বাংলা নিউজ > বায়োস্কোপ > Rhea Chakraborty: ‘ছোট্ট টিপ, হালকা লিপস্টিক’, সঙ্গে ১০০ বছরের পুরনো এটা কার শাড়ি কেন পরলেন রিয়া!

Rhea Chakraborty: ‘ছোট্ট টিপ, হালকা লিপস্টিক’, সঙ্গে ১০০ বছরের পুরনো এটা কার শাড়ি কেন পরলেন রিয়া!

রিয়া চক্রবর্তী

রিয়া লিখেছেন, 'এটা আমার দিদার শাড়ি। ১০০ বছরের পুরোনো। এটা আমি আমার পূর্বপুরুষদের কাছ থেকে পেয়েছি, যা আমার কাছে বিশেষ কিছু'। লালপাড়, সাদা শাড়ির সঙ্গে সোনার কানের দুল আর ছোট্ট টিপে দেখা যাচ্ছে রিয়াকে। তাঁর মাথার চুল খোঁপা করে বাঁধা। এক্কেবারে ছিমছাম সাজেও নেটপাড়ার বহু নাগরিককে মুগ্ধ করেছেন রিয়া। 

পুজো শেষ, সকলেই ব্যস্ত দেবী বরণ করে 'মা' দুর্গাকে এই বছরের মতো বিদায় জানাতে। চলছে বিজয়ার শুভেচ্ছা বিনিময়। এদিকে এই বিজয়া দশমীতে বিশেষ কারণে চর্চায় উঠে এসেছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। কারণটা, আর কিছুই নয়, বিজয়া দশমীতে রিয়া চক্রবর্তীর সাজ-পোশাক। কিন্তু কী এমন পরেছেন রিয়া!

দশমীতে রিয়া পরেছিলেন তাঁর দিদার ১০০ বছরের পুরনো একটা শাড়ি। যেটা বংশ পরম্পরায় রিয়া চক্রবর্তী পেয়েছেন। বিজয়া দশমীতে নিজের সাজগোজের ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে রিয়া লিখেছেন, ‘শুভ বিজয়া দশমী’,লিখেছেন, 'এটা আমার দিদার শাড়ি। ১০০ বছরের পুরোনো। এটা আমি আমার পূর্বপুরুষদের কাছ থেকে পেয়েছি, যা আমার কাছে বিশেষ কিছু'। লালপাড় সাদা শাড়ির সঙ্গে সোনার কানের দুল আর ছোট্ট টিপে দেখা যাচ্ছে রিয়াকে। তাঁর মাথার চুল খোঁপা করে বাঁধা। 'ছোট্ট টিপ, হালকা লিপস্টিক আর শাড়ি', এক্কেবারে ছিমছাম সাজেও নেটপাড়ার বহু নাগরিককে মুগ্ধ করেছেন রিয়া। বহু নেটনাগরিকই রিয়ার বাঙালি সৌন্দর্যের প্রশংসা করেছেন।

আরও পড়ুন-৪কোটির ল্যাম্বরগিনি কিনে ইসকনে গিয়ে পুজো করালেন, ট্রোলিংয়ের মুখে শ্রদ্ধা

আরও পড়ুন-বিজয়া দশমী! সোহাগে-আদরে-সিঁদুরে মাখামাখি, ঢাক বাজালেন গৌরব, নাচলেন দেবলীনা

এদিকে ব্যক্তিগত ক্ষেত্রে শোনা যাচ্ছে রিয়া চক্রবর্তী নাকি ব্যবসায়ী নিখিল কামাতের সঙ্গে প্রেম করছেন। যে নিখিল কামাতের সঙ্গে বেশকিছুদিন আগে বিশ্ব সুন্দরী মানুষী চিল্লারের সম্পর্ক ভেঙেছে। এর আগে ২০১৯-এ এক বিদেশিনীকে বিয়েও করেছিলেন নিখিল কামাত তবে সেই বিয়ে টেকেনি। এখন শোনা যাচ্ছে, রিয়া আর নিখিল কামাত নাকি শীঘ্রই বিয়ে পিঁড়িতে বসতে চলেছেন। আপাতত নিখিল কামাতের সঙ্গেই নাকি থাকছেন রিয়া।

প্রসঙ্গত, ২০২০তে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদক মামলায় রিয়া চক্রবর্তীর নাম জড়িয়ে যাওয়ার কথা অনেকেরই জানা। তবে সুশান্তের মৃত্যুর পর রিয়ার জীবনের সেই কালো অধ্যায় এখন অতীত। আপাতত নতুন জীবন শুরু করতে প্রস্তুত রিয়া। 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

বৃহস্পতি হয়েছেন বক্রী, ৫ রাশির বাড়বে টানাপোড়েন, আর্থিক অবস্থার হবে অবনতি কোজাগরী লক্ষ্মী পুজোর তারিখ নিয়ে রয়েছে বিভ্রান্তি, জেনে নিন সঠিক দিনক্ষণ তিথি ডিসেম্বর থেকে মহিলাদের আড়াই হাজার, বড় সিদ্ধান্তের পথে ঝাড়খণ্ড, বাংলায় কবে? কার্নিভালে বাধা দেব না, দ্রোহও চলবে, হাইকোর্টের নির্দেশে ‘গান্ধীবাদী’ ডাক্তাররা? BPL 2025 Players Draft: চিটাগংয়ে শাকিব, ঢাকায় মুস্তাফিজুর-লিটন! কে গেল কোন দলে? মাঝরাতে গালাগালি দিচ্ছে ঘর পরিষ্কারের রোবট, তাড়া করছে কুকুরকে,হ্যাকারদের কীর্তি কৃষ্ণনগরে দুর্গাপুজোর ভাসানে তুমুল ইটবৃষ্টি, আহত ২, আটক ১, অশান্তি চরমে ‘আমাকে হুমকি দেওয়া হয়েছে গ্রেফতার করার….’, শাসকের থ্রেট কালচার নিয়ে ফোঁস মেহুলির পিছিয়ে গেল আনোয়ার আলির মামলার শুনানি! ডার্বিতে খেলবেন মোহনবাগানের প্রাক্তনী ধনীর তালিকায় প্ৰথম মুকেশ আম্বানি, নাম নেই স্বর্গীয় রতন টাটার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.