আমির কন্যা ইরার মুম্বই রিসেপশন। আর সেটা তারকা খচিত হবে সেটাই স্বাভাবিক নয় কি! ১৩ জানুয়ারি, শনিবার ইরা-নূপুরের রিসেপশনে এসেছিল প্রায় গোটা বলি ইন্ডাস্ট্রি। সকলেই রিসেপশনে এসে পাপারাৎজির ক্যামেরার সামনে পোজ দিলেন। এলেন রেখা ও হেমাও। তবে তারই ফাঁকে রেখা যে আলাদা করে নজর কাড়বেন, সেটা তো বলাই বাহুল্য।
এদিন ইরা-নূপুরের রিসেপশনে ঢুকেই বহু পুরনো, কাছের বন্ধু হেমা মালিনীর মুখোমুখি হলেন রেখা। হেমার সঙ্গে ছিলেন তাঁর মেয়ে এষা দেওল। বন্ধু কন্যা এষাকে গলা জড়িয়ে আদর করেই হেমাকে টেনে নিয়ে পাপারাৎজির ক্যামেরার সামনে যান রেখা। পোজ দিতে দিতে হঠাৎই হেমার গালে চুমু খেয়ে বসেন রেখা। তারপর দুজনে বেশ কিছক্ষণ কথা বলার পর হেমা টেনে নিয়ে যান রেখাকে। বলি ই্ডাস্ট্রির পুরনো এই দুই বন্ধুর এই মুহূর্তগুলি লেন্সবন্দি হয়েছে পাপারাৎজির ক্যামেরায়।
আরও পড়ুন-বিয়েতে হঠাৎই কেন 'খিলজি' হলেন আমিরের জামাই! নূপুরের 'খলিবলি' নাচ দেখে সুন্দরী তরুণী বললেন…
এরপরই রেখা ও হেমার সঙ্গে দেখা হয় সায়রা বানুর। বর্ষীয়ান সায়রা বানুকেও দীর্ঘক্ষণ গলা জড়িয়ে থাকেন রেখা। পাপারাৎজির ক্যামেরা তখন ঝলসে ওঠে। বলিপাড়ার এই তিন বন্ধুর সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি হচ্ছে।
এদিন রেখা ও হেমা ও সায়রা বানু তিনজনকেই দেখা যায় ট্রাডিশনাল পোশাকে। হেমা মালিনী পরেছিলেন মভ কালারের গর্জাস একটা শাড়ি, রেখার পরনে ছিলেন চিরাচরিত ট্রাডিশনাল কাঞ্জিভরম, আর সায়রা বানু নীল রঙের গর্জাস একটা সালোয়ার কামিজ পরে হাজির হয়েছিলেন।
এছাড়াও আমির-ইরার মুম্বই রিসেপশনের অতিথি তালিকাটা ছিল বেশ লম্বা। প্রসঙ্গত, নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে (এনএমএসিসি) আয়োজিত হয়েছিল ইরা-নূপুরের এই সংবর্ধনা অনুষ্ঠান। সেখানে আমির খান তার পুরো পরিবারের সঙ্গে পোজ দেন। ছবিতে ছিল আমিরের ছেলে জুনায়েদ খান, তাঁর প্রথম স্ত্রী রীনা দত্ত, ভাগ্নে ইমরান খান, বোন নিখাত খান, ছেলে আজাদ রাও খান এবং নুপুরের পরিবার ছিল। আমির ও তাঁর ছেলে জুনায়েদ এবং তাঁর জামাতা নূপুর সকলেই কালো বান্ধগালা পরেছিলেন। ইরা পরেছিলেন লাল-সোনালি লেহেঙ্গা। অন্যদিকে, ইমরান অনুষ্ঠানের জন্য একটি কালো টাক্সিডো বেছে নিয়েছিলেন।