বাংলা নিউজ > বায়োস্কোপ > Rapper Drake Photo: ট্যুরে এত্ত ব্রা ছুঁড়ে মেরেছেন মহিলারা! জড়ো করে ছবি দিলেন র‌্যাপার ড্রেক

Rapper Drake Photo: ট্যুরে এত্ত ব্রা ছুঁড়ে মেরেছেন মহিলারা! জড়ো করে ছবি দিলেন র‌্যাপার ড্রেক

র‌্যাপার ড্রেকের শেয়ার করা ছবি

Rapper Drake Photo: সারি সারি সাজানো ব্রা। তার সামনে দাঁড়িয়ে ছবি পোস্ট করেছেন র‌্যাপার ড্রেক। জানিয়েছেন, ট্যুরে তাঁর দিকে ছুঁড়ে মারা সমস্ত অন্তর্বাস কালেকশন করে এগুলি হয়েছে।

সম্প্রতি 'ইটস অল আ ব্লার' ট্যুর সেরেছেন কানাডিয়ান র‌্যাপার ড্রেক। ট্যুরের সময় তাঁর দিকে ছুঁড়ে মারা অন্তর্বাসের বিশাল কালেকশনের প্রদর্শন করে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন এই র‌্যাপার।

বিশাল ব্রা কালেকশনের সামনে দাঁড়িয়ে ছবি পোস্ট করেছেন র‌্যাপার। সফরে থাকার সময় কয়েক মাস ধরে সংগ্রহ করেছেন এগুলি। নেটদুনিয়ায় চোখ রাখলেই নজরে আসে বিভিন্ন দেশের মজাদার সব খবর। কিছু কাণ্ড অবাক করে, কিছু কাণ্ড আবার নেটিজেনদের চর্চার বিষয় হয়ে ওঠে। আরও পড়ুন: বিয়ের ৬ বছর পর দিলেন সুখবর, বাবা হতে চলেছেন ক্রিকেটার ইশান্ত শর্মা

তাঁর এই বিশ্বজুড়ে অন্তর্বাস কালেকশনে সমস্ত আকার এবং সাইজ রয়েছে। ছবিটি শেয়ার করে ড্রেক লিখেছেন, ‘মনে রাখবেন যখন আমরা দুজনেই ভুলে গিয়েছিলাম যে আমি কীভাবে ছিলাম… তরঙ্গদৈর্ঘ্যটি বোকার মতো ছিল’। দেখুন পোস্ট-

ড্রেকের এই হাস্যরসে ভরা পোস্টটিতে দুই মিলিয়নের বেশি লাইক পড়েছে। পোস্টে মন্তব্য করে, একজন নেটিজেন লিখেছেন, ‘প্রার্থনা করছি এমন বন্ধুর জন্য যে এগুলিকে বিছিয়ে দিয়েছে। এগুলি আকার অনুসারে সাজানো’। অন্য একজন লিখেছেন, ‘ভাই ব্রা-য়ে ভরা একটা লাইব্রেরি পেয়েছে’। কেউ লিখেছেন, ‘ইটস অল এ ব্লার থেকে ইটস অল এ ব্রা ট্যুরে’।

র‌্যাপার লস অ্যাঞ্জেলেসে তাঁর কনসার্ট থেকে একাধিক ছবি পোস্ট করেছিলেন। গায়কের ৫ বছর বয়সী ছেলে অ্যাডোনিস তাঁর বাবার পারফরম্যান্স দেখতে এসেছিল।

অব্রে ড্রেক গ্রাহাম হলেন একজন কানাডীয় র‍্যাপার, গায়ক, গীতিকার, রেকর্ড প্রযোজক, অভিনেতা এবং উদ্যোক্তা। এক দশকেরও বেশি সময় ধরে বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব হয়ে উঠেছেন।

বন্ধ করুন