বিগ বস ওটিটি নিয়ে চর্চা শেষই হচ্ছে না। শোনা গিয়েছিল, জুন বা জুলাই মাসে প্রিমিয়র হবে নতুন সিজনের। আর এখন শোনা যাচ্ছে, আগের দুটো সিজনের মতো আর বিনামূল্যে দেখা যাবে না বিগ বস ওটিটি ৩। খবর বলছে, বিগ বস ওটিটি-র সেট নির্মাণের কাজও শুরু হয়ে গিয়েছে।
কিছুদিন আগে একটি পোস্ট শেয়ার করা হয় অনলাইনে। যেখানে লেখা হয়েছিল, ‘বিনোদন ও নাটকের জন্য প্রস্তুত? #biggbossotts3 পরবর্তী সিজনে আপনি কাকে দেখতে চান’। যদিও পোস্টটি কয়েক ঘণ্টার ভিতরে মুছে ফেলা হয়েছিল।
প্রথম সিজনটি Voot-এ সম্প্রচারিত হয়েছিল এবং চলচ্চিত্র নির্মাতা করণ জোহর সঞ্চালনা করেছিলেন। বিগ বস ওটিটি ২-এর সঞ্চালক হিসেবে করণের পরিবর্তে চলে আসেন সলমন খান। সেই সিজনের বিজেতা হন এলভিশ যাদব।
গত ১৪ এপ্রিল মুম্বইয়ের বান্দ্রায় সলমনের বাসভবন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলি চালানোর ঘটনা খবরের শিরোনামে উঠে আসে। তারপর থেকে শোনা যেতে শুরু করে, হয়তো ওটিটিতে আর হোস্ট হিসেবে দেখা যাবে না দাবাং খানকে। রবিবার ভোর পাঁচটা নাগাদ গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে মোটরবাইকে করে আসা দুই দুষ্কৃতী চার রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়।
আরও পড়ুন: ‘কাল ছাড়লাম, আজ ধরলাম…’! শোভন-সোহিনীর বিয়ে-চর্চা, কীভাবে বিচ্ছেদ সামলান স্বস্তিকা
সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে, উভয় অভিযুক্তই টুপি পরেছিল এবং ব্যাকপ্যাক বহন করেছিল। ক্লিপটিতে অভিনেতার বাড়ির দিকে তাদের গুলি চালাতেও দেখা গেছে। উল্লেখযোগ্যভাবে, ২০২২ সালের নভেম্বর থেকে, গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং গোল্ডি ব্রারের হুমকির পরে সালমানের সুরক্ষা স্তরটি ওয়াই-প্লাসে উন্নীত করা হয়েছিল। অভিনেতা একটি ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র বহনের অনুমতিও পেয়েছিলেন এবং অতিরিক্ত সুরক্ষার জন্য ব্যবহার করছেন বুলেটপ্রুফ গাড়ি।
আরও পড়ুন: ‘আপনারা প্লিজ ভদ্র হবেন?’, জয়া বচ্চনের ঢঙে রেগে কাঁই শাহিদ, লাগালেন ধমক
ঘটনার তদন্তে মুম্বই পুলিশ গ্রেফতার করেছে দু জনকে। তারা বিহারের বাসিন্দা। মুম্বইয়ের ক্রাইম ব্রাঞ্চ জানিয়েছে, কোনওভাবেই ২ অভিযুক্ত চায়নি সলমন খানকে খুন করতে, বরং ভয় দেখানোর উদ্দেশেই এই হামলা। এমনকী, ভাইজানের পানভেলের ফার্মহাউজেও রেইকি করেছিল তারা।
কাজের ফ্রন্টে, সলমনকে সর্বশেষ থ্রিলার ছবি টাইগার ৩-এ দেখা গিয়েছে। যা বক্স অফিসে দুর্দান্ত পারফর্ম করেছিল। মনীশ শর্মা পরিচালিত এই ছবিতে ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমি মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। আগামীতে তাকে দেখা যাবে সিকান্দার ছবিতে।