করোনাকালে দেশবাসীর মুখে হাসি ফোটাতে সফল হয়েছিলেন তিনি। আট থেকে আশির পছন্দের কনটেন্ট ক্রিয়েটর যশরাজ মুখাটে। যে কোনও সংলাপকে অনায়াসে সুর দিয়ে ব়্যাপ সং বানানোর জাদু জানেন তিনি। ‘রাসোরে মে কৌন থা’, ‘পাওরি হো রাহি হ্যায়’ খ্যাত এই জনপ্রিয় সমাজ মাধ্যম প্রভাবী জীবনের সবচেয়ে বড় ‘কোলাব’ সেরে ফেললেন, চুপিচুপি গাঁটছড়া বাঁধলেন যশরাজ।
বিয়ের পর্ব সেরে স্ত্রীর পরিচয় ফাঁস করেছেন যশরাজ মুখাটে। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে স্ত্রীর একটি ছবি পোস্ট করেছেন। কপালে লাল তিলক লাগানো অফ-হোয়াইট শেরওয়ানিতে দেখা গেল যশরাজকে। বিয়ের রেজিস্ট্রির কাগজে সই করছেন যশরাজ ঘরণী আলপনা। বউয়ের দিকে তাকিয়ে মুচকি হাসে। যশরাজের নতুন কনের পরনে কমলা-লাল কাঞ্জিভরম শাড়ি, সোনার গয়না। হাতে সবুজ চুড়ি আর খোঁপায় গজরা।
ক্যাপশনে যশরাজ লিখেছেন, ‘আজ দুটো মেজর কোলাব হয়েছে। এক, আলপনা আর আমি রেজিস্ট্রি বিয়ে করলাম! এবং দ্বিতীয় কোলাব লিঙ্কটি বায়োতে রয়েছে! উপভোগ করুন!’ এদিন মুক্তি পেয়েছে অমিত ত্রিবেদী ও যশরাজ মুখাটের নতুন গান ‘মন ধাগা’। সেটির কথাই এখানে উল্লেখ করেছেন শিল্পী। সেই গানে যশরাজ-অমিতের সঙ্গ দিয়েছেন জসলীন রয়্যাল। তিনজন মিউজিক কম্পোজারের এই কোলাব ইতিমধ্যেই দর্শকরা দারুণ পছন্দ করছে। তবে সবকিছুকে ছাপিয়ে গিয়েছে বিয়ের সুখবর।
কন্টেন্ট ক্রিয়েটরকে অভিনন্দন জানিয়েছেন শেহনাজ গিল, অদিতি রাও হায়দারি, জারিন খান, গায়ক অনুভ জৈন এবং স্ট্যান্ড-আপ কমেডিয়ান এবং সহকর্মী কনটেন্ট ক্রিয়েটর তন্ময় ভাট।
মন ধাগা বুধবারই ইউটিউবে মুক্তি পেয়েছে। গানটির সুর করেছেন যশরাজ, গানের কথা লিখেছেন ‘কলা’ পরিচালক অনভিতা দত্ত। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সাগর মজা করে লেখেন, ‘অভিনন্দন! একটি গানের প্রচারে এর আগে কেউ এতদূর যায়নি।’
অতিমারীর সময়ে যশরাজের রসোড়ে মে কৌন থা, প্যারোডি ভিডিয়ো সোশ্যালে ঝড় তুলেছিল। সাথ নিভানা সাথিয়ার কোকিলা মোদীর একটি সংলাপকে মিউজিকের টুইস্ট দিয়ে ব়্যাপ গান হিসাবে পেশ করেন, যা নিমেষে ভাইরাল হয়। গত সপ্তাহেই কোকিলা মোদী অর্থাৎ রুপাল প্য়াটেলের সাথে একটি বিজ্ঞাপনে একফ্রেমে বন্দি হয়েছেন যশরাজ। সেই ভিডিয়োও এখন ট্রেন্ডিং-এ।