ফেলুদার বাড়িতে আসছে নতুন সদস্য। ফেলুদা এবার ফেলুদাদু হতে চলেছেন। এই খবর এসেছিল আগেই। পয়লা বৈশাখের সময়েই পুত্রবধূ ঋদ্ধিমা ঘোষ জানিয়েছিলেন, সব্যসাচী চক্রবর্তীর বাড়িতে আসছে নতুন সদস্য। এবার এল সেই খবরের আপডেট। তাও একদম পাহাড় থেকে। কী জানালেন ঋদ্ধিমা?
(আরও পড়ুন: ‘এটাও কি আদৃতের শার্ট!’, ইনস্টায় নতুন ফোটো কৌশাম্বির, চর্চায় এলেন উচ্ছেবাবুও)
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন ঋদ্ধিমা। সেখানে লিখেছেন তাঁর ‘প্রেগন্যান্সি ক্রেভিং’-এর কথা। অন্তঃসত্ত্বা অবস্থায় কারও কারও খিদে বেড়ে যায়। কেউ খুব মিষ্টি, কেউ বা টক-টক কিছু খেতে পছন্দ করেন। ঋদ্ধিমারও সেই ধরনের চাহিদা বেড়েছে। তবে বিষয়টি একটু অন্য ধরনের খিদে। তাঁর চাহিদা বেড়েছে ‘ঠান্ডা আবাহাওয়ার’ আর ‘দার্জিলিং’-এর। সেই কারণেই তিনি এই সময়টি কাটাতে চলে গিয়েছেন উত্তর বঙ্গে। সে কথাই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তিনি।
(আরও পড়ুন: বারে গিয়ে গায়িকা শ্রাবণকে বেশি টাকার প্রস্তাব ওমের, তারপর?)
বেশ কয়েক মাস ধরেই অভিনয় থেকে দূরে ঋদ্ধিমা। পয়লা বৈশাখ নাগাদ নিজেই দিয়েছিলেন সুখবর। সোশ্যাল মিডিয়ায়া লিখেছিলেন, ‘একটা দারুণ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে চলেছি। পয়লা বৈশাখের শুভ দিনেই ঘোষণা করছি,আমরা সন্তানের অপেক্ষায় রয়েছি। আপনাদের শুভেচ্ছা দরকার।’ তার পর থেকেই কিছুটা বিরতিতে আছেন অভিনেত্রী। হাতে বিশেষ কাজ নেই। যদিও তাঁর অনুরাগীরা তার পরেও নিয়মিত যোগাযোগ রাখেন তাঁর সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই ঋদ্ধিমার খোঁজ নেন তাঁরা। হালেও এর ব্যতিক্রম হয়নি।
(আরও পড়ুন: সোহিনীকে নিয়ে ঝগড়া করে সেট ছাড়েন, এবার 'মাতঙ্গী' থেকে বাদ তৃণা! বদলে এলেন কে?)
বর্তমানে দার্জিলিঙে রয়েছেন তিনি। সঙ্গী কে, সে কথা অবশ্য জানাননি তিনি। তাঁর অনুরাগীরা এই ছবির নীচেও শুভেচ্ছাবার্তা দিয়েছেন। ঋদ্ধিমার রূপের প্রশংসা করেছেন। সব মিলিয়ে একটা দারুণ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। সে কথাই আবারও বুঝিয়ে দিয়েছেন অভিনেত্রী।