বাংলা নিউজ > বায়োস্কোপ > Ritwick chakraborty on Besharam Rang: 'গাজর খেলেও বিতর্ক হবে?' পুতুলের ‘বেশরম’ প্রশ্নে চিন্তায় ঋত্বিক

Ritwick chakraborty on Besharam Rang: 'গাজর খেলেও বিতর্ক হবে?' পুতুলের ‘বেশরম’ প্রশ্নে চিন্তায় ঋত্বিক

ঋত্বিক আর তাঁর পুতুল

Ritwick chakraborty on Besharam Rang: সমালোচকদের কটাক্ষ ঋত্বিকের। গাজর খেলেও কি এখন বিতর্ক হবে? প্রশ্ন অভিনেতার পুতুলের।

আরও একবার পুতুল সহ সোশ্যাল মিডিয়ার পর্দায় হাজির হয়েছিলেন টলিউডের বিখ্যাত অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। এবার তাঁর পুতুলের কাছে আছে একদম নতুন টপিক! কী টপিক ভাবছেন? এখন বাজারে একটাই টপিক, ' পাঠান' আর তার 'বেশরম রং' এবার সেই টপিক নিয়ে আলোচনা করতে দেখা গেল ঋত্বিক চক্রবর্তী এবং তাঁর পুতুলকে।

পাঠান এবং বেশরম রং নিয়ে তাঁর এবং কথা বলা পুতুলের কথোপকথনের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে। অভিনেতা। এই গান নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে সেটাই ছিল তাঁদের আলোচনার বিষয়।

ঋত্বিক চক্রবর্তীকে ইদানিংকালে এই ভেন্ট্রিলোকুইজম করতে দেখা যাচ্ছে। তিনি এই ছোট ছোট ভিডিয়ো বানানোর জন্য তাঁর সঙ্গে রাখেন একটু পুতুলকে। তাঁরা নানা বিতর্কিত বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় এসে আলোচনা করেন। এবার আলোচনা করলে। পাঠান নিয়ে।

গত ১২ ডিসেম্বর মুক্তি পেয়েছে শাহরুখ অভিনীত পাঠান ছবির বেশরম রং গানটি। আর মুক্তি পাওয়ার পর থেকেই কোনও না কোনও বিতর্কে জড়িয়েছে এই গান। শুরু হয় বয়কট পাঠান ট্রেন্ড। দাবি করা হয় এই গানে দীপিকার পোশাক এবং তার রং পাল্টানোর। এই গানে দীপিকাকে একটি কমলা রঙের বিকিনিতে দেখা গিয়েছে। সেটা নিয়ে নানান কটূক্তি, বিদ্রুপ চলেছে। শুধু তাই নয়, গোটা ছবির নাম পাল্টানোর দাবিও করা হয়েছে। এবার সেই বিষয়ে কথা বললেন অভিনেতা ঋত্বিক।

ঋত্বিক তাঁর এবং পুতুলের এই ভিডিয়োর ক্যাপশনে লেখেন, 'হাতের বাইরে হাতের পুতুল, রঙের সুমতি।' ভিডিয়ো শুরু হতেই ঋত্বিকের পুতুল বলে ওঠে, 'আচ্ছা বড়দা আমি যদি ক্যামেরা অন করে গাজর খাই কী হবে? গাজর খেলেও কি বিতর্ক হবে?' এম। প্রশ্নে অবাক হয়ে যান অভিনেতা। তিনি প্রশ্ন করেন, যে হঠাৎ এমন কথা কেন? পুতুল ফের বলে ওঠে, 'বড়দা, গাজরের রংটা ভাবো। জানো তো একটা গানে একটা রং ব্যবহার হয়েছে। আর সেটা নিয়েই তো খুব ঝামেলা করেছে।' পুতুল আরও একটু জুড়ে দেয়, 'ওই যাঁরা ঝামেলা করেন।'

অভিনেতা যদিও বিষয়টাতে সায় দেন তবুও বলেন এই বিষয়টার ব্যাখ্যা অর্থহীন, রঙের আবার শুভ, অশুভ কী? এরপর অভিনেতার পুতুল বলে সে তার এক বন্ধুকে ডাকতে চায়, কিন্তু বন্ধুর গায়ের রং নিয়ে কিছু বলা যাবে না! কেন? কারণ পুতুলের বন্ধুর গায়ের রং যে গেরুয়া এবং সবুজ! বুঝুন ঠ্যালা!

বন্ধ করুন