বিয়ের পরপরই আমেরিকাবাসী অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়। অনুরণকে বিয়ে করে ছেড়েছেন শহর। কলকাতার বাইরে পুজো কাটিয়ে স্বভাবতই মন খারাপ তোমায় আমায় মিলে অভিনেত্রী। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘দুর্গাপুজো একটা ইমশোন, যার ভিন্ন অর্থ রয়েছে। পরিবার থেকে অনেক দূরে, নতুন পরিবারের সঙ্গে আনন্দ করছি। কিন্তু সেই ভিড়, লাউডস্পিকারের আওয়াজ, রাতভর জেগে আড্ডা, আর সবচেয়ে জরুরি খাবারটা মিস করছি। সকলকে জানাই দুর্গাপুজোর শুভেচ্ছা।’
তবে দুর্গাপুজোর আনন্দ মাটি হলেও, চুটিয়ে উপভোগ করলেন হ্যালোইন। যার ছবিও দিলেন সামাজিক মাধ্যমে। অভিনয় থেকে দূরে নতুনভাবে উপভোগ করছেন জীবনের দ্বিতীয় অধ্যায়। ঘোরাঘুরির ছবি প্রায়ই আসে ইনস্টায়। আর এবার অনুরণকে নিয়ে গেলেন হ্যালোইন পার্টিতে। চোখে মোটা করে পরা কাজল, লাল লিপস্টিক, বেরিয়ে আথে শ্বদন্ত। কালো পোশাকে অনুরণ কমপ্লিমেন্ট দিচ্ছিলেন বউকে। আরও পড়ুন: লিপলকের কামাল! চুমু খেয়ে অ্যাওয়ার্ড পেলেন কাজল, কারা দিল?
তবে রুশাকে দেখে ভয় পাওয়ার থেকে বেশি, ‘সেক্সি’ লাগল তাঁর অনুরাগীদের। কমেন্ট বক্সে বয়ে গেল প্রশংসা বন্যা। যদিও এখানে কিছু কিছু নেটিজেনের দাবি অভিনেত্রীকে একেবারে মানাচ্ছে না তাঁর বরের সঙ্গে। বিয়ের পর থেকেই উচ্চতা নিয়ে কম ট্রোল হননি অনুরণ। ‘বেঁটে বর’ বিয়ে করে সমালোচনার মুখে পড়েন রুশা নিজেও। যদিও বাহ্যিক সৌন্দর্য কোনওকালেই দাম পায় না মনের ভালোবাসার কাছে।
আরও পড়ুন: খালি গায়ে নীল, কালো স্নানপোশাকে তৃণা! দেশ না বিদেশ, কোথায় জমল তৃনীলের ভ্যাকেশন?
সম্বন্ধ দেখে বাবা-মায়ের পছন্দেই বিয়ে করেছিলেন রুশা। আইনি বিয়ে হয়েছিল ২০২২ সালের জুন মাসে। এরপর ২০২৩ সালের জানুয়ারিতে হয় সামাজিক বিয়ে। রুশার বর পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মাইক্রোসফটে চাকরি করেন। সেই সূত্রেই সিয়াটেলে থাকেন তাঁরা।
রুশাকে সামাজিক মাধ্যমে কমেন্ট করে প্রায়শই কলকাতায় ফিরতে অনুরোধ করে তাঁর অনুরাগীরা। ছোট পর্দায় মিস করে দর্শক তাদের পছন্দের অভিনেত্রীকে। ২০০৯ সালে স্টার জলসার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘ওগো বধূ সুন্দরী’-র হাত ধরে রুশার অভিনয়ে পা রাখা। নায়িকা ঋতাভরী ওরফে ললিতার বোনের চরিত্রে দেখা গিয়েছিল। এরপর ২০১৩-তে ‘তোমায় আমায় মিলে’-তে নায়িকা চরিত্রে। খুব সাফল্য পেয়েছিল এই ধারাবাহিক। তবে এরপর আর মুখ্য চরিত্রে আসেননি। তবে ‘শ্রীময়ী’, ‘মহাপীঠ তারাপীঠ’ কিংবা ‘খেলাঘর’-এর মতো ধারাবাহিকে নজর কাড়েন তিনি।