বাংলা নিউজ > বায়োস্কোপ > Rupam Islam: 'শেষের দিকে যত যাবে...' দর্শকদের উন্মাদনা আসলে সেক্সের মতো! ফের বেফাঁস মন্তব্য রূপমের

Rupam Islam: 'শেষের দিকে যত যাবে...' দর্শকদের উন্মাদনা আসলে সেক্সের মতো! ফের বেফাঁস মন্তব্য রূপমের

দর্শকদের উন্মাদনা আসলে সেক্সের মতো! ফের বেফাঁস মন্তব্য রূপমের

Rupam Islam: ফের বেফাঁস মন্তব্য রূপম ইসলামের। দর্শকদের উন্মাদনাকে তিনি সেক্সের সঙ্গে তুলনা করে বসলেন। আবারও তাঁর উপর ক্ষেপল নেটপাড়া।

কিছুদিন আগে একটি শোয়ের পর এক শ্রোতার সেলফি তোলার আবদারে বেজায় চটে যান রূপম ইসলাম। প্রকাশ্যে গালাগালি করে বসেন। সেই ঘটনার পর অনেকেই তাঁর তীব্র বিরোধিতা করেছিলেন। কেউ কেউ আবার সমর্থন করেছিলেন। তবে এদিন তিনি আবারও বেফাঁস মন্তব্য করে বসেন। দর্শকদের উন্মাদনাকে যৌনতার সঙ্গে তুলনা করে বসলেন।

কী বললেন রূপম ইসলাম?

কিছুদিন আগেই নজরুল মঞ্চে রূপম ইসলামের একটি শো ছিