বলিউডের ছোটপর্দার অন্যতম পরিচিত মুখ হলেন রূপালি গঙ্গোপাধ্যায়। তিনি তাঁর কেরিয়ার শুরু করেছিলেন চাইল্ড আর্টিস্ট হিসেবে। তাঁর বাবার পরিচালিত ছবি সাহেবে তাঁকে প্রথম দেখা যায়। এরপর তিনি দো আঁখে বারা হাত করেন। সঞ্জীবনীতে তাঁকে একজন মেডিক্যাল ইন্টার্ন হিসেবে দেখা যায়। তবে তাঁর কেরিয়ারের পুরো মুখ ঘুরে যায় সারাভাই ভার্সেস সারাভাই ধারাবাহিকের পর। এই শোয়ের এত বছর পর, আজও এখানে করা তাঁর মনীষা সারাভাই এবং তাঁর শাশুড়ির চরিত্রে থাকা রত্না পাঠক শাহের চরিত্র দর্শকদের মনে অমলিন হয়ে থেকে গিয়েছে। এখন তাঁকে অনুপমা ধারাবাহিকে দেখা যাচ্ছে। টিআরপির খেলায় এখনও এটি সর্বোচ্চ স্থান ধরে রেখেছে।
২৬ মার্চ মুম্বইয়ে অনুষ্ঠিত হয় ওটিটিপ্লের চেঞ্জমেকার্স অ্যাওয়ার্ডসের অনুষ্ঠান। সেখানে রূপালি গঙ্গোপাধ্যায় কম্প্যাশনেট চেঞ্জমেকার অব দ্য ইয়ারের খেতাব জেতেন। তাঁর হাতে এই পুরস্কার তুলে দেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।
যাঁরা রূপালির সিরিয়াল অনুপমা দেখেন তাঁরা জানেন এখানে এখন শাহ এবং কাপাডিয়া পরিবারে কী চলছে। একটি পোর্টালের তরফে দাবি করা হয়েছিল যে ছোটি অনুর বায়োলজিক্যাল মা আদতে একজন খারাপ মহিলা, তিনিই নাকি এই সিরিয়ালের আসল খলনায়িকা। আর সেটা নাকি এবার দেখা যেতে চলেছে। আর এই ধারাবাহিকে এবার উঠে আসবে চাইল্ড ট্রাফিকিংয়ের ঘটনা। যখন ওটিটিপ্লের তরফে অভিনেত্রীকে এই বিষয়ে জিজ্ঞেস করা হয় তখন তিনি রীতিমত চমকে ওঠেন। বলেন, 'হ্যাঁ! এবাবা এরম কিছু না। এখানে অনেক নাটক দেখা যাবে। যা যা রহস্য আছে সেটা আগামী পর্বে প্রকাশ্যে আসবে। কিন্তু গল্পে তাই বলে মোটেই এইসব অ্যাঙ্গেল নেই।'
অন্যদিকে ওটিটিপ্লে চেঞ্জমেকার্স অ্যাওয়ার্ড জেতার পর অভিনেত্রী বলেন, 'একজন অভিনেত্রীর কাছে সব ধরনের বিনোদন বিশেষ হয়। কিন্তু আমার কাছে টেলিভিশন খুব কাছের। সব থেকে বিশেষ।'