HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > বায়োস্কোপ > জোড়া উপন্যাস নিয়ে পাঠকের দরবারে রূপম ইসলাম

জোড়া উপন্যাস নিয়ে পাঠকের দরবারে রূপম ইসলাম

প্রকাশিত হল বাংলার রকস্টার রূপম ইসলামের প্রথম উপন্যাস ' অনামিকা বলে ডাকতে পারি কি তোমায়?'।

বই প্রকাশ অনুষ্ঠানে রূপম ইসলাম।

প্রকাশিত হল বাংলার রকস্টার রূপম ইসলামের প্রথম উপন্যাস ' অনামিকা বলে ডাকতে পারি কি তোমায়?'। জানিয়ে রাখা ভালো, এই উপন্যাসের সমনামী রূপমের একটি বিখ্যাত গানও আছে। উপন্যাসটি প্রকাশনার দায়িত্ব নিয়েছে দীপ প্রকাশন।সম্প্রতি, প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠকে বই প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত সাংবাদিক ও লেখক গৌতম ভট্টাচার্য। ছিলেন রূপম ইসলাম এবং দীপ প্রকাশনের তরফে দীপ্তাংশু মণ্ডল।

মূলত দু'টি উপন্যাস নিয়ে বোনা হয়েছে ‘অনামিকা বলে ডাকতে পারি কি তোমায়’ বইটি। প্রথম উপন্যাসের নাম ‘চাঁদনিতে উন্মাদ একজন’। দ্বিতীয় উপন্যাস ‘অনামিকা বলে ডাকতে পারি কি তোমায়’, যে নামে এই বইটির নামকরণ করা হয়েছে। উপন্যাসের মূল চরিত্র ব্রহ্ম ঠাকুর একজন মনোবিদ। এই বইয়ের প্রসঙ্গে বলতে গিয়ে লেখক বলেন, ' মূল চরিত্রের নাম ব্রহ্ম ঠাকুর। একজন মনোবিদ। আবার বেশ রহস্যময়ও বটে। এই চরিত্রকে ঘিরে আবর্তিত হয়েছে গল্প। এই ব্রহ্ম ঠাকুর কখনও অসাধারণ আবার কখনও সাধারণ মানুষ। আবেগপ্রবণ, ভালবাসায় চোখের জল ফেলেন। তবে যেভাবেই হোক জীবনের ছুড়ে দেওয়া চ্যালেঞ্জগুলো জিতে নেন এই মানুষটি।' 

'অনামিকা বলে ডাকতে পারি কি তোমায়?' হাতে রূপম।

নিজের বই নিয়ে রূপম আরও বলেন, 'এর আগে আমার সঙ্গীত বিষয়ক চারটে বই প্রকাশিত হয়েছে। একজন সঙ্গীত শিল্পী সঙ্গীত বিষয়ে বই লিখবে সেটাই তো স্বাভাবিক। তবে আমি মনে করি আমার মধ্যে একটা লেখক সত্ত্বা আছে। আমি একটা সুযোগের জন্য অপেক্ষা করছিলাম আমার এই সত্ত্বাকে অন্য একটা খাতে বইয়ে দেওয়ার জন্য। গত বছর একটি বহুল প্রচারিত পূজাবার্ষিকীতে আমার উপন্যাস লেখার সুযোগ আসে। সুযোগটা নিয়ে লিখে ফেলেছিলাম 'চাঁদনিতে উন্মাদ একজন'। কিন্তু সেই উপন্যাসটা খুব একটা বড় হয়নি, তাই এই বইটার জন্যই দ্বিতীয় উপন্যাসটা লিখলাম। তবে এই বইটি কিন্তু একেবারেই সঙ্গীতকে ঘিরে নয়। এই বইয়ের কেন্দ্রে রয়েছে একজন পলাতক মনোবিদ। তাঁর একটা অন্ধকার অতীত আছে। আমি চাই লোকে বইটা পড়ুক। আমায় পরামর্শ দিক যাতে আমি আরও ভাল লিখতে পারি।'

 রূপম আরও জানান তাঁর প্রিয় লেখক সত্যজিৎ রায়, সুনীল গঙ্গোপাধ্যায় এবং হুমায়ূন আহমেদ। মূলত, তাঁর প্রিয় লেখকদের ওপর ভর করেই তিনি উপন্যাস লেখার রসদ খুঁজে পান। নিজের বক্তব্য শেষে তাঁর সংযোজন, 'গৌতম ভট্টাচার্যের লেখারও কিন্তু দারুণ ভক্ত আমি। ছোট থেকে যাঁদের লেখা পড়ে বড় হয়েছি, উনি তাঁদের মধ্যে অন্যতম।'

