২০২৪ এর লোকসভা নির্বাচনের মাধ্যমেই রাজনীতির ময়দানে পা রাখলেন দিদি নম্বর ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায়। তাঁকে এবার তৃণমূল কংগ্রেস টিকিট দিয়েছে। হুগলি কেন্দ্র থেকে লড়াই করছেন রচনা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন প্রচার। আর সেখানে গিয়েই এদিন তিনি বলেন যদি তিনি এই কেন্দ্র থেকে জয়ী হন তাহলে দিদি নম্বর ওয়ানে আগে হুগলি জেলার প্রতিযোগীদের ডাকবেন। তিনি এই কথা বলার পরই তুমুল সমালোচনার মুখে পড়েছেন।
প্রচারে গিয়ে কী বলেছেন রচনা বন্দ্যোপাধ্যায়?
গত রবিবার, ২৪ মার্চ হুগলি জেলার সিঙ্গুরের বেগমপুর হাটতলার বসন্ত উৎসবে যান রচনা বন্দ্যোপাধ্যায়। আর এদিন সেখানেই প্রচারের ফাঁকে তিনি হুগলি জেলার দিদির উদ্দেশ্যে বলেন, 'আমি যদি এখান থেকে জিততে পারি তাহলে জি বাংলার কর্তৃপক্ষকে বলব যাতে হুগলি জেলার দিদির আগে ডাকা হয়। আমি ওদের বলে দেব যে আমায় যদি দিদি নম্বর ওয়ান করে রাখতে চাও তাহলে হুগলি জেলার যে দিদিরা আমায় ভোট দিয়ে নির্বাচনে জয়ী করেছে তাঁদের আগে ডাক। তারপর বাকি সবাই আসবে।'
আরও পড়ুন: 'রাজনীতি না বুঝলে দূরে থাকুন...' নাম না করে নুসরতকে কটাক্ষ অঙ্কুশের? মিমির প্রশংসায় বললেন কী?
কী বলছেন লকেট চট্টোপাধ্যায়?
রচনা এই কথা বলার পরেই সেই কথার তীব্র বিরোধিতা করেছেন হুগলি কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন, ' কোনও রাজনৈতিক দল যে কেন এমন কাউকে প্রার্থী করল যার বিন্দুমাত্র রাজনৈতিক অভিজ্ঞতা নেই কে জানে! হুগলির মানুষ এত বোকা নয় যে কোনটা রাজনীতি আর কোনটা অভিনয় বুঝবে না। তাঁরা যথেষ্টই শিক্ষিত।'
আরও পড়ুন: 'এই দোলেই ইশ্বর আমাদের শ্রেষ্ঠ রং দিলেন...' বাবা হলেন গায়ক ইমন, বাড়িতে ছেলে এল না মেয়ে?
প্রচারে রচনা
১৬ মার্চ হুগলিতে প্রার্থী হিসেবে প্রচার শুরু করলেন রচনা বন্দ্যোপাধ্যায়। শনিবার তিনি সিঙ্গুর দিয়েই তাঁর প্রচার শুরু করলেন। এদিন তিনি সিঙ্গুরের বিখ্যাত ডাকাত কালী মন্দিরে পুজো দেন। সেখানে পুজো দিয়েই তিনি হুগলিতে লোকসভা নির্বাচনের প্রচার আরম্ভ করে দিলেন। গত ১০ মার্চ তৃণমূলের জনগর্জন সভা থেকে অন্যান্য প্রার্থীদের সঙ্গে রচনা বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয়। তারপর সেদিন তিনি প্রথম হুগলিতে এসেছেন।