বলিউডের অন্যতম জনপ্রিয় এবং পছন্দের জুটি ছিলেন অঙ্কিতা লোখান্ডে এবং সুশান্ত সিং রাজপুত। কিন্তু তাঁদের সম্পর্কটা বেশিদিন টেকেনি। একটা সময় তাঁদের পথ আলাদা হয়ে যায়। তবুও তাঁদের এই জুটিকে আজও দর্শকরা ভালোবাসে, অভিনেতার মৃত্যুর পরেও। মাঝে মধ্যেই তাঁদের নানা ছবি সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। এমন কী অভিনেত্রী নিজেই অনেক সময় তাঁদের ছবি পোস্ট করে থাকেন। এদিন দোলের দিনও সুশান্ত এবং অঙ্কিতার একটি পুরনো অদেখা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
অঙ্কিতা এবং সুশান্তের দোল খেলা
অঙ্কিতা লোখান্ডে এবং সুশান্ত সিং রাজপুতের যে ভিডিয়োটি এদিন ভাইরাল হয়েছে সেখানে তাঁদের দুজনকে হোলি খেলতে দেখা যাচ্ছে। তাঁরা দুজনই রং মাখা অবস্থায় রং বরসে গানটিতে জমিয়ে নাচ করছেন। দোলের উৎসবটি যে তাঁরা সেই সময় দারুণ উপভোগ করছিলেন, একে অন্যকে রঙে রঙে রাঙিয়ে তুলেছিলেন সেটা ভিডিয়ো দেখেই বোঝা যাচ্ছে। এই ভিডিয়োতে একই সঙ্গে সুশান্তকে বলতে শোনা যাচ্ছে তাঁরা মাটি, ডিম এসব দিয়েও দোল খেলতেন। অভিনেতার কথায়, 'রঙে যদি ভিজে চাপচুপ না হয়ে যাও তাহলে আর কী দোল খেললে!' অন্যদিকে অঙ্কিতা আবার বলেন, 'আমাদের দোল খেলা হয়ে যাওয়ার পর আমাদের দেখে চেনা যেত না।' তাঁদের দুজনকে এদিন অমিতাভ বচ্চনের হিট গান রং বরসে গানে জমিয়ে নাচার পর বুড়া না মানো হোলি হ্যায় বলে চিৎকার করতে দেখা যায়।
আরও পড়ুন: বালতি ভর্তি জল নিয়ে দাঁড়িয়ে ছোটে মিয়া টাইগার, অক্ষয়কে চমকে গায়ে ঢালতে পারলেন কি?
প্রসঙ্গত ২০২০ সালে সুশান্ত সিং রাজপুতকে তাঁর ফ্ল্যাট থেকে রহস্যজনক ভাবে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁর মৃত্যু নিয়ে আজও তদন্ত চলছে। অভিনেতার মৃত্যুর পর নানা সময় তাঁকে নিয়ে স্মৃতিচারণ করেছেন অঙ্কিতা লোখান্ডে। এমনকি বিগ বসে মাঝে মধ্যেই প্রাক্তন প্রেমিকের কথা উঠে আসত তাঁর কথায়।
আরও পড়ুন: 'রাজনীতি না বুঝলে দূরে থাকুন...' নাম না করে নুসরতকে কটাক্ষ অঙ্কুশের? মিমির প্রশংসায় বললেন কী?
অঙ্কিতার প্রজেক্ট
অঙ্কিতা লোখান্ডে তাঁর বর ভিকি জৈনের সঙ্গে বিগ বস ১৭ এ অংশ নিয়েছিলেন। দারুণ জনপ্রিয় হয়েছিল তাঁদের ঝগড়া ঝামেলা, তবে দুজনের কেউই জিততে পারেননি। এছাড়া অঙ্কিতা লোখান্ডেকে সম্প্রতি রণদীপ হুডা অভিনীত, পরিচালিত এবং প্রযোজিত ছবি স্বতন্ত্র বীর সাভারকরে দেখা গিয়েছে স্বাধীনতা সংগ্রামীর স্ত্রী হিসেবে।