বাংলা নিউজ > বায়োস্কোপ > Ranveer Singh-Shaktimaan: 'ডন' রণবীরই এবার 'শক্তিমান'! কবে থেকে শুরু হচ্ছে ছবির শুটিং?

Ranveer Singh-Shaktimaan: 'ডন' রণবীরই এবার 'শক্তিমান'! কবে থেকে শুরু হচ্ছে ছবির শুটিং?

'ডন' রণবীরই এবার 'শক্তিমান'!

Ranveer Singh-Shaktimaan: রণবীর সিং এবার শক্তিমান। ডনের পর এবার তিনি এই আইকনিক চরিত্রে ধরা দিতে চলেছেন। ছবিটির পরিচালনা করবেন বেসিল জোসেফ।

রণবীর সিংয়ের হাতে এখন একটার পর একটা আইকনিক চরিত্রের কাজ আসছে। বেশ কয়েক মাস আগেই জানা গিয়েছিল ডন ৩ ছবিতে তিনি শাহরুখ খানকে সরিয়ে নাম ভূমিকায় ধরা দিতে চলেছেন। অন্যদিকে এবার জানা গেল তিনি ৯০ দশকের ছেলেমেয়েদের অতি পরিচিত এবং আইকনিক তথা কাল্ট চরিত্র শক্তিমানের ভূমিকায় ধরা দিতে চলেছেন। হ্যাঁ, শতিমান ছবিতে তাঁকে নাম ভূমিকায় দেখা যাবে। এই ছবিটির পরিচালনা করবেন বেসিল জোসেফ।

আরও পড়ুন: রত্না প্রথম স্ত্রী হলেও শোভনের 'ফার্স্ট লাভ' সহবাস সঙ্গী বৈশাখীই! ভ্যালেন্টাইন্স ডেতে বললেন, 'ও খালি আমাকেই...'

আরও পড়ুন: 'আমার প্রতিবাদের ভাষা আমারই...' সন্দেশখালি কাণ্ডে চুপ বুদ্ধিজীবীরা? সাফাই দিয়ে কী বললেন কৌশিক সেন - সুবোধ সরকার?

শক্তিমান ছবিতে রণবীর সিং

পিঙ্কভিলার তরফে একটি রিপোর্টে জানানো হয়েছে ডন ৩ ছবিটি ভারত তো বটেই, বিদেশের একাধিক জায়গায় শুট করা হবে। সেই ছবির শুটিংয়ের কাজ ৭ মাসের মধ্যে অর্থাৎ ২০২৫ সালের মার্চের মধ্যে শেষ হয়ে যাবে। তারপরই শক্তিমান ছবির কাজ শুরু করবেন রণবীর। ২০২৫ সালের মে মাস থেকে তিনি এই ছবির কাজে হাত দেবেন।

সূত্রের তরফে জানানো হয়েছে, 'ডন ৩ এর পরই শক্তিমান শুরু হবে। গত তিন বছর ধরে এই ছবির স্ক্রিপ্ট বিয়ে কাজ চলেছে। এবার অবশেষে চরিত্রটাকে বড় পর্দায় যথার্থ ভাবে তুলে ধরার জন্য স্ক্রিপ্ট তৈরি হয়েছে। এই ছবিটির পরিচালনা করবেন বেসিল জোসেফ। প্রযোজনা করবেন সোনি পিকচার্স এবং সাজিদ নাদিয়াওয়ালা।'

আরও পড়ুন: কয়লাখনিতে বেড়ে ওঠা শ্যাম - মোহনের গল্প বলবেন দেব - যিশু, ভ্যালেন্টাইন্স ডের পরই শুরু শুটিং, মুক্তি পাচ্ছে কবে?

আরও পড়ুন: সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে শাহরুখের থেকে ঘুষ চাওয়ার মামলা স্থানান্তরিত হল দিল্লিতে! বম্বে হাইকোর্টকে কী জানাল ইডি?

রণবীর সিংয়ের আগামী প্রজেক্ট

রণবীর সিংকে শেষবার রকি অউর রানি কি প্রেম কাহানি ছবিতে দেখা গিয়েছিল। সেখানে তাঁর বিপরীতে ছিলেন আলিয়া ভাট। এছাড়াও ছিলেন ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমি, টোটা রায়চৌধুরী, প্রমুখ। রণবীর কাপুরকে আগামীতে ডন ৩ ছবিতে দেখা যাবে। এই ছবিটির পরিচালনা করবেন ফারহান আখতার। এছাড়া সিংঘম এগেন ছবিতেও দেখা যাবে তাঁকে। শক্তিমান ছবিটি ২০২৬ সালে মুক্তি পাবে। অন্যদিকে ডন ৩ আসবে ২০২৫ সালে।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

গভীর রাতে অবস্থার অবনতি, অনশনকারী জুনিয়র ডাক্তার অনিকেতকে ভরতি করা হল হাসপাতালে মহাষ্টমীর পুণ্যলগ্নে প্রিয়জনকে জানান অন্তরের শুভকামনা, পাঠিয়ে দিন এই বার্তা ধনু-মকর-কুম্ভ-মীনের মহাষ্টমী কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে মহাষ্টমী? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে মহাষ্টমী? জানুন রাশিফল এবছর কত ক্ষণ থাকছে অষ্টমী তিথি? মহাষ্টমীর অঞ্জলি হবে কখন? জেনে নিন সঠিক সময় সপ্তমীর দুপুরে পথ দুর্ঘটনা, মৃত্যু শম্ভুনাথ পন্ডিতের চিকিৎসকের স্ত্রী-মেয়ের মহাসপ্তমীতে ফুলপাতি উৎসব শিলিগুড়িতে, দেখুন দারুণ সব মুহূর্ত 'ক্যাপ্টেন, এটা আপনার সিংহাসন...!' তরুণী পাইলটকে কেন একথা বলেছিলেন রতন টাটা? রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় রতন টাটাকে, শেষকৃত্যে হাজির অমিত শাহ-একনাথ শিন্ডেরা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.