নেট মাধ্যমে ভাইরাল রণবীর কাপুরের টি শার্টের ছবি। আলিয়া ভাটের জন্মদিনে নৈশভোজে ব্ল্যাক টি শার্টে দেখা গেল অভিনেতাকে। সেই টি- শার্টে মুগ্ধ নেটিজেনরা। কিন্তু কী এমন রয়েছে রণবীরের সেই পোশাকে?
রণবীরের রাহা লুকিয়ে রয়েছেন ছোট্ট রাহা। সত্য়িই আলিয়া কন্যাকে খুঁজতে শুরু করলেন নাকি? আরে দাঁড়ান দাঁড়ান, আসলে রাহা নয়, মেয়ের নামটি টি-শার্টে লিখিয়ে নিয়েছেন রণবীর।
শুক্রবার ৩১ বছরে পা দিলেন আলিয়া ভাট। এই বিশেষ দিন উদযাপনের জন্য বৃহস্পতিবার নৈশভোজের আয়োজন করেন অভিনেত্রী। আলিয়ার এই পার্টিতে উপস্থিত ছিলেন ইশা আম্বানি, নীতু কাপুর, আকাশ আম্বানি, শ্লোকা আম্বানি, সোনি রাজদান এবং অন্যান্য ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও আত্মীয়রা। মায়ের জন্মদিনে দেখা যায়নি রণবীর কন্যা রাহাকে। একরত্তিকে বাড়িতে রেখেই পার্টি সারেন 'রালিয়া' জুটি।
তবে রাহাকে কি ভুলে থাকা যায়? মেয়েকে যে কোনওভাবেই কাছ ছাড়া করতে চান না রণবীর। তাই রাহা সঙ্গে না থাকলেও তার নাম লেখা টি শার্ট পরে পার্টিতে হাজির হন কাপুর পুত্র। তাঁর কালো টি শার্টের উপরে জ্বলজ্বল করছিল 'রাহা' র নাম।
আরও পড়ুন: কৃতি-পুলকিতের বিয়ের মেনু ফাঁস! অতিথিদের জন্য কী কী থাকবে, জেনে নিন আগেভাগেই
মুম্বাইয়ের তাজ প্যালেসে জন্মদিন উদযাপনের পরে পাপারাৎজির ক্যামেরায় ধরা দেন আলিয়া-রণবীর। পাপারাৎজির ক্যামেরাতেই বন্দি হয় অভিনেতার 'রাহা' লেখা টি শার্ট।
এই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই কমেন্টের বন্যা বয়ে যায়। রণবীরের প্রশংসা করে এক ভক্ত লেখেন, 'রাহার নাম লেখা কাস্টমাইজড টি-শার্ট পরেছেন রণবীর '। 'রণবীর কাপুর শ্রেষ্ঠ বাবা' এমনও মন্তব্য করেছেন আরও এক অনুরাগী। শুধু এতেই শেষ নয় রণবীরের প্রশংসা করে এক নেটিজেন লেখেন 'আহা, আলিয়ার জন্মদিনের সেলিব্রেশনে রাহাকে মিস করছিল রণবীর'।
২০২২ সালের নভেম্বরে রণবীর ও আলিয়ার ঘর আলো করে জন্ম হয় রাহা কাপুরের।
বৃহস্পতিবার আলিয়া ভাটের জন্মদিনের নৈশভোজে ছিলেন তার পরিবারের সদস্য – শাশুড়ি নীতু কাপুর, মা সোনি রাজদান এবং বোন শাহিন ভাট। এছাড়াও এদের সঙ্গে যোগ দিয়েছিলেন রণবীর এবং আলিয়ার ঘনিষ্ঠ বন্ধু – চলচ্চিত্র নির্মাতা রোহিত ধাওয়ান এবং স্ত্রী জানভি ধাওয়ান, পরিচালক অভিষেক বর্মন, আকাশ আম্বানি এবং স্ত্রী শ্লোকা মেহতা, ইশা আম্বানি এবং স্বামী আনন্দ পিরামল সহ আরও কয়েকজন।
আরও পড়ুন: বিয়ে হল প্রিয়াঙ্কার খুড়তুতো বোন মীরা চোপড়ার! কাকে বাছলেন জীবনসঙ্গী
রণবীর কাপুরের শেষ ছবি ছিল অ্যানিম্যাল (২০২৩)। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন অনিল কাপুর, ববি দেওল, রশ্মিকা মন্দানা এবং তৃপ্তি দিমরি। বিষাক্ত চরিত্র এবং গল্পের জন্য সমালোচিত হওয়া সত্ত্বেও ছবিটি গত বছরের অন্যতম বড় ব্লকবাস্টার ছিল। আলিয়াকে শেষ দেখা গিয়েছিল হলিউড ছবি ‘হার্ট অফ স্টোন’-এ।