বাংলা নিউজ > বায়োস্কোপ > Ridhima Ghosh: মা হওয়ার পর ঋদ্ধিমার প্রথম জন্মদিন গৌরবহীন! বউ-বাচ্চাকে ছেড়ে কোথায় অভিনেতা?

Ridhima Ghosh: মা হওয়ার পর ঋদ্ধিমার প্রথম জন্মদিন গৌরবহীন! বউ-বাচ্চাকে ছেড়ে কোথায় অভিনেতা?

ঋদ্ধিমার জন্মদিনে দূরে গৌরব 

Ridhima Ghosh: গত সেপ্টেম্বরে মা হয়েছেন ঋদ্ধিমা। চার মাসের ছেলে কোলে জন্মদিনের কেক কাটবেন অভিনেত্রী। তবে এই বিশেষ দিনে পাশে নেই গৌরব। 

টলিউডের অন্যতম মিষ্টি জুটি গৌরব-ঋদ্ধিমা। সদ্যই বাবা-মা হয়েছেন দুজনে। সেপ্টেম্বর মাসে ঋদ্ধিমার কোল আলো করে এসেছে ধীর। মা হওয়ার পর আজ ঋদ্ধিমার প্রথম জন্মদিন। জীবনের এই বিশেষ দিনটা একটু ম্যাড়মেড়ে নায়িকার জন্য। কারণ?

ঋদ্ধিমার জন্মদিনে পাশে নেই তাঁর স্বামী গৌরব চক্রবর্তী। কাজের সূত্রে আপতত শহরের বাইরে নায়ক। তবে বউকে মিস করে আদুরে বার্তা লিখতে ভোলেননি। ঋদ্ধিমার জন্মদিনে মন খারাপ গৌরবের। স্ত্রী-সন্তানের পাশে না থাকতে পারার যন্ত্রণা উঠে এল পোস্টে।

বউয়ের সঙ্গে কাটানো কিছু পুরোনো মিষ্টি মুহূর্তের ছবি এদিন সোশ্যালে তুলে ধরেন গৌরব। থাই চেরা পোশাকে প্রিন্টেট পোশাকে ঝলমলে ঋদ্ধিমা। তাঁকে আগলে রেখেছেন গৌরব। স্বামীর বার্তাস ‘একজন অভাবনীয় নারীর আজ জন্মদিন, আমি ভাগ্যবান যে সে আমার স্ত্রী, যদিও তাঁর জন্মদিনে আমি কয়েক শো মাইল দূরে… তোমাকে আর ধীরকে খুব মিস করছি। খুব শীঘ্রই একসঙ্গে সেলিব্রেট করার জন্য মুখিয়ে রয়েছি। ফিরে এসে এই ফাঁক যাওয়া সেলিব্রেশনটা পুষিয়ে নিতে হবে। শুভ জন্মদিন ঋদ্ধিমা। '

দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর ২০১৭ সালের ২৮শে নভেম্বর সাত পাকে বাঁধা পড়েছিলেন গৌরব-ঋদ্ধিমা। বিয়ের ছয় বছর পর দুই থেকে তিন হয়েছেন এই তারকা দম্পতি। দেখতে দেখতে ভালোবাসার সফরের ১৪ বছর পার করে ফেলেছেন এই জুটি। কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘রং মিলান্তি’র স্ক্রিপ্ট রিডিং সেশনে প্রথম দেখা দুজনের। সালটা ২০১০। প্রথম দেখাতেই পরস্পরের প্রেমে পড়েছিলেন দুজনে। এরপর দীর্ঘ ১৪ বছর একে অপরের হাতটা শক্ত করে ধরে রেখেছেন গৌরব-ঋদ্ধিমা।

ঋদ্ধিমাকে শেষ পর্দায় দেখা গিয়েছে জি ফাইভে মুক্তি পাওয়া ‘নিখোঁজ’-এ। অন্তঃসত্ত্বা হওয়ার আগেই এই ছবির কাজ সেরেছিলেন গৌরব ঘরণী। আপতত মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন ঋদ্ধিমা। চার মাসের শিশুপুত্রকে আগলেই কাটছে তাঁর দিনরাত।

নভেম্বর মাসে ষষ্ঠ বিবাহবার্ষিকী উদযাপনে দু-মাসের ছেলে কোলেই পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন গৌরব-ঋদ্ধিমা। মহাসপ্তমীর দিন ধীরের সঙ্গে অনুরাগীদের আলাপ করেছিলেন দম্পতি।

মাঝেমধ্যেই সোশ্যালে ছেলের মিষ্টি ঝলক শেয়ার করে নেন তাঁরা, তবে এখনও ছেলের মুখ আড়ালেই রেখেছেন। ছেলের জন্মের খবর শেয়ার করে গৌরব-ঋদ্ধিমা  সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, 'গতকাল আমাদের পৃথিবীতে এক নতুন আলো এল। আমাদের ছেলে। ওর জীবনের যাত্রাপথ আনন্দে ভরে উঠুক। জীবনে যেন অনেক বড় হয় এবং নিজের জীবনের একটা সুন্দর গল্প লিখতে পারে। এই পৃথিবীত যেন নিজের ছাপ রাখতে পারে। তোমায় খুব ভালোবাসি ধীর’। খুদের নামের অর্থ হল, স্থিরবুদ্ধি সম্পন্ন ব্য়ক্তি কিংবা বিবেচক।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

ময়নাতদন্তে কারচুপি নেই, RG করের চার্জশিটে বলল CBI, ডাক্তারদের চরম কটাক্ষ কুণালের ত্রিপুরায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, মৃত ১, শান্তি মিটিং করল প্রশাসন '…তোর বাবা করেছে’, জুনিয়র ডাক্তারদের কটাক্ষ তৃণমূল নেতার, ট্রোলড লেখিকা স্ত্রী জয়নগরে বালিকার 'ধর্ষণ-খুনে'র তদন্ত করতে গঠিত হল ৭ সদস্যের সিট দশমী পর্যন্ত ধর্নায় নির্যাতিতার মা-বাবা, প্রতীকী মূর্তি নিয়ে বেরোবেন জুনিয়ররা শোয়েবের তৃতীয় বউয়ের প্রাক্তনও এবার দ্বিতীয় বিয়ে সারল! সানিয়াও কি সেই পথে হাঁটবেন ভারতকে সুবিধা করে দিল অজিরা! মহিলা T20 বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারাল ৬০ রানে! TMC'র স্ট্যাম্প দেওয়া কুপনে লেখা, মদ একটা( বাংলা),নেতার জন্মদিন নাকি বন্যাত্রাণ! ছেলের সঙ্গে নাচছিলেন গরবা,আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু পুনের গরবা কিংয়ের কাশ্মীরে ভোটে জেতায় এনসি-কে অভিনন্দন মোদীর, জবাবে গণতন্ত্র রক্ষার বার্তা ওমরের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.