লোকসভা নির্বাচনের ঠিক আগেই রাজ্য রাজনীতি তোলপাড় হচ্ছে সন্দেশখালি কাণ্ড নিয়ে। চরমে পৌঁছেছে শাসক বিরোধী সংঘাত। এমন অবস্থায় দাঁড়িয়ে বুদ্ধিজীবীদের ভূমিকা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছে। তাঁরা কেন চুপ করিয়া আছেন এই সময় সেটা জিজ্ঞাস্য অনেকেরই। যে বুদ্ধিজীবীরা অন্যান্য সমস্ত ইস্যুতে নিজেদের মতামত রাখেন, কথা বলেন, প্রয়োজন প্রতিবাদও করেন তাঁরা এই সময়ে কেন চুপ, উঠছে প্রশ্ন। এবার সেই বিষয়ে কথা বললেন কবি সুবোধ সরকার, অভিনেতা কৌশিক সেন।
সন্দেশখালি কাণ্ড নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?
সোশ্যাল মিডিয়ায়, এমনকি বিরোধী দলগুলোর একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব বুদ্ধিজীবীদের একহাত নিয়েছেন সন্দেশখালি কাণ্ডে। তাঁদের দাবি এই বিষয়ে মুখে কুলুপ এঁটে বসে আছেন তাঁরা। মোমবাতি মিছিল না হোক, সামান্য মিছিলটুকুও তাঁরা করতে পারছেন না।
আরও পড়ুন: কলকাতায় বিগ বস জয়ী মুনাওয়ারের সঙ্গে হিনা! শুটের ফাঁকে কচুরি-আলুরদম-জিলিপি দিয়ে মহাভোজ!
আরও পড়ুন: ফুরিয়ে এল 'ফাইটার'-এর লড়াই! সোমবার ঘরে কত তুলল শাহিদের ‘তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া’
এই প্রসঙ্গ উঠতেই এই সময়কে দেওয়া একটি সাক্ষাৎকারে কবি সুবোধ সরকার জানিয়েছেন, 'বুদ্ধিজীবীরা কেন চুপ, তাঁরা কেন প্রতিবাদ করছেন সেটা সেটা আমি কী করে জানব? কী করেই বা বলব? আমি নিজে তো সবসময় রাস্তায় নামতে পারি না। আমি কবিতা লিখি। আগেও লিখেছি, এখনও তাই লিখছি। আগে তো অন্যান্য অনেক জায়গায় অন্যায় দেখলে কবিতার মাধ্যমে প্রতিবাদ করেছি। এবার বাকিরা কেন রাস্তায় নামছেন না সেটা আমি কী করে বলতে পারব?' তাহলে সন্দেশখালি নিয়েও কি তিনি কবিতা লিখেই প্রতিবাদ জানিয়েছেন? এই বিষয়ে কবি জানিয়েছেন, 'হ্যাঁ, সবসময় ওভাবে নাম নিয়ে তো লেখা যায় না। সন্দেশখালিকে সজনেখালি লেখা যাবে না এমনটা তো নয়। আগে যেমন আমি প্রতিবাদ করেছি, এখনও করেছি। সব কবিতা সবার চোখে পড়ে না। যেগুলো পড়ে তখন লোকে বলে এইটা নিয়ে লিখলেন ওটা নিয়ে কেন লেখেননি। এটা চলতেই থাকে।'
আরও পড়ুন: প্রথম ঝলকেই বাইক নিয়ে খেল 'সারফিরা' অক্ষয়ের, কবে আসছে সুপারহিট সুরারাই পত্তরুর হিন্দি রিমেক?
অন্যদিকে সন্দেশখালি কাণ্ড নিয়ে কৌশিক সেন জানিয়েছেন, 'আমার প্রতিবাদের ভাষা আমারই। সেটা কংগ্রেস, বিজেপি, সিপিএম লিখে দেবে না। আর রাস্তায় নামা অত সহজ নয় যে মনে করলাম আর চারটে লোক নেমে পড়লাম। আগামী ১৫ তারিখ রানু ছায়া মঞ্চে একটু সভা আছে সংগঠনের। ওখানে আমি, আর পরিবারের সকলে যাব।'