বাংলায় এবার হাইটেক সায়েন্স ফিকশন ছবি। জিতের এই আসন্ন ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে বেজায় উন্মাদনা ছিল। এবার সেটা আরও বাড়িয়ে প্রকাশ্যে এল ছবির প্রথম পোস্টার। আর তাতেই নজর কাড়লেন। একেবারে অন্যরকম লুকে ধরা দিলেন তিনি।
বুমেরাং - এর পোস্টার
বুমেরাং ছবির পোস্টারে দেখা যাচ্ছে একটি দুর্ধর্ষ বাইকের উপর ব্যাগ কাঁধে বসে আছেন জিৎ। থুড়ি, উড়ছেন। তাও হাওড়া ব্রিজ, গঙ্গাকে নেপথ্যে রেখে। দেখা যাচ্ছে বহু বাড়ি ঘর। ভাবা যায়, কলকাতার বুকে সুপারহিরো বাইক নিয়ে আকাশে ঘুরছে!
আরও পড়ুন: ডন হয়ে আত্মপ্রকাশ রণবীরের? বরের 'তা' দেওয়া পেল্লাই গোঁফ দেখে একি কাণ্ড করে বসলেন দীপিকা!
আরও পড়ুন: কালো লেহেঙ্গায় যেন অপ্সরা বজরঙ্গী ভাইজানের মুন্নি! ইদের শুভেচ্ছা জানিয়ে কী লিখলেন হর্ষালি?
জিতের পরনে রয়েছে কালো জ্যাকেট এবং প্যান্ট। হাতে বাইকার গ্লাভস এবং চোখে রোদ চশমা। বাইকটি দেখেও বোঝা যাচ্ছে সেটা যে সে বাইক নয়। এই পোস্টার প্রকাশ্যে আসার পাশাপাশি ছবির নির্মাতাদের তরফে ছবির মুক্তির দিনও ঘোষণা করা হয়েছে। সকলেই জানেন যে জিতের ছবি ইদে মুক্তি পায়। কিন্তু এবার ভোট আবহে এই ছবি আসছে না। বরং পিছিয়ে গিয়েছে জুনে। আগামী ৭ জুন মুক্তি পাবে বুমেরাং।
এই ছবিতে জিৎ ছাড়াও দেখা যাবে রুক্মিণী মৈত্রকে। এদিন জিৎ এবং রুক্মিণী দুজনেই ছবির পোস্টার শেয়ার করে লেখেন, 'নিজেদের সিটের বেল্ট বেঁধে নিন এবার। প্রস্তুত হয়ে যান আবিষ্কারের জগতের একটা দুর্দান্ত সফরের জন্য। বুমেরাং এর ফার্স্ট লুক প্রকাশ্যে এল। ৭ জুন মুক্তি পাবে ছবিটি।'
আরও পড়ুন: বইয়ের পাতা থেকে সোজা পর্দায়! আবিরের হাত ধরে পাহাড়ে পাড়ি 'বাবলি' শুভশ্রীর! প্রকাশ্যে পোস্টার
বুমেরাং প্রসঙ্গে
বুমেরাং ছবিটি পরিচালনা করেছেন সৌভিক কুণ্ডু। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন জিৎ এবং রুক্মিণী মৈত্র। অন্যান্য চরিত্রে থাকবেন খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত, দেবচন্দ্রিমা সিংহ রায়, অম্বরীশ ভট্টাচার্য প্রমুখ। এই ছবিটির প্রযোজনা করেছেন জিৎ, গোপাল মদনানি, অমিত জুমরানি।