২০২২ সালে কলকাতায় পারফর্ম করতে এসে আচমকাই অসুস্থ হয়ে পড়েন কৃষ্ণকুমার কুন্নাথ বা কেকে। তারপরই তাঁর মৃত্যু হয়। ৩১ মে ২০২২ এ তিনি না ফেরার দেশে পাড়ি দেন। তবে মৃত্যুর খবর মেনে নিতে পারেননি অনেকেই। দেখতে দেখতে তাঁর চলে যাওয়ার প্রায় দুই বছর হতে চলল। তার আগেই বন্ধুর স্মৃতিতে ডুব দিলেন শান। সম্প্রতি একটি কনসার্টে গাইলেন প্রিয় বন্ধুর গাওয়া সেই জনপ্রিয় গান ইয়ারো দোস্তি। একই সঙ্গে তাঁকে উৎসর্গ করে গান ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে।
কেকের স্মৃতিতে শান
শান এদিন প্রিয় বন্ধু কেকের স্মৃতির উদ্দেশ্যে একটি ভিডিয়ো শেয়ার করেছেন। ১০ এপ্রিল তাঁর শেয়ার করা এই ভিডিয়োতে দেখা যাচ্ছে তাঁর একটি লাইভ কনসার্টের টুকরো মুহূর্ত তিনি তুলে ধরেছেন। সঙ্গে আছে তাঁর এবং কেকের একসঙ্গে কাটানো বেশ কিছু মুহূর্তের ছবিও।
আরও পড়ুন: 'আমি রকস্টার নই...' বাংলা রকের পথপ্রদর্শন তিনি, তবুও কেন এমনটা বললেন রূপম?
কেকে এবং শান যে একে অন্যের দারুণ ভালো বন্ধু ছিলেন সেটা বলার অপেক্ষা রাখে না। আর তাঁদের এই বন্ধুত্বের ছবিই যেন নতুন করে এই দিন ধরা পড়ল এই ভিডিয়ো। ভিডিয়োটি পোস্ট করে শান লেখেন, 'কেকের স্মৃতিতে। তোমার গেয়ে যাওয়া গানগুলো আমাদের মনে চিরস্মরণীয় হয়ে থাকবে। তোমার গাওয়া প্রতিটি নোট, প্রতিটি মেলোডি আমাদের মনে থাকবে। যদিও তুমি দুই বছর আগেই না ফেরার দেশে চলে গিয়েছ, তবুও তুমি আমাদের স্মৃতিতে আজও আছ। আমাদের একসঙ্গে গানগুলোতে রয়েছ। তোমার মতো এমন গুণী মানুষ, এত প্যাশনেট মানুষ আর নেই। আমরা একসঙ্গে বহুবার স্টেজে ম্যাজিক তৈরি করেছি। আজ আমি একাই সেটা এগিয়ে নিয়ে গেলাম। আমাদের মনে তুমি সারাজীবন থাকবে কেকে।'
কে কী বলছেন?
শানের এই পোস্ট দেখে মুগ্ধ হয়েছেন তাঁদের অনুরাগীরা। এক ব্যক্তি লেখেন, 'সত্যি, একেই বলে বন্ধুত্ব।' আরেকজন লেখেন, 'আজ ইন্টারনেটে দেখা সেরা জিনিস।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'আপনার মধ্যে দিয়েই উনি বেঁচে থাকুন শান। বন্ধুত্ব তো এটাকেই বলে। আপনাদের বন্ধুত্ব যুগ যুগ জিও।'
আরও পড়ুন: সাবান লাগানো অতীত, প্রচারে বেরিয়ে ভোটারের রান্নাঘরে হানা হিরণের! খুন্তি নেড়ে কোন কোন পদ রাঁধলেন?
এদিনের এই ভিডিয়োতে শানকে কেকের বিখ্যাত গান ইয়ারো দোস্তি গাইতে দেখা যায়। বাদ দেন না শোলে ছবিটির ইয়ে দোস্তি গানটি গাইতে।