রণবীর সিংয়ের হাতে এখন একটার পর একটা আইকনিক চরিত্রের কাজ আসছে। বেশ কয়েক মাস আগেই জানা গিয়েছিল ডন ৩ ছবিতে তিনি শাহরুখ খানকে সরিয়ে নাম ভূমিকায় ধরা দিতে চলেছেন। অন্যদিকে এবার জানা গেল তিনি ৯০ দশকের ছেলেমেয়েদের অতি পরিচিত এবং আইকনিক তথা কাল্ট চরিত্র শক্তিমানের ভূমিকায় ধরা দিতে চলেছেন। হ্যাঁ, শতিমান ছবিতে তাঁকে নাম ভূমিকায় দেখা যাবে। এই ছবিটির পরিচালনা করবেন বেসিল জোসেফ।
শক্তিমান ছবিতে রণবীর সিং
পিঙ্কভিলার তরফে একটি রিপোর্টে জানানো হয়েছে ডন ৩ ছবিটি ভারত তো বটেই, বিদেশের একাধিক জায়গায় শুট করা হবে। সেই ছবির শুটিংয়ের কাজ ৭ মাসের মধ্যে অর্থাৎ ২০২৫ সালের মার্চের মধ্যে শেষ হয়ে যাবে। তারপরই শক্তিমান ছবির কাজ শুরু করবেন রণবীর। ২০২৫ সালের মে মাস থেকে তিনি এই ছবির কাজে হাত দেবেন।
সূত্রের তরফে জানানো হয়েছে, 'ডন ৩ এর পরই শক্তিমান শুরু হবে। গত তিন বছর ধরে এই ছবির স্ক্রিপ্ট বিয়ে কাজ চলেছে। এবার অবশেষে চরিত্রটাকে বড় পর্দায় যথার্থ ভাবে তুলে ধরার জন্য স্ক্রিপ্ট তৈরি হয়েছে। এই ছবিটির পরিচালনা করবেন বেসিল জোসেফ। প্রযোজনা করবেন সোনি পিকচার্স এবং সাজিদ নাদিয়াওয়ালা।'
রণবীর সিংয়ের আগামী প্রজেক্ট
রণবীর সিংকে শেষবার রকি অউর রানি কি প্রেম কাহানি ছবিতে দেখা গিয়েছিল। সেখানে তাঁর বিপরীতে ছিলেন আলিয়া ভাট। এছাড়াও ছিলেন ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমি, টোটা রায়চৌধুরী, প্রমুখ। রণবীর কাপুরকে আগামীতে ডন ৩ ছবিতে দেখা যাবে। এই ছবিটির পরিচালনা করবেন ফারহান আখতার। এছাড়া সিংঘম এগেন ছবিতেও দেখা যাবে তাঁকে। শক্তিমান ছবিটি ২০২৬ সালে মুক্তি পাবে। অন্যদিকে ডন ৩ আসবে ২০২৫ সালে।