বাংলা নিউজ > বায়োস্কোপ > Deepika-Ranveer: দীপিকার উপর খচে লাল রণবীরের ভক্তরা, কী এমন করলেন বাজিরাওয়ের মস্তানি!

Deepika-Ranveer: দীপিকার উপর খচে লাল রণবীরের ভক্তরা, কী এমন করলেন বাজিরাওয়ের মস্তানি!

দীপিকার উপর কেন রাগল রণবীরের ভক্তরা?

দীপিকা আর রণবীরের জুটিকে ভালোবেসে ‘দীপবীর’ নাম দিয়েছেন ভক্তরা। বৃহস্পতিবার ছিল অভিনেতার জন্মদিন। কী এমন করলেন দীপিকা, যে খচল রণবীরের ভক্তরাই!

৬ জুলাই বৃহস্পতিবার ছিল রণবীর সিং-এর ৩৮তম জন্মদিন। পর্দার বাজিরাওকে শুভেচ্ছা-ভালোবাসায় ভরিয়ে দেন তাঁর সহকর্মী থেকে অনুরাগীরা। তবে সবাইকে অবাক করে দিয়ে নির্বাক থাকেন দীপিকা পাড়ুকোন। অন্তত, অনলাইনে বরকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর কোনও চেষ্টাই করেননি ‘মস্তানি’। যা দেখে কপালে ভাঁজ পড়েছে অনেকেরই।

সোশ্যাল মিডিয়ায় পিডিএ (লোক দেখানো ভালোবাসা পড়তে পারেন নিশ্চিন্তে) করতে সিদ্ধহস্ত দু' পক্ষই। তাই ভক্ত মনে প্রশ্ন, হঠাৎ কী হয়ে গেল। ‘দীপবীর’ ভক্তরা তো কেউ কেউ একটু মনোক্ষুন্নও হয়েছেন।

দিন দুই আগে আইসক্রিম খাওয়ার ছবি ইনস্টায় দিয়েছিলেন অভিনেত্রী। তার কমেন্ট সেকশনে গিয়েই মন্তব্য করা শুরু করেন কেউ কেউ। একজন লেখেন, ‘আমি সারাদিন দীপিকার ইনস্টাগ্রামে রণবীরের জন্মদিনের শুভেচ্ছা জানানো পোস্ট আসার অপেক্ষা করে আছি।’ আরেকজন লিখলেন, ‘আপনার স্বামীর জন্মদিনে কিছু তো অন্তত পোস্ট করুন।’ তৃতীয়জনের মন্তব্য, ‘রণবীরকে নিয়ে কিছুই বলার নেই আপনার আজ? একটা ছবিও নেই?’

<p>দীপিকার পোস্টে রণবীরের এক ভক্তের মন্তব্য। </p>

দীপিকার পোস্টে রণবীরের এক ভক্তের মন্তব্য। 

শুক্রবার অবশ্য পোস্ট করেছেন দীপিকা। যদিও তাতে তাঁর বরের কোনও কথা নেই। সেই পোস্ট আসলে প্রোজেক্ট কে-র টিজার পোস্টার। লিখেছেন, ‘ভারতের প্রথম কমিক-কন সিনেমার অংশ হতে পেরে উত্তেজিত। আসছে প্রোজেক্ট কে।’ অমিতাভ বচ্চন ও প্রভাসকে ট্যাগও করেছেন তিনি।

২০১৮-র নভেম্বরে ইতালিতে লেক কোমোতে রাজকীয় বিয়ে হয় দীপিকা পাড়ুকোন আর রণবীর সিং-এর। বিয়ের খবর মিডিয়ার থেকে গোপন রাখতে কত কাণ্ডই না করেছিলেন দুই তারকা। ছবি যাতে বাইরে না আসে তা নিয়ে ছিল কড়া নিষেধাজ্ঞাও। যদিও মুম্বই, বেঙ্গালুরুতে এরপর রিসেপশন পার্টি দেন তাঁরা। যাতে বলিউডের তামাম তারকারা নিমন্ত্রিত ছিলেন। ছিলেন প্রকাশ পাড়ুকোনের বহু কাছের মানুষও। 

প্রসঙ্গত, চলতি বছরের মার্চে রটেছিল দীপবীর জুটির বিয়ে ভাঙার খবর। এক অনুষ্ঠানে পাপারাৎজিদের সামনে ঝটকা মেরে রণবীরের হাত সরিয়ে দিয়েছিলেন দীপিকা। সেই থেকেই লেগে পড়েছিল নিন্দুকরা বিবাহ বিচ্ছেদের জল্পনা নিয়ে। যদিও সম্প্রতি এক সাক্ষাৎকারে বরের প্রসঙ্গে দীপিকাকে বলতে শোনা যায়, ‘আমি এবং আমার স্বামী একসঙ্গে সময় কাটাতে ভালোবাসি। আমি আমার সবচেয়ে ভালো বন্ধুকে বিয়ে করেছি। আমি মনে করি যে আমরা একে অপরের জন্য নির্বোধের মতো আচরণ করি। ওর সামনে নিজেকে সবচেয়ে দুর্বল মনে হয়, মনে হয় আনাড়ি, ওর সামনেই আমি সবকিছু প্রকাশ করতে পারি। হ্যাঁ, আমরা একে অপরকে এখন প্রায় ১০ বছর ধরে চিনি, তাই...এটা আমার কাছে আনন্দের জায়গা।’

১০-১১ বছর তাঁরা একসঙ্গে আছেন দীপিকা পাড়ুকোন আর রণবীর সিং। আর বিয়ের বয়স সাড়ে ৪ বছর। কিন্তু জন্মদিনের পোস্ট না আসার কারণ কী? ব্যস্ততা, কোনও কারণে অভিমান, নাকি দেখনদারিতে বিশ্বাস হারিয়েছেন!

বায়োস্কোপ খবর

Latest News

পুজোয় ৬ দিন বাণিজ্য বন্ধ থাকবে হিলি স্থলবন্দরে, আলু পেঁয়াজের দাম বাড়ার আশঙ্কা চুপি চুপি বিয়ে সারলেন 'আলোর কোলে'র 'আলো' অভিনেত্রী স্বীকৃতি মজুমদার, পাত্র কে? করণের বিরুদ্ধে অভিযোগ এনেই সাফাই ভাসান বালার! বললেন, ‘গাঙ্গুবাইয়ের পর থেকে…’ এবার পুজোয় অষ্টমীর তারিখ নিয়ে আছে বিভ্রান্তি, জেনে নিন সঠিক দিনক্ষণ ও শুভ সময় হাসপাতালে রতন টাটা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কারণ জানালেন নিজেই ইতিহাস গড়লেন হার্দিক, কোহলির থেকে ছিনিয়ে নিলেন ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতানোর নজির ডাক্তারদের জন্য ধর্মতলায় সমস্যা হচ্ছে, সরানো হোক! আর্জি শুনে হাইকোর্ট সোজা বলল…. IND vs PAK ম্যাচে দর্শক আসনে বুমরাহ! মাঠে কার জন্য গলা ফাটাতে গিয়েছিলেন জসপ্রীত? পদাতিক দেখে 'পাল্টে গেছেন' কবীর সুমন, প্রশংসা পেতেই সৃজিত লিখলেন, ‘একটা বৃত্ত…’ স্বস্তিকার খোঁপার গাঁদা ফুলের প্রেমে পড়ল কুণাল? নায়িকার ছবি দিয়ে গদগদ ক্যাপশন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.