম।’ রণবীরের এই কথার পিছনে যে লুকনো অর্থ আছে, তা হয়তো বোঝা যাচ্ছে এখন!
সোমবার ইউএসজি-র সময়ের একটা ছবি শেয়ার করে নিয়েছেন আলিয়া। যেখানে হাসপাতালের বেডে শুয়ে তিনি সামনে রাখা স্ক্রিনে দেখছেন গর্ভস্থ সন্তানকে। পাশে বসে আছেন রণবীর কাপুর। আলিয়ার মুখে লেগে থাকা মিষ্টি হাসিখানা দেখে মন ভালো হয়আরও পড়ুন: বিয়ের আড়াই মাস হতে না হতেই আলিয়া-রণবীর প্রেগন্যান্ট, কী বলছেন মা সোনি রাজদান?
প্রায় পাঁচবছর ধরে সম্পর্কে আছেন রণবীর কাপুর আর আলিয়া ভাট। ২০২১ সালে নিজেদের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে অফিসিয়াল করেন তাঁরা। ইতিমধ্যেই আলিয়ার মা সোনি আর রণবীরের মা নীতু নিজেদের খুশি জাহির করেছেন। সোনি জানিয়েছেন, ‘মা-বাবা হতে চলা আলিয়া-রণবীরের জন্য যেমন আনন্দ হচ্ছে, তেমন খুশি গোটা পরিবারের জন্য। সন্তান হওয়া বা একটা নতুন প্রাণকে পৃথিবীতে আনার থেকে খুশির, আনন্দের, আত্মতৃপ্তির খবর আর কি বা হতে পারে!’ে যাবে যে কারও।
ডান্স দিওয়ানে জুনিয়র-এর সেটে পাপারাৎজিদের ক্যামেরায় লেন্সবন্দি হলেন হবু ঠাকুমা নীতু কাপুর। ছবি শিকারিরা রীতিমতো ঘিরে ধরেন নীতুকে। ঠাকুমা হতে চলার প্রতিক্রিয়া কী? সকলে জানতে চায়। হাসি আর ধরছিল না নীতুর মুখে। মাথানত করে সকলের অভিনন্দন বার্তা গ্রহণ করেন অভিনেত্রী।