বাংলা নিউজ > বায়োস্কোপ > Rani Mukherji 2nd Baby: ‘পারলাম না..’, ৭ বছর ধরে চেষ্টার পর প্রেগন্যান্ট, গর্ভেই নষ্ট হয় রানির ২য় সন্তান

Rani Mukherji 2nd Baby: ‘পারলাম না..’, ৭ বছর ধরে চেষ্টার পর প্রেগন্যান্ট, গর্ভেই নষ্ট হয় রানির ২য় সন্তান

রানি মুখোপাধ্যায় (ছবি-ইনস্টাগ্রাম)

Rani Mukherji 2nd Baby: আদিরার যখন দেড় বছর বয়স, তখন থেকে দ্বিতীয় সন্তানের জন্য চেষ্টা চালাচ্ছেন রানি-আদিত্য। সাত বছরের ব্যর্থ চেষ্টা পর রানি বললেন, ‘আর মা হওয়ার বয়স নেই..’। 

৪৬-এ পা দিয়েছেন রানি মুখোপাধ্যায়। স্বামী-সন্তান নিয়ে সুখের সংসার তাঁর। ২০১৪ সালে গোপনে যশ রাজ ফিল্মসের কর্ণধার, প্রযোজক আদিত্য চোপড়াকে বিয়ে করেন বাঙালি নায়িকা। পরের বছরই কন্যা সন্তানের মা হয়েছিলেন বলিউডের ‘মর্দানি’। এখন আদিরার বয়স ৮ বছর। 

মেয়েকে লাইমলাইট থেকে দূরেই রাখেন রানি। ৩৭ বছর বয়সে মা হয়েছিলেন রানি। অনেকের চোখেই সেটা ‘বেশি বয়সে মা হওয়া’ নিজের মুখে জানিয়েছেন অভিনেত্রী। তাঁর ইচ্ছে ছিল আদিরার একটা খেলার সঙ্গী আসুক। তাই মেয়ের জন্মের এক বছরের মধ্যেই ফের গর্ভবতী হওয়ার চেষ্টা শুরু করেন রানি। কিন্তু বারবার ব্যর্থ হন। 

মিসক্যারেজের কথা গত বছর প্রথম সামনে এনেছিলেন অভিনেত্রী। এবার গালাট্টা ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে দ্বিতীয়বার মা হওয়ার তাগিদ নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। রানির কথায়, ‘আমি প্রায় সাত বছর ধরে দ্বিতীয় সন্তানের জন্য চেষ্টা করেছি। আমার মেয়ের বয়স এখন আট বছর। যখন আদিরার বয়স দেড় বছর, সেই সময় থেকে দ্বিতীয় সন্তানের জন্য চেষ্টা চালাচ্ছি। যখন আমি অবশেষে অন্তঃসত্ত্বা হলাম কিন্তু গর্ভেই সন্তান নষ্ট নয়। সেটা আমার জন্য, পুরো পরিবারের জন্য খুব কঠিন সময় ছিল। আমি তো আর যুবতী নেই, বয়স হয়েছে’। 

এখন আর মা হওয়ার বয়স নেই! শারীরিকভাবে সেই সময় পেরিয়ে এসেছেন রানি। তাঁর আক্ষেপ, 'খুবই যন্ত্রণাদায়ক আমার পক্ষে এই ভাবনাটা, যে আমার মেয়েকে একটা ভাই বা বোন দিতে পারলাম না। সত্যি কষ্ট হয়। কিন্তু আমাদের ভগবান যা দিয়েছেন তার জন্যই কৃতজ্ঞ। কী নেই সেটা না ভাবাটাই বাঞ্ছনীয়। আমার কাছে আদিরা মিরাকেল চাইল্ড। 

সদ্যই অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসরে ঝলক দেখা গিয়েছে আদিরার। রজনীকান্তের সঙ্গে আলাপ সারছিল খুদে। এমনিতে মেয়েকে পাপারাৎজিদের ক্যামেরা থেকে শত হাত দূরে রাখেন রানি। অভিনেত্রী বলেন, ‘আদিরাই আমার সব। আমি নিজেকে সেটাই বোঝাই’।

গোপনে প্রেম করার পর ইতালিতে সবার নজর এড়িয়ে বিয়ে করেন রানি-আদিত্য। বলিউডের অন্দরের মানুষ হলেও ক্যামেরার সামনে আসেন না যশ রাজ কর্ণধার। আজ পর্যন্ত আদিত্য-রানির বিয়ের ছবি পর্যন্ত দেখার সুযোগ হয়নি ভক্তদের। বক্স অফিসে রানির শেষ রিলিজ ছিল ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’। এই ছবি বক্স অফিসে ৩৫ কোটি টাকার ব্যবসা করেছে। 

আগামিতে ‘মর্দানি ৩’তে দেখা যাবে অভিনেত্রীকে। জানা যাচ্ছে এই ছবির চিত্রনাট্য চূড়ান্ত করে ফেলেছেন আদিত্য চোপড়া। এই বছরেই শুরু হবে শ্যুটিং। 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

‘ঈশ্বর সুন্দর মানুষ তৈরি বন্ধ করেছেন,’ রতন টাটার কোন ছবি দেখে বলেছিল নেটপাড়া? তাঁর তৈরি সাম্রাজ্য ছিল ১৬৫ বিলিয়ন ডলারের, তবে রতন টাটা বেতন নিতেন মাত্র... ভারতের উন্নয়ন নিয়ে গভীর চিন্তাভাবনা- রতন টাটার স্মৃতিতে লিখলেন সুন্দর পিচাই ক্যাপ্টেন ও কোচ ভয়ডরহীন ভাবে খেলার লাইসেন্স দিয়েছে, অকপট ম্যাচের সেরা নীতীশ আমি হেরে গেলে, হেরে গেছেন আপনারা সবাই! শেষ টেস্ট খেলার আগে বার্তা শাকিবের পুজোর ব্যবসায় এগিয়ে কে? সৃজিতের উলটো সুর টলি-প্রযোজকের, টেক্কার আগে রাখলেন… রতনের উত্তরসূরি হতে পারেন তাঁর সৎ ভাই, কে এই নোয়েল টাটা? মাঝ আকাশেই মৃত্যু পাইলটের, নিউইয়র্কে জরুরি অবতরণ করল তুরস্কগামী বিমান রতন টাটাকে শেষ শ্রদ্ধা জানাতে জনজোয়ার মুম্বইতে, বাতিল সব অনুষ্ঠান, আসবেন শাহও ১৫ নভেম্বর থেকে মার্গী হবেন শনি, সুযোগ হবে হাতছাড়া, ৩ রাশিকে থাকতে হবে সতর্ক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.