টলিউডের অন্দরে প্রেমের ভাঙাগড়া চলতেই থাকে। তারকাদের প্রেমে পড়া যেমন খবরে আসে, তেমনই প্রেম ছেড়ে চলে যাওয়ার কারণেও তাঁরা আসেন চর্চায়। ২০২২ সালেই পথ আলাদা হয়েছিল অভিনেতা রোহন ভট্টাচার্য আর সৃজলা গুহ-র। কোনও রাখঢাক না রেখেই বিচ্ছেদের কথা তাঁরা ভাগ করে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়।
রোহনের সদ্য শেয়ার করা একটি ইনস্টাগ্রাম পোস্ট ফের পুরনো প্রেমে ঘি আহুতির কাজ করল। দক্ষিণ কলকাতার যারা বাসিন্দা, তাঁরা আনেকেই আসা যাওয়ার পথে রুবির মোড়ে ‘আমার ভালবাসার ওয়ার্ড ১০৮’ কথাটা লেখা দেখেছেন। সেই ছবিটিই সামান্য এডিট করে শেয়ার করেছেন রোহন। মুছে দিয়েছেন ওয়ার্ড কথাটা। যার ফলে ব্যাপারটা গিয়ে দাঁড়িয়েছে ‘আমার ভালবাসার ১০৮’।
কোনও কিছু নষ্ট হয়ে যাওয়া বা বিনষ্ট হওয়া বোঝাতে ‘১০৮’ কথাটা ব্যবহার করা হয়। এমনকী, অনেকে এই কথাটিকে অপশব্দ হিসেবেও ধরে থাকেন। ‘তুমি আশেপাশে থাকলে’ অভিনেতার এমন পোস্ট দেখে অনেকের মনেই এসেছে তাঁর প্রাক্তন প্রেমিক সৃজলার প্রসঙ্গ।
‘মন ফাগুন’ অভিনেত্রীর সঙ্গে দীর্ঘ সময় ধরেই লিভ ইন সম্পর্কে ছিলেন রোহন। অনেকেই সেই সময় এই সম্পর্ক ভাঙায় দোষারোপ করেছিলেন ‘মন ফাগুন’-এর হিরো শনকে। এরপর রোহনই ইনস্টাস্টোরিতে লিখেছিলেন, ‘আমি আর সৃজলা যদি আলাদা হয়ে থাকি, তাহলে সেটা একদমই আমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। আমাদের মধ্যে কোনও তৃতীয় ব্যক্তি নেই। আমরা দু'জন দু'জনকে সম্মান করি, আর তার যথেষ্ট কারণ আছে। প্লিজ এই আলাদা হওয়ার কারণ হিসাবে তৃতীয় কারুর নাম জড়াবেন না। কারণ আমাদের নিজেদের অনেকদিনের অনেকরকম প্রবলেমের কারণে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। এই সময়টা আমাদের দুজনের জন্য খুব কঠিন। আশা করি সেটা বুঝে আমাদের তেমনভাবেই স্পেস দেওয়া হবে'।
তবে এই সম্পর্ক ভাঙার পর রোহন বা সৃজলা, কারওরই নতুন কোনও প্রেমের খবর সামনে আসেনি। একসময় রোহনের প্রেমিকা হিসেবেই পরিচিতি ছিল সৃজলার। সেই সময় মডেলিংও করতেন তিনি। তবে মন ফাগুন বিশেষ জনপ্রিয়তা এনে দেয় সৃজলাকে। অভিনেত্রী হিসেবে নিজের পরিচিতিও গড়েন। শুধু তাই নয়, প্রেমের কবিতার বই-ও লিখে ফেলেছেন ইতিমধ্যে। খুব জলদি রাহুল মুখোপাধ্যায়ের ওয়েব সিরিজেও দেখা মিলবে সৃজলাকে। অন্য দিকে, রোহনকে এখন দেখা যাচ্ছে নতুন শুরু হওয়া ‘তুমি আশেপাশে থাকলে’ সিরিয়ালে।