বাংলা নিউজ > বায়োস্কোপ > 28th Kolkata international Film festival: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আরও জমজমাট! থাকছেন রানি-অরিজিৎ

28th Kolkata international Film festival: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আরও জমজমাট! থাকছেন রানি-অরিজিৎ

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন রানি-অরিজিৎ

28th Kolkata International Film Festival: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকছেন রানি মুখোপাধ্যায়, অরিজিৎ সিং। আর কোন তারকা থাকবেন?

আর কয়েকদিনের অপেক্ষা তারপরই শহরে শুরু হয়ে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আর বাঙালির তেরো পার্বণের এই পার্বণের ঢাকে কাঠি ইতিমধ্যেই পড়ে গিয়েছে। এখন খালি সময়ের অপেক্ষা। আর ৭ দিন তারপরই শহরের বুকে অনুষ্ঠিত হবে ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান।

এই অনুষ্ঠানে প্রতি বছরের মতো এবারও উপস্থিত থাকবেন শাহরুখ খান, অমিতাভ বচ্চন। বিগত কয়েক বছর ধরেই তাঁরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকছেন। এবারেও তার অন্যথা হবে না। তাঁদের সঙ্গে এবার উদ্বোধনী অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায়ও উপস্থিত থাকতে পারেন। তাঁদের সকলের কাছেই আমন্ত্রণ পত্র পৌঁছে গিয়েছে।

তবে এঁরাই নন, আরও অনেকেই এই বিশেষ অনুষ্ঠানের মঞ্চে আলো করে থাকবেন। আগামী ১৫ ডিসেম্বর যে ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানে বিশেষ অতিথি হিসেবে থাকতে পারেন অভিনেত্রী রানি মুখোপাধ্যায়, গায়ক অরিজিৎ সিং। এছাড়া পরিচালক মহেশ ভাট এবং অভিনেতা- সাংসদ শত্রুঘ্ন সিনহাও উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। আমন্ত্রণ জানানো হয়েছে গায়ক কুমার শানুকেও।

মহেশ ভাট এই প্রথমবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকবেন এমনটা নয়, তিনি এর আগে ২০১৯ সালেও এসেছিলেন। রানি মুখোপাধ্যায়ও ১৯mতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত ছিলেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ও এর আগে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তবে অরিজিৎ সিংয়ের উপস্থিতি অন্যতম আকর্ষণ হতে চলেছে এই অনুষ্ঠানের। দর্শকদের মধ্যে ইতিমধ্যেই এই বিষয়টা নিয়ে উন্মাদনা সৃষ্টি হয়েছে। অন্যদিকে গত বছর রানি মুখোপাধ্যায় তাঁর কর্মজীবনের ২৫ বছর পূর্ণ করলেন। সেই কারণেই তাঁকে এই বছর আমন্ত্রণ জানানো হল বলেই টলিউড সূত্রে জানা গিয়েছে।

অমিতাভ বচ্চনও এ বছর ৮০ বছর পূর্ণ করলেন। সেই কারণে তাঁকে এই অনুষ্ঠানের মঞ্চে থেকে বিশেষ সংবর্ধনা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর হাতে বিশেষ সম্মান তুলে দেবেন। তাঁকে সম্মান জানাতেই এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে তাঁর অভিমান ছবিটি। এই ছবিটি ১৯৭৩ সালে মুক্তি পেয়েছিল, হৃষিকেশ মুখোপাধ্যায় এই ছবির পরিচালনা করেছিলেন। শুধু তাই নয়, বিগ বিকে শ্রদ্ধা জানাতে একটি বিশেষ প্রদর্শনীরও ব্যবস্থা করা হবে বলে নন্দনের তরফে জানা গিয়েছে।

অন্যদিকে পরিচালক সুধীর মিশ্রকে আমন্ত্রণ জানানো হয়েছে এই অনুষ্ঠানে। তিনি সত্যজিৎ রায় স্মারক বক্তৃতা দেবেন। আগামী ১৫ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত এই চলচ্চিত্র উৎসব চলবে। গত দুই বছর বলিউডের কোনও অতিথিকে আমন্ত্রিত জানানো হয়নি। করোনার কারণে কোনও অতিথিকে নিয়ে এই অনুষ্ঠান করা সম্ভব হয়নি।

বন্ধ করুন