ঋত্বিক চক্রবর্তী এবার নতুন রূপে নতুন ভূমিকায় আসতে চলেছেন। সদ্যই মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি একটু সরে বসুন। এবার জানা গেল তাঁকে জয়দীপ মুখোপাধ্যায়ের একটি ছবিতে তাঁকে দেখা যাবে। তবে আর যে সে চরিত্র নয়। একেবারে উকিলের চরিত্রে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে। তবে বিপরীতে দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীকে।
ঋত্বিক বনাম অনির্বাণ
এ যেন ঋত্বিক বনাম অনির্বাণ হতে চলেছে বড় পর্দায়। দুজনেই উকিলের চরিত্রে এবার মুখোমুখি হবেন একে অন্যের। একজন ন্যায়, অপরজন অন্যায়ের জন্য লড়বেন। জয়দীপ মুখোপাধ্যায় অ্যাডভোকেট অচিন্ত্য আইচ নামক একটি সিরিজ নিয়ে আসতে চলেছেন। সেখানেই দেখা মিলবে টলিউডের এই দুই অভিনেতাকে।
আরও পড়ুন: অ্যানিম্যালের জন্য সম্পূর্ণ নগ্ন হয়েছেন রণবীর! সোশ্যাল মিডিয়া জুড়ে কেবলই সেই ভাইরাল ক্লিপ
আরও পড়ুন: 'হে মূর্খের দল...' বিয়ের আগেই মেজাজ হারালেন দর্শনা, ভক্তদের উপর চটে কী বললেন সৌরভের হবু বউ?
চলতি মাসে অর্থাৎ ডিসেম্বর থেকেই শুরু হয়ে যাবে এই সিরিজের শুটিং। এখানেই ফুটে উঠবে এমন এক গল্প যেখানে দেখা যাবে কেন, কীভাবে ঋত্বিক চক্রবর্তী উকিল হয়ে ওঠেন। আবার কোন পরিস্থিতিতে পড়ে তিনি সেই ওকালতি ছেড়ে পর্যন্ত দিতে চান।
এই সিরিজে নেতিবাচক চরিত্রে দেখা মিলবে অনির্বাণ চক্রবর্তীকে। অন্যদিকে ঋত্বিকের বাবার চরিত্রে থাকবেন পরাণ বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত এর আগে জয়দীপ মুখোপাধ্যায় এবং অনির্বাণ চক্রবর্তী একসঙ্গে কাজ করেছেন। তাঁদের দ্য একেন সিরিজ সুপারহিট। এবার নতুন ভাবে তাঁদের জুটি ধরা দেবে। হইচই ওটিটি মাধ্যমে মুক্তি পাবে এই ছবিটি।
জয়দীপ মুখোপাধ্যায় এই সিরিজ প্রসঙ্গে আনন্দবাজারকে জানিয়েছেন, 'এর আগে উকিল বা আদালত নিয়ে তেমন বাংলা সিরিজ হয়নি, বিষয়টা নতুন, তাতে আরও নতুনত্ব আনার চেষ্টা করেছি।'