পুজো শেষ, সকলেই ব্যস্ত দেবী বরণ করে 'মা' দুর্গাকে এই বছরের মতো বিদায় জানাতে। চলছে বিজয়ার শুভেচ্ছা বিনিময়। এদিকে এই বিজয়া দশমীতে বিশেষ কারণে চর্চায় উঠে এসেছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। কারণটা, আর কিছুই নয়, বিজয়া দশমীতে রিয়া চক্রবর্তীর সাজ-পোশাক। কিন্তু কী এমন পরেছেন রিয়া!
দশমীতে রিয়া পরেছিলেন তাঁর দিদার ১০০ বছরের পুরনো একটা শাড়ি। যেটা বংশ পরম্পরায় রিয়া চক্রবর্তী পেয়েছেন। বিজয়া দশমীতে নিজের সাজগোজের ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে রিয়া লিখেছেন, ‘শুভ বিজয়া দশমী’,লিখেছেন, 'এটা আমার দিদার শাড়ি। ১০০ বছরের পুরোনো। এটা আমি আমার পূর্বপুরুষদের কাছ থেকে পেয়েছি, যা আমার কাছে বিশেষ কিছু'। লালপাড় সাদা শাড়ির সঙ্গে সোনার কানের দুল আর ছোট্ট টিপে দেখা যাচ্ছে রিয়াকে। তাঁর মাথার চুল খোঁপা করে বাঁধা। 'ছোট্ট টিপ, হালকা লিপস্টিক আর শাড়ি', এক্কেবারে ছিমছাম সাজেও নেটপাড়ার বহু নাগরিককে মুগ্ধ করেছেন রিয়া। বহু নেটনাগরিকই রিয়ার বাঙালি সৌন্দর্যের প্রশংসা করেছেন।
আরও পড়ুন-৪কোটির ল্যাম্বরগিনি কিনে ইসকনে গিয়ে পুজো করালেন, ট্রোলিংয়ের মুখে শ্রদ্ধা
আরও পড়ুন-বিজয়া দশমী! সোহাগে-আদরে-সিঁদুরে মাখামাখি, ঢাক বাজালেন গৌরব, নাচলেন দেবলীনা
এদিকে ব্যক্তিগত ক্ষেত্রে শোনা যাচ্ছে রিয়া চক্রবর্তী নাকি ব্যবসায়ী নিখিল কামাতের সঙ্গে প্রেম করছেন। যে নিখিল কামাতের সঙ্গে বেশকিছুদিন আগে বিশ্ব সুন্দরী মানুষী চিল্লারের সম্পর্ক ভেঙেছে। এর আগে ২০১৯-এ এক বিদেশিনীকে বিয়েও করেছিলেন নিখিল কামাত তবে সেই বিয়ে টেকেনি। এখন শোনা যাচ্ছে, রিয়া আর নিখিল কামাত নাকি শীঘ্রই বিয়ে পিঁড়িতে বসতে চলেছেন। আপাতত নিখিল কামাতের সঙ্গেই নাকি থাকছেন রিয়া।
প্রসঙ্গত, ২০২০তে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদক মামলায় রিয়া চক্রবর্তীর নাম জড়িয়ে যাওয়ার কথা অনেকেরই জানা। তবে সুশান্তের মৃত্যুর পর রিয়ার জীবনের সেই কালো অধ্যায় এখন অতীত। আপাতত নতুন জীবন শুরু করতে প্রস্তুত রিয়া।