কয়েকদিন ধরেই খবর ছিল ফিরবেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। শেষ তাঁকে দেখা গিয়েছে সোহাগ জল ধারাবাহিকে। জুলাই মাসে হয় সেই মেগার শেষ সম্প্রচার। এরপর একটা ওয়েব সিরিজে কাজ করেন শ্বেতা। ফের তাঁকে দেখা যাবে ছোট পর্দায়। জি টিভিতেই ফিরছেন তিনি।
'সিঁদুর খেলা', 'জরোয়ার ঝুমকো', 'যমুনা ঢাকি'র মতো ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শ্বেতা। সোহাগ জলে তাঁর কাজও পায় খুব প্রশংসা। প্রথম কাজ স্টার জলসার সঙ্গে হলেও, পরপর প্রোজেক্টে তিনি জি বাংলারই নায়িকা। তবে এবার নতুন মেগায় বিপরীতে পেলেন স্টার জলসার হিরোকে।
খবর বলছে, নতুন এই ধারাবাহিকে শ্বেতার বিপরীতে রয়েছেন রণজয় বিষ্ণু। যাকে শেষ দেখা গিয়েছে গুড্ডি ধারাবাহিকে। সেই সময় ৯ বছরের বিরতি নিয়ে ফিরেছিলেন ছোট পর্দায়। মাঝের সময়টা করেছিলেন বেশ কিছু প্রোজেক্ট, যার মধ্যে রয়েছে 'ষড়রিপু ২', 'ম্যায় মুলায়ম সিং যাদব', 'ছাদ' এবং 'তেরঙ্গা'।
ইতিমধ্যেই হয়ে গিয়েছে প্রোমো শ্যুট। ধারাবাহিকে মধ্যবিত্ত পরিবারের মেয়ের সমস্যা দেখানো হবে। উল্টোদিকে রণজয়কে দেখা যাবে এক ধনী পরিবারের ছেলের চরিত্র। ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা শ্যুটিং।
গত কয়েক মাসে ব্যক্তিগত জীবনে একাধিক ওঠাপড়ার মুখে পড়েছিলেন শ্বেতা। প্রেমিক রুবেলের দুই পা ভেঙে যায় নিম ফুলের মধু-র শ্যুট করার সময়। এখানেই শেষ নয়, রুবেল সেরে উঠতে না উঠতে অসুস্থ হয়ে পড়েন শ্বেতার মা। পুজোর সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে ফের হাসপাতালে ভর্তি হতে হয়েছিল রুবেলকে। সেই সময়ও প্রেমিকের কাছ ছেড়ে একদিনও নড়েননি হাসপাতাল থেকে।
এদিকে, গত কয়েকমাসে রণজয় বারবার উঠে এসেছেন চর্চায় তাঁর ব্যক্তিগত জীবনের কারণে। গত বছরই বিচ্ছেদ হয়ে গিয়েছিল সোহিনী আর রণজয়ের। যদিও তা নিয়ে প্রকাশ্যে কেউই মুখ খোলেননি। তবে পুজো মিটতে না মিটতেই সোহিনীর সঙ্গে গায়ক শোভনের প্রেমচর্চা মাথাচাড়া দিয়ে ওঠে। ফলে বারবার উঠতে থাকে রণজয়ের নামও।
এমনকী, রটে যায় রণজয় নাকি তাঁর গুড্ডি সহ-অভিনেতা শ্যামৌপ্তি মুদলির সঙ্গে প্রেম করছেন। এরপর এতে মুখ খোলেন তিনি। প্রেমচর্চা নিয়ে আনন্দবাজারকে বলেন, ‘আমার সঙ্গে শ্যামৌপ্তির সম্পর্ক পুরোটাই রটনা। শ্যামৌপ্তি আমার চেয়ে অনেকটাই ছোট।’ রণজয়ের সাফ কথা ছিল, ‘আমি পোশাক বদলানোর মতো প্রেম বদলাতে পারি না। আমার জীবনে দুমদাম প্রেম আসে না। অন্য কারোর হতে পারে! সোহিনীকে সম্মান করি আজও।’