সালটা ১৯৯৪, ‘হাম আপকে হ্যায় কৌন’র দৌলতে বেশ পরিচিত মুখ অভিনেত্রী রেণুকা শাহানে। ছবিতে উঠে এসেছিল যৌথ হাসিখুশি পরিবারের গল্প, যেখানে সলমনের বৌদির ভূমিকায় অভিনয় করেছিলেন রেণুকা। ছবিটি ছিল বক্স অফিসে সুপারহিট। তবে ‘হাম আপকে হ্যায় কৌন’যখন মুক্তি পায়, তখন রেণুকার ছেলেরা অনেক ছোট, ওদের বয়স ছিল মাত্র ৮-১০ বছরের মধ্যে। সিনেমা দেখে কী প্রতিক্রিয়া হয়েছিল ছেলের? সম্প্রতি এক সাক্ষাৎকারে সেকথাই প্রকাশ্যে এনেছেন রেণুা শাহানে।
সাক্ষাৎকারে রেণুকা শাহানে বলেন, ‘আমি যখন আমার বাচ্চাদের হাম আপকে হ্যায় কৌন দেখিয়েছিলাম ওদের বয়স তখন আট থেকে ১০ বছরে মধ্যে ছিল। সে সময়, ওরা ওই ছবি দেখতে চায়নি। কারণ, ওদের কাছে, মম্মা শুধু একজন মাম্মা। তিনিও যে অভিনেত্রী হতে পারেন, সেটা ওরা ওই বয়সে ভাবতেই পারত না।’
আরও পড়ুন-মা হলেন অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ, পোস্ট করলেন সন্তানের মুখের ছবি, ছেলে হল না মেয়ে?
আরও পড়ুন-মেয়ে আলিয়ার বাগদান পার্টি, অনুরাগ বলছেন ‘আমি খুশি যে আমায় নেমতন্ন করা হয়েছিল…’
রেণুকা আরও বলেন, ‘যখন ওরা কিছুটা বড় হল, বয়স ১০-১২ বছরের, তখন ওদের ক্লাসের সহপাঠীদের তাঁদের বাবা-মা বলেছিল যে আমি হাম আপকা হ্যায় কৌনে ছিলাম। তাই বন্ধুরা ওদের হলে, আরে বাহ, তোমার মা একজন অভিনেত্রী! এরপর একদিন, ছেলেরা এসে বলল, আমরা সিনেমাটা দেখতে চাই। তবে ছবিতে যখন আমি মারা যাই, তখন আমার বড় ছেলে ছিল সেটা দেখে ভীষণ রেগে যায়। রেগে গিয়ে ও বলে, যদি আমি কখনও সুরাজজিকে দেখি…বিষয়টা আসলে ওদেকে খুব খারাপভাবে প্রভাবিত করেছিল।’ প্রসঙ্গত, হাম আপকে হ্যায় কৌন পরিচালনা করেছেন সুরাজ বরজাতিয়া। ছবিতে রেণুকার সঙ্গে অভিনয় করেন সালমান খান, মাধুরী দীক্ষিত, মোহনীশ বাহল, অনুপম খের, রীমা লাগু, অলোক নাথ, বিন্দু, অজিত ভাচানি এবং হিমানি শিবপুরি।
রেণুকা শাহানে প্রথমদিকে মারাঠি লেখক বিজয় কেঙ্কারেকে বিয়ে করেন। তবে তাঁর সেই বিয়ে ভেঙে যায়। দ্বিতীয় বিয়ে যখন হয় তখন রেণুকার বয়স ছিল ৩৪-৩৫। তবে এখন তাঁদের দুই সন্তান শৌর্যমান ও সত্যেন্দ্রকে নিয়ে আশুতোষের সঙ্গে এখন সুখে সংসার রেণুকা শাহানের।