Animal মুক্তির পর থেকে বহু দর্শক রণবীরের প্রশংসায় পঞ্চমুখ। ছবিতে উগ্র পৌরুষের অভিযোগ এনে কিছু দর্শক অবশ্য নাক সিঁটকেছেন। তবে তাঁরাও একটা বিষয়ে সহমত, সেটা হল রণবীরের অভিনয়। সিনেমা যার যেমনই লাগুক না কেন, রণবীরের অভিনয় যে অসাধারণ বললেও কম বলা হয়, সেবিষয়ে কারোর দ্বিমত নেই। তবে এবার Animal হাওয়ার মাঝেই নীতিশ তিওয়ারির রামায়ণের প্রস্তুতি শুরু করতে চলেছেন রণবীর। জানা যাচ্ছে, রণবীর রামায়ণের প্রযুক্তিগত মহড়ার জন্য শীঘ্রই লস অ্যাঞ্জেলেস রওনা হবেন রণবীর।
ETimes এর প্রতিবেদন অনুসারে রামায়ণের প্রাক-প্রোডাকশন প্রক্রিয়ার অংশ হিসেবে রণবীর কাপুর আগামী বছরের শুরুর দিকেই লস অ্যাঞ্জেলেস DNEG এবং VFX অফিসে যাবেন। ২০২৪-এর জানুয়ারি মাসে শুরু হবে প্রযুক্তিগত মহড়া যা কয়েক সপ্তাহ ধরে চলবে। এই মহড়ার লক্ষ্য প্রাথমিকভাবে প্রাক-ভিজ্যুয়ালাইজেশনের উপর ফোকাস করা। এর আগে, পিঙ্কভিলার প্রতিবেদনে দাবি করা হয়েছিল, নীতেশ তিওয়ারি ও তাঁর দল রামায়ণের জগৎ তৈরিতে ইতিমধ্যেই সক্রিয়ভাবে কাজ শুরু করেছে। এই ছবির VFX প্লেটগুলি তৈরি করছে অস্কার বিজয়ী কোম্পানি DNEG। চেষ্টা করা হচ্ছে এটা এমনভাবে তৈরি হোক যা গোটা বিশ্বের দর্শকের মন জয় করবে৷ যদিও রামায়ণের শক্তি চাক্ষুষ নয় বরং এর সরল গল্প, এবং বিভিন্ন চরিত্রের আবেগকে দর্শকদের মধ্য ছড়িয়ে দেওয়াই লক্ষ্য।
সূত্র বলছে, রণবীর কাপুর ২০২৪-এর ফেব্রুয়ারি মাসে রামায়ণের শুটিং শুরু করবেন। এই ট্রিলজির প্রথম অংশে ভগবান রাম এবং সীতাকে ফোকাস করা হবে, এবং গল্প সীতা হারানোর সংঘাতের দিকে এগোবে। জানা যাচ্ছে, নতুন বছরে ফেব্রুয়ারি থেকে আগস্ট ছবির শুটিং হবে। এই সময়সমীয় রামায়ণ: প্রথম অংশের শ্যুটিং শেষ হবে।
রামায়ণে দক্ষিণের নায়ক যশের একটা বরং অংশে উপস্থিতি রয়েছে, যার প্রথম অংশের শ্যুটিং হবে শ্রীলঙ্কায়। তাঁর চরিত্রটি শ্রীলঙ্কার পটভূমিতেই তৈরি করা হয়েছে। যদিও যশের চরিত্রটি মূলত ছবির দ্বিতীয় অংশেই গুরুত্ব পাবে। তবে রামায়ণের প্রথম অংশের জন্য যত ১৫ দিন সময় বরাদ্দ করেছেন।
জানা যাচ্ছে ছবিতে রামের ভূমিকায় অভিনয় করবেন রণবীর কাপুর এবং সীতার ভূমিকায় অভিনয় করবেন সাই পল্লবী। রাবণের ভূমিকায় অভিনয় করবেন যশ। তিন অভিনেতাই ছবির জন্য তাঁদের লুক টেস্ট করে ফেলেছেন বলে খবর। প্রযোজক হিসাবে থাকছেন মধু মান্তেনা, আর এই ট্রিলজিটি পরিচালনা করবেন নীতেশ তিওয়ারি।