Rituparna Sengupta: বাগদেবীর আরাধনায় সক্কাল-সক্কাল তৈরি হয়ে গিয়েছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বাসন্তি রঙের শাড়ি, লাল ব্লাউজে সেজে অপরূপা অভিনেত্রী। বাড়িতে বাগদেবীর সামনে অঞ্জলি দেন, রাজভবনে স্বামীর সঙ্গে হাজির হতে দেখা যায় ঋতুপর্ণাকে।
1/7এ বছর ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের পাশাপাশি ছিল সরস্বতী পুজো। বাগদেবীর আরাধনায় মেতে উঠেছিল আমজনতার পাশাপাশি তারকারাও। বাড়িতেই বড় করে পুজো হয় অভিনেত্রীর। (ছবি ইনস্টাগ্রাম)
2/7লেক গার্ডেন্সের তিন তলা বাড়িতে ঘটা করে বাগদেবীর আরাধনায় মেতে উঠেছিলেন ঋতুপর্ণা। ডাকের সাজে সাজানো মা সরস্বতীর বিগ্রহ। বাড়িতেই সকাল সকাল অঞ্জলি দিয়েছেন।
3/7এ দিন বাসন্তী রঙের শাড়ি পরেছিলেন ঋতুপর্ণা। গোলাপি-সাদা সালোয়ারে সেজে মায়ের পাশে দাঁড়িয়েই পুজোর অঞ্জলি দেন অভিনেত্রী-কন্যা ঋষণা। এ দিন মায়ের পাশেপাশেই দেখা গেল ঋষণাকে।
4/7কর্মসূত্রে সিঙ্গাপুরে থাকেন ঋতুপর্ণার স্বামী সঞ্জয়। ছেলেমেয়েরাও সেদেশেই পড়াশোনা করে। তবুও বিশেষ দিনগুলিতে কলকাতায় থাকার চেষ্টা করেন তাঁরা। এ দিন স্বামীর সঙ্গে একাধিক ছবি নেটমাধ্যমের পাতায় শেয়ার করেন অভিনেত্রী।
5/7২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, পাশাপাশি সরস্বতী পুজোও। স্বামী সঞ্জয়ের সঙ্গে রাজভবনে হাজির হয়েছিলেন ঋতুপর্ণা। দেখে করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে। সেই ঝলকও শেয়ার করেছেন নেটমাধ্যমের পাতায়।
6/7রাজ্যপাল ড: সি. ভি. আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎকারে মুহূর্তও নেটমাধ্যমের পাতায় শেয়ার করেছেন ঋতুপর্ণা।
7/7মাঝে করোনার কারণে ভাটা পড়েছিল ঋতুপর্ণা সেনগুপ্তর বাড়ির সরস্বতী পুজোর। তবে প্রত্যেকবারের মতো এই বছরও সকাল সকাল অভিনেত্রীর বাড়ি মা সরস্বতীর আরাধনায় তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল। গোটা দিনের ঝলক নেটমাধ্যমের পাতায় শেয়ার করেছেন অভিনেত্রী।