পেশায় তিনি ফিটনেস ট্রেনার। তবে নাচটাও নেহাত মন্দ করেন না নূপুর। আর সেকথাই বেশ ভালো করে বুঝিয়ে দিয়েছেন সুপারস্টার আমির খানের জামাই। উদয়পুরে আয়োজিত নিজের বিয়ের অনুষ্ঠানে বারবার নেচে আসর জমাতে দেখা গিয়েছে নূপুর শিখরেকে। ইরা-নূপুরের বিয়ের আগের রাতের পার্টি থেকে সঙ্গীত, প্রাক বিবাহ অনুষ্ঠানের নানান মুহূর্ত উঠে আসছে সোশ্যাল মিডিয়ায়।
আর সোশ্যাল মিডিয়ায় উঠে আসা এমন এক ভিডিয়োতে হঠাৎই 'খিলজি' হয়ে উঠেছিলেন নূপুর। হ্যাঁ, ঠিকই ধরেছেন। বিয়ের আসরে 'পদ্মাবত' ছবির 'খলিবলি' গানে নাচতে দেখা গেল নূপুরকে। নূপুরের এমন নাচ দেখে অবাক হয়ে যান অনুষ্ঠানে উপস্থিত এক তরুণী। তবে নূপুর একা নন, সেই আসরে নূপুরের সঙ্গে এই 'খলিবলি' নাচে তাল মিলিয়েছেন বেশ কয়েকজন।
তবে এখানেই শেষ নয়, নূপুরকে সঙ্গীতের দিন ‘জিসে ঢুন্ড তা হু ম্যায় হর কহি’ গানের সঙ্গেও স্টেজে উঠে পারফর্ম করতে দেখা যায়। সেই হালকা চালের গানের সঙ্গেও বেশ দক্ষতার সঙ্গেই পারফর্ম করতে দেখা গিয়েছে নূপুরকে। যা দেখে মুগ্ধ নেটপাড়ার অনেকেই। আবার বিয়ের আগের পার্টিতে শাহরুখের ছবির 'লুঙ্গি ডান্স' গানের সঙ্গেও নেহাত মন্দ নাচেননি নূপুর। হয়ত অনেকেই জানেন না নূপুরের মা প্রীতম শিখরে নিজেই একজন নাচের শিক্ষক। আর তাই তাঁর ছেলে হয়ে নূপুরের যে নাচে দক্ষতা থাকবে সেটাই স্বাভাবিক নয় কি?
প্রসঙ্গত, নূপুর-ইরার বিয়েতে নাচের সুযোগ ছাড়েননি অনেকেই। মেয়ের বিয়েতে তাঁর সুপারহিট 'আতি কেয়া খান্ডালা' গানে নাচতে দেখা যায় আমিরকে। আরও বিভিন্ন গানে, বিভিন্ন সময় পারফর্ম করে আসর জমিয়েছেন আমির। কখনও আবার আমিরের ভাগ্নে ইমরানকে ‘পাপ্পু কান্ট ডান্স’ গানে নেচে আসর জমাতে দেখা গিয়েছে। এমনই নানান মুহূর্ত এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এদিকে ১৩ জানুয়ারি মুম্বইতে রয়েছে ইরা-নূপুরের গ্র্যান্ড রিসেপশন। আমন্ত্রিত ২৫০০০ অতিথি।