বাংলা নিউজ > বায়োস্কোপ > Rupa-Dilip: বিজেপিতে যোগ দেওয়ার 'ধান্দা' জানিয়ে দল ছাড়লেন রূপা, দিলীপ ঘোষের 'চিনি না' মন্তব্যের কড়া জবাব

Rupa-Dilip: বিজেপিতে যোগ দেওয়ার 'ধান্দা' জানিয়ে দল ছাড়লেন রূপা, দিলীপ ঘোষের 'চিনি না' মন্তব্যের কড়া জবাব

দিলীপ ঘোষকে পালটা জবাব দিলেন রূপা ভট্টাচার্য (ছবি-ফেসবুক ও এইচটি) 

‘মনে হয়েছিল আপনি আর যাই হন ভণ্ড নন…. মনে রাখবেন, মানুষ আমায় শিল্পী বানিয়েছে, বিজেপি বা আপনি নন’, কড়া ভাষায় জবাব দিলেন রূপা।

দিন কয়েকে আগেই যাদবপুরের শ্রমজীবী ক্যান্টিনে দুই বিজেপি তারকার (এখন যদিও তাঁরা বিজেপি নন বলে দাবি করেছেন) উপস্থিতি ঘিরে বাংলার রাজনৈতিকমহলে জোর তরজা শুরু হয়েছিল। দিলীপ ঘোষের বেফাঁস মন্তব্য সেই তরজায় নতুন মাত্রা যোগ করে। বিজেপির রাজ্য সভাপতি জানান, রূপা ভট্টাচার্য ও অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়কে তিনি নাকি চেনেন না। তিনি আরও বলেন, 'আমার হাত দিয়ে তো যোগ দেয়নি কেউ। ভিড়ের মধ্যে অনেকে BJP-তে এসেছেন। মেলা লেগেছে। এখন মনে হচ্ছে, এখানে সুবিধা হচ্ছে না, তাই ওদিকে যাচ্ছে'।

দিলীপ ঘোষের এই কটাক্ষের কড়া জবাব দিতে, ফেসবুকে খোলা চিঠি লিখলেন রূপা ভট্টাচার্য। এবং দিলীপবাবুকে স্মরণ করিয়ে দিলেন দিল্লিতে দিলীপ ঘোষই তাঁকে উত্তরীয় পরিয়ে দলে স্বাগত জানিয়েছিলেন বছর তিনেক আগে। অভিনেত্রী স্পষ্ট জানিয়েছেন, ‘আমি এখন আর বিজেপিতে নেই। আমি দলের কোনও পদে নেই। যাঁরা আমায় চেনেনই না, তাঁদের আবার ইস্তফাপত্র দেব কেন?’

এদিন ফেসবুকের দেওয়ালে রূপা ভট্টাচার্য লেখেন, ‘আপনি দিল্লিতে যখন মঞ্চে আমার গলায় উত্তরীয় পরিয়ে বিজেপিতে বরণ করেছিলেন (যার ফুটেজ সব মিডিয়া হাউস বারবার দেখায় ) তখন আপনার সহজ সরল আপ্যায়নে মনে হয়েছিল আপনি আর যাই হন ভন্ড নন। …আমরাই প্রথম এক ঝাঁক শিল্পী যারা সাহস করেছিলাম শাসক দলের বিরুদ্ধে গিয়ে আপনাদের পাশে দাঁড়াতে। তার আগে হাতে গোনা কয়েকজন ছিলেন। আর প্রথম এই সাহস দেখিয়েছিলেন বলাই বাহুল্য আমাদের শিল্পীদের সাপোর্ট রূপা গাঙ্গুলিদি। আমরা এক দল বেঁধে জয়েন করার পরেই কিন্তু রাজ্যের শাসক দল এবং বুদ্ধিজীবী সমাজ বিষয়টায় গুরুত্ব দেওয়া শুরু করে। সেই অর্থে বলতে গেলে এটাই ছিল রাজ্যে বিজেপির শিল্প সংস্কৃতি মহলে গৃহপ্রবেশ। মনে রাখবেন ২০১৯ এর ১৮ই জুলাই ওই সময় কিন্তু রাজ্যে বিজেপি হাওয়া ছিল না যে সবাই টিকেট বা ক্ষমতার এর লোভে গেছিলাম’।

ছোট থেকেই বামপন্থায় বিশ্বাসী রূপার বিজেপিতে যোগ দেওয়ার ‘দুটো ধান্দা’ ছিল, সেকথা এদিন নিজেই জানিয়েছেন অভিনেত্রী। তিনি লেখেন, এক) এখানে নৈরাজ্যর থেকে মুক্তি। কেন্দ্র ও রাজ্যে যদি এক সরকার হয় তাহলে রাজ্যে কর্মসংস্থান বাড়বে। আমাদের রাজ্য থেকে দলে দলে পরিযায়ী শ্রমিক, পরিযায়ী ইঞ্জিনিয়ার, পরিযায়ী কর্পোরেট, পরিযায়ী শিক্ষক, এমনকি পরিযায়ী শিল্পীরা জীবিকার সন্ধানে ঘর ছাড়বে না। এটা একটা ধান্দা ছিল।

দুই) আর আসল ধান্দা ছিল নিজেদের ঘর বাঁচানো। আমাদের ফিল্ম এবং টেলিভিশনের জগৎ কতটা সাফার করছিল,কতটা দেয়ালে পিঠ ঠেকে গেছিল সেটা সবাই জানে। সেই অবস্থা থেকে উদ্ধার পেতে আমরা কেন্দ্র সরকারের সাহায্য চাইছিলাম। যাতে রাজনৈতিক রঙ না দেখে শুধু যোগ্যতার নিরিখে এখানে শিল্পী কলাকুশলী প্রোডিউসার সবাই শান্তিপূর্ণ ভাবে কাজ করতে পারে একসাথে। এটাই আসল ধান্দা ছিল আমাদের একযোগে জয়েন করবার।