অন্যদিকে, রূপম ইসলাম সমন্ধে বলতে গিয়ে নির্মেদ, কাটা কাটা ভাষায় গৌতম ভট্টাচার্য বলেন, 'ভীষণ তেজিয়ান, দৃপ্ত এক ব্যক্তিত্ব। অদ্ভুত একটা পজিটিভিটি রয়েছে ওঁর মধ্যে। আর বলতেই হবে রূপমের জনপ্রিয়তার কথা। এককথায় অকল্পনীয়। যেকোনও জায়গায় সব বাধা পেরিয়ে রূপমের জন্য চলে আসতে পারে তাঁর ভক্তরা।' 'রকস্টার'-এর লেখা নিয়েও নিজের সুচিন্তিত মত জানাতে ভোলেননি এই প্রখ্যাত সাংবাদিক-লেখক, 'রূপমের দেখার চোখটাই অন্যরকম। স্বতন্ত্র। রূপমের সেই চোখের তীক্ষ্ণ নজরের উদাহরণ কিন্তু বইটির পরতে পরতে রয়েছে। বলতে চাইছি, ও কিন্তু রোজকার চেনা পথে হেঁটে যাওয়া সেই পথিক নয়, ও সবসময় নিজের জন্য অন্য রাস্তা খুঁজে নিয়েছে। রূপমের গান শুনলে কিংবা ওঁর সঙ্গে কথা বললে যে অন্যরকম ভালো লাগা লাগে, সেই অনুভূতিই এই বইটির দু'মলাটের মধ্যে পাওয়া যাবে।

সুরসাম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের জীবনাবসান নিয়েও শোকজ্ঞাপন করেছেন রূপম ইসলাম। এদিনের অনুষ্ঠানে কেক কাটা হয়। তারই নিজের পুরনো কম্পোজিশন ‘অনামিকা বলে ডাকতে পারি কি তোমায়?’ গানটি নিজের গলায় গেয়ে ওঠেন রূপম। দীপ প্রকাশনার তরফ থেকে দীপ্তাংশু মণ্ডলও জানান অভূতপূর্ব সাড়া মিলেছে।

বায়োস্কোপ খবর

Latest News

রিচা, কঙ্গনা, শাবানাদের সঙ্গে আড্ডায় মশগুল দিয়া, কেন এলেন না বিদ্যা-তানভিরা 'কোনও সরকারই আলোচনার ঊর্ধ্বে নয়...' ভোট দেওয়ার আগে কী মনে রাখতে বললেন সৌমিতৃষা আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে খেলতে হবে লাহোরে, ভেনু প্রকাশ পাক বোর্ডের ‘‌তৃণমূলে যোগ দেওয়া আমার বড় ভুল ছিল’‌, ছেলের হয়ে প্রচারে এসে মন্তব্য শিশিরের বাকি ২ দিন, NEET UG পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করল NTA, ডাউনলোড করুন এখানে ১৪ ঘন্টা শ্য়ুটিং করে পড়াশোনা, মাধ্যমিকে কত নম্বর পেল ‘রামপ্রসাদ পত্নী’ সুস্মিলি তৃণমূল ঘরে ঢুকে গেছে, ভোটের পর পিসি - ভাইপো মাছি মারার লোক পাবেন না: দিলীপ ঘোষ পায়ুর কাছে লোম বেশি হয় কাদের? শরীর সম্পর্কে কোন কথা বলে এটি সাবার জন্মদিনে ফাটাফাটি আয়োজন সোহা-সইফদের, পিসিকে ঘিরে হুল্লোড় তৈমুর-ইনায়াদের ‘সে আসছে…’, কৃশ ৪ নিয়ে বড় আপডেট সিদ্ধার্থ আনন্দের, হৃতিক রোশন থাকবেন তো?

Latest IPL News

আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে খেলতে হবে লাহোরে, ভেনু প্রকাশ পাক বোর্ডের বিশ্বকাপের দলে চার স্পিনার,আগেই হেরে বসে আছে ভারত…দাবি অস্ট্রেলিয়ান তারকার IPL 2024- বিরাটের স্ট্রাইক রেট নিয়ে টানা বিতর্ক, বেজায় চটেছেন প্রাক্তন সতীর্থ পক্ষপাতদুষ্ট ভারতীয় নির্বাচকরা, গিলকে নিয়ে ভয়ঙ্কর অভিযোগ বিশ্বকাপজয়ী তারকার IPL 2024-‘ওদের পাত্তা দিও না’, বিরাটকে পরামর্শ প্রাক্তন কিউয়ি তারকার টানা পাঁচ ম্যাচে হার ধোনির দলের, অবাক কাণ্ড ঘটাল পঞ্জাব কিংস! মায়াঙ্কের চোট নিয়ে আরও সাবধান হওয়া উচিত ছিল- LSG ম্যানেজমেন্টকে একহাত নিলেন লি মাত্র ২ বল করেই চোটের কবলে চাহার, নেটপাড়ায় হলেন কটাক্ষের শিকার, প্রতিবাদী বোন নিজেদের পছন্দের ক্রিকেটার নিতেই বলির পাঁঠা করল রিঙ্কু সিংকে, বিস্ফোরক শ্রীকান্ত ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি করা তারকাকে স্ট্রাইকই দিলেন না ধোনি,তার পরে হাঁকালেন ছয়

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.