মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বলিউডের জনপ্রিয় অভিনেতা ঋতুরাজ সিংয়ের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। বুধবার ২১ ফেব্রুয়ারি তাঁর শেষকৃত্য হয় মুম্বইতে। সেখানে তাঁকে শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন একাধিক বলিউড অভিনেতা। এসেছিলেন আরশাদ ওয়ার্সি, নকুল মেহেতা, প্রমুখ।
ঋতুরাজ সিংয়ের শেষযাত্রায় বলিউড তারকাদের ভিড়
আরশাদ ওয়ার্সি, মারিয়া জর্জেটি, দীপিকা আমিন, নকুল মেহেতা, হিতেন তেজওয়ানি, গৌরী প্রধান, অনুপ সোনি, প্রিয়াংশু চট্টোপাধ্যায়, প্রমুখ এসেছিলেন ঋতুরাজ সিংয়ের শেষযাত্রায়। এছাড়া আরও একাধিক বলিউড তারকাকেও দেখা গিয়েছিল সেখানে।
আরও পড়ুন: বামপন্থীদের অপমানে ভারত ছেড়ে বাংলাদেশে যেতে চান কবীর সুমন! লিখলেন, 'ওঁরা আমায় গানওয়ালা বলে...'
ঋতুরাজ সিং দীর্ঘদিন ধরে প্যানক্রিয়াসের রোগে ভুগছিলেন। কিছুদিন আগে তাঁকে হাসপাতালেও ভর্তি করানো হয়। তবে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।
কারা কারা সমবেদনা জানিয়েছেন ঋতুরাজ সিংয়ের মৃত্যুতে?
মঙ্গলবার যখন প্রকাশ্যে আসে যে ঋতুরাজ সিং আর নেই তখন একাধিক বলিউড তারকা তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। বরুণ ধাওয়ান একটি ছবি পোস্ট করে লেখেন, 'আত্মার শান্তি কামনা করি ঋতুরাজ স্যার। কিছু মাস আগেই আপনার সঙ্গে দেখা হয়েছিল বেবি জনের সেটে। আপনার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। ওম শান্তি।' বদ্রিনাথ কী দুলহানিয়া ছবিতেও তাঁরা একসঙ্গে কাজ করেছিলেন। সেখানে বরুণের বাবার চরিত্রে অভিনয় করেছিলেন ঋতুরাজ সিং।
আরও পড়ুন: বিশ্বজুড়ে ৩৫৬ কোটি আয়, ২০২৪-এর সর্বোচ্চ ব্যবসা করা ছবির তকমা হৃতিক - দীপিকার 'ফাইটার' - এর
কাজলও এদিন একটি ছবি পোস্ট করে শোকপ্রকাশ করেছেন। তিনি এদিন ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, 'ওঁর পরিবারকে আমার সমবেদনা জানাচ্ছি।' আরশাদ ওয়ার্সি লেখেন, 'ঋতুরাজ সিংয়ের মৃত্যুর খবর পেয়ে অত্যন্ত শোকাহত। আমরা একই বিল্ডিংয়ে থাকতাম। উনি আমার ছবির অংশ ছিলেন প্রযোজক হিসেবে। একজন বন্ধু, অভিনেতাকে হারালাম।'
বিবেক অগ্নিহোত্রীও এদিন শোকপ্রকাশ করেছেন ঋতুরাজ সিংয়ের মৃত্যুতে। তাঁর এই অকালে চলে যাওয়াটা মানতে পারেননি তিনিও।