এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় আপাতত ২৫,৭৫৩ জনের চাকরি বাতিল হচ্ছে না। ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নিয়োগ দুর্নীতি মামলায় পুরো প্যানেল বাতিলের যে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শাব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। তাতে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। আর তারপরই মুখ খুলে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, গত সপ্তাহে বিজেপি যে ‘বিস্ফোরক’ ছুড়েছিল, তা ‘নিষ্ক্রিয়’ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সেইসঙ্গে তিনি অভিযোগ করেন যে বাংলার ভাবমূর্তি নষ্ট করতে এবং বাংলার তৃণমূল সরকারের ভিত নাড়িয়ে দিতেই সেই কাজটা করেছিল বিজেপি।
SSC মামলা নিয়ে অভিষেক
অভিষেকের কথায়, ‘বাংলার ভাবমূর্তি নষ্ট করতে এবং পশ্চিমবঙ্গ সরকারকের ভিত নাড়িয়ে দিতে গত সপ্তাহে বিজেপি যে বিস্ফোরক ছুড়েছিল, তা নিষ্ক্রিয় করে দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট। সত্যের জয় হয়েছে। আমরা যাবতীয় প্রতিকূলকতা অতিক্রম করে শেষ নিঃশ্বাস পর্যন্ত জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। জয় বাংলা।’
কেন ‘বিস্ফোরক’ বললেন অভিষেক?
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যে ‘বিস্ফোরক নিষ্ক্রিয়' করার কথা বলেছেন, তা সম্ভবত পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা তথা বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারীর ‘রাজনৈতিক বিস্ফোরণ’ মন্তব্যের প্রেক্ষিতে করেছেন অভিষেক। গত ২২ এপ্রিল এসএসসি মামলার রায় দিয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, তার দু'দিন আগেই শুভেন্দু বলেছিলেন, 'পরের সপ্তাহে এমন একটা রাজনৈতিক বিস্ফোরণ হবে যে তৃণমূল সামলাতে পারবে না।'
শুভেন্দুর সেই মন্তব্য নিয়েই বিজেপিকে তুমুল আক্রমণ শানিয়েছে তৃণমূল। বিচারপতিদের নিয়েও প্রশ্ন তুলতে থাকেন তৃণমূলের শীর্ষনেতারা। যে তালিকায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়রাও ছিলেন। আজও সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের পরে তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে শুভেন্দুর সেই ‘বিস্ফোরণ’ নিয়ে সরব হয়েছে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
আপাতত শুধুমাত্র অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ মিলেছে
ভারতের প্রধান বিচারপতি চন্দ্রচূড়, বিচারপতি জেবি পাদ্রিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ সাময়িকভাবে চাকরি বাতিলের নির্দেশের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে। আগামী ১৬ জুলাই সেই মামলার ফের শুনানি হবে।
আরও পড়ুন: SSC Scam: ১৯ হাজার চাকরি বৈধ, দিতে পারব তালিকাও, সুপ্রিম কোর্টে শুনানিতে প্রথমবার বলল SSC