বিধানসভা নির্বাচনের আগে সদ্য বিজেপিতে যোগ দেওয়া তারকা থেকে তৃণমূল ত্যাগীদের টিকিট পাওয়াও মন থেকে সমর্থন না করলেও দলের লড়াইয়ে পাশে ছিলেন রূপা। ‘খটকা লাগলো’ তবুও সঙ্গে ছিলেন, প্রচার থেকে ডিবেটে অংশ নেওয়া- দলের হয়ে নিজেকে উজাড় করে দিয়েছেন সর্বত্র। 

ভোটের ফল ঘোষণার পর করোনা পরিস্থিতির বাড়বাড়ন্তের মাঝে ববি হাকিম, মদন মিত্রদের সিবিআই হেফাজতে নেওয়ার বিপক্ষে মত পোষণ করেছিলেন রূপা। জানিয়েছিলেন, ‘মহামারী যখন তুঙ্গে তখন দুটো দিন অপেক্ষা করলে হতো না?’ এরপরই দলের সঙ্গে সম্পর্ক তলানিতে ঠেকে তাঁর। দিলীপ ঘোষের উদ্দেশে রূপা বলেন, ‘…অবশ্য আপনি শিল্পীদের রগড়ে দেন।তার প্রতিবাদ তখন করেছিলাম তাই এমনিও আপনার জন্য আমরা বিড়ম্বনা।একটা কথা ভুলবেন না আমায় শিল্পী আপনি বা বিজেপি বানায় নি।মানুষ বানিয়েছে।তাদের প্রতি সৎ এবং দায়বদ্ধ আমি থাকবোই। এই দলের আমি আজ আর কেউ নয়। আপনাদের কথায় কখনোই কেউ ছিলাম না। একটা কথা বলে যাই আপনার দলের সম্পদ আপনাদের সাধারণ কার্যকর্তারা। শিল্পীদের কদর করেননি তাতে আমাদের কিছু আসে যায় না। কিন্তু দলের কর্মীদের কদর করুন। দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝুন। সুস্থ থাকুন। ভালো থাকুন’। 

বায়োস্কোপ খবর

Latest News

Bengal Pro T20 League: কবে থেকে শুরু হতে চলেছে আইপিএলের আদলে চালু হওয়া নয়া লিগ? জোড়া ঘূর্ণাবর্তের দোসর বায়ু! বৃহস্পতি পর্যন্ত বৃষ্টি বাংলায়, কোথায় ঝড় উঠবে? MI-কে হারিয়ে প্লে-অফ কার্যত পাকা করে ফেলল KKR, মুম্বইয়ের আশার প্রদীপ নিভু নিভু রিঙ্কু সিংয়ের ভারতীয় দলে সুযোগ না পাওয়ার কারণ জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায় ওয়াংখেড়েতে ১২ বছরের শাপমুক্তি, স্টার্কের জাদুতে MI-কে হারিয়ে প্লে-অফের দিকে KKR সিকন্দর ব্যর্থ হতেই জারিজুরি শেষ জিম্বাবোয়ের,তাসকিনদের দাপটে বিরাট জয় বাংলাদেশের ‘বিপদে আমিই প্রথম…’উদ্ধবের সঙ্গে সম্পর্কের গভীরতা বোঝালেন মোদী,উস্কে দিল জল্পনা কেমন হল মাধ্যমিকে পাঠভবনের ফল? কলকাতার নামী স্কুলের শিক্ষক-শিক্ষিকারা কী বলছেন 'গল্পের এই ট্র্যাকে সূর্যর আর ফেরার নেই', অনুরাগের ছোঁয়া থেকে বাদ দিব্যজ্যোতি? পদ্মার ইলিশ নাগালের বাইরে! এবার পুকুরেই চাষ হবে বাঙালির প্রিয় মাছ

Latest IPL News

রিঙ্কু সিংয়ের ভারতীয় দলে সুযোগ না পাওয়ার কারণ জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায় ওয়াংখেড়েতে ১২ বছরের শাপমুক্তি, স্টার্কের জাদুতে MI-কে হারিয়ে প্লে-অফের দিকে KKR বুমরাহের বিষাক্ত ইয়র্কারে ছানাবড়া বেঙ্কি-স্টার্করা, ওয়াংখেড়েতে ৫০ উইকেটের নজির হেড না টেল! ক্যামেরায় দেখাল না MI vs KKR ম্যাচের টসের রেজাল্ট, শুরু হল বিতর্ক ‘একটু বিশ্রাম দরকার’, ৩টে ছবি করে ক্লান্ত ৬০ ছুঁইছুঁই শাহরুখ! কবে ফিরছেন ফ্লোরে? টিমে রাসেল, ফিরলেন হেতমায়ের, সুযোগ পেলেন গাব্বার নায়ক! দল ঘোষণা করল উইন্ডিজ বয়স ১০৩ বছর! CSK-এর সুপার ফ্যানের জন্য বিশেষ উপহার পাঠালেন মহেন্দ্র সিং ধোনি CSK ছাড়ার আগে ধোনির থেকে বিশেষ উপহার পেলেন মুস্তাফিজ, লিখলেন আবেগপ্রবণ বার্তা এখানে যে কেউ সেঞ্চুরি করতে পারে, IPL কি তবে ফাটকা? রোহিতের উত্তরে বিতর্কের গন্ধ দলে ফিরতে ছেড়েছিলেন রসমালাই,বিরিয়ানি! কীভাবে ৪ মাসে ১৬ কেজি ওজন কমালেন ঋষভ পন্ত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.