বাংলা নিউজ > বায়োস্কোপ > Rihanna: হাতে নয়, 'মাত্র' ৫.৭ কোটির হিরের ঘড়ি গলায় পরে তাক লাগালেন রিহানা

Rihanna: হাতে নয়, 'মাত্র' ৫.৭ কোটির হিরের ঘড়ি গলায় পরে তাক লাগালেন রিহানা

'মাত্র' ৫.৭ কোটির হিরের ঘড়ি গলায় পরে তাক লাগালেন রিহানা

Rihanna: মানুষে হাতে ঘড়ি পরেন, রিহানা নাহয় গলায় পরলেন। হিরের ঘড়ি, সময়ও দেখাবে, ইউনিক সাজ হবে। সঙ্গে আবার নেকলেস হিসেবেও কাজ করবে!

আবারও লাইমলাইট কাড়লেন রিহানা। বিশ্বের অন্যতম সেরা গায়িকা তো তিনি বটেই, সঙ্গে তাঁর ফ্যাশন সকলের নজর কেড়েছে বারবার। এবার আবারও তিনি সেই একই কারণে প্রচারের আলোয় উঠে এলেন।

মানুষ হাতে ঘড়ি পরে সাধারণত, কিন্তু এদিন রিহানা গলায় ঘড়ি পরে সকলকে তাক লাগিয়ে দিলেন। তাও আবার কীসের বলুন তো? হিরের! দেখুন এই হিরের ঘড়ি যেমন সময়ও দেখিয়েছে, তেমনই ইউনিক সাজ হিসেবে লোকের নজর কেড়েছে। সঙ্গে আবার নেকলেস হিসেবেও কাজ করেছে! ফলে এক ঢিলে তিন লক্ষ্য পূরণ করলেন গায়িকা।

রিহানা তাঁর এ-গেম ফ্যারেল উইলিয়ামসের এলভি কালেকশনের ডেবিউতে এনেছিলেন। প্যারিসের ফ্যাশন উইকে এটা প্রদর্শিত হয়। তিনি সেখানে ফ্যারেলকে উৎসাহ দেন।

শুধু তাই নয়, এই ফ্যাশন শো থেকে এই জনপ্রিয় পপ গায়িকা একটা নতুন ট্রেন্ড যেন চালু করে দিয়ে গেলেন। প্রায় ৫.৭ কোটির জ্যাকব অ্যান্ড কোম্পানির এই হিরের ঘড়ি গলায় পরে তাক লাগালেন তিনি। আর গায়িকার এই কাণ্ডই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

জ্যাকব অ্যান্ড কোম্পানি এই গায়িকার সঙ্গে হাত মিলিয়ে এই নতুন ট্রেন্ড চালু করল। এই ট্রেন্ডটির নাম ওয়াচ চোকার। অর্থাৎ ঘড়িরও কাজ করবে আবার নেকলেসেরও। পৃথিবীতে বোধহয় এই প্রথমবার কেউ ঘড়িকে গলায় পরলেন। ব্র্যান্ডের তরফে জানানো হয়েছে প্রায় ৩৬৮টা হিরে ব্যবহার করে এই নেকলেস বানানো হয়েছে।

প্রসঙ্গত এই গায়িকা দ্বিতীয়বার মা হতে চলেছেন। আর এই অবস্থাতেও তিনি তাঁর ফ্যাশন এবং স্টাইল দিয়ে বারবার সবার ঘুম ওড়াচ্ছেন। ডেনিম ক্রপ টপ এবং জিন্সের সঙ্গে কোমরে একটা ওভারসাইজ জ্যাকেট বেঁধে আলাদাই লুক নিয়ে প্রকাশ্যে ধরা দিলেন এদিন।

রিহানা রকির সঙ্গে ২০২০ সাল থেকে প্রেমের সম্পর্কে আছেন। সেই বছরেরই নভেম্বর মাসে তাঁরা তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। ২০২২ সালে তাঁদের প্রথম সন্তান ভূমিষ্ট হয়। এবার তাঁদের দ্বিতীয় সন্তান আসছে।

বন্ধ করুন