এই মুহূর্তে বিনোদন দুনিয়ায় তিনিই 'ন্যাশনাল ক্রাশ'। তিনি অর্থাৎ রশ্মিকা মান্দানা। এ ব্যাপারে এই দক্ষিণী-সুন্দরীর পাশে দাঁড়িয়েছেন গুগল-ও। গুগলে ‘ন্যাশনাল ক্রাশ অব ইন্ডিয়া’ লিখে সার্চ করলে রশ্মিকার ছবিই দেখতে পাবেন। নেটপাড়াতে জনপ্রিয়তার নিরিখে তিনি পিছনে ফেলে দিয়েছেন দীপিকা, ক্যাটরিনার মতো তাবড় তাবড় হেভিওয়েট বলি-সুন্দরীদের। অন্যদিকে, তিনিও যথাসম্ভব তাঁর ফ্যানদের সঙ্গে যোগাযোগ বজায় রেখে চলেন। নিজের নানান ব্যাপার তাঁদের সঙ্গে শেয়ার করার পাশাপাশি মাঝেমধ্যেই তাঁদের সঙ্গে ভার্চুয়ালি আড্ডাও মারেন।
এবার যেসব মানুষেরা 'অসহ্য যন্ত্রণা এবং নিদারুণ কষ্ট'-এর মধ্যে দিয়ে যাচ্ছেন, তাঁদের জন্য চিঠি লিখলেন এই দক্ষিণী-সুন্দরী। সঙ্গে নিজের একটি হাসি মুখের মিষ্টি ছবিও পোস্ট করেছেন তিনি। ছবিতে সাদারঙা অর্গ্যাঞ্জা শাড়ির সঙ্গে মানানসই স্ট্র্যাপি ব্লাউজ পরে চোখ ধাঁধানো অবতারে হাজির হয়েছেন এই তারকা-অভিনেত্রী। পোস্টের শিরোনামে তিনি লিখেছেন, 'আপনি আছেন বলেই এই পৃথিবীটা আজ এত সুন্দর।'
সেই খোলা চিঠিতে নেটপাড়ার প্রতিটি বাসিন্দাদের উদ্দেশে রশ্মিকা লিখেছেন, 'আপনাকে, আপনারা প্রত্যেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের জন্যই আজ আমি এই জায়গায়। আপনারাই আমার খুশি থাকার কারণ। বর্তমানে তাই আপনাদের মধ্যে এই মুহূর্তে যাঁরা নিদারুণ কষ্টে রয়েছেন, দুঃখ পাচ্ছেন তাঁদের বলি যে আমি জানি এই অভিজ্ঞতা কেমন। খুব ভালো মতো বুঝতে পারি আপনাদের মনের অবস্থাটা। তাই ভালোবাসা ও সমস্ত শক্তি পাঠালাম যাতে এই দুঃখের পথ পেরিয়ে এগিয়ে যেতে পারেন। অল্প অল্প করে হলেও। একদিন সব ঠিক হবেই। হাল ছাড়বেন না। নিজেকেও এই কথাটুকু মনে করতে থাকুন বারবার।
এই খারাপ সময় ঠিক কেটে যাবে। ভালোবাসা রইল, নেবেন।'
বর্তমানে 'পুষ্পা'-র সাফল্য উপভোগ করতে ব্যস্ত রশ্মিকা। এই ছবির সাফল্যের পর তাঁর জনপ্রিয়তা যেন বেড়ে ফিয়েছে আরও কয়েক গুণ। প্রসঙ্গত, দক্ষিণী এই অভিনেত্রী প্রস্তুত নিজের বলিউড ডেবিউর জন্য। শান্তনু বাগচির পরিচালনায় ও সিদ্ধার্থ মলহোত্রার সঙ্গে 'মিশন মজনু' ছবিতে স্ক্রিন শেয়ার করবেন তিনি। পাশাপাশি, বিকাশ বহেলের ‘গুডবাই’ ছবিতেও অমিতাভ বচ্চনের বিপরীতে দেখা যাবে তাঁকে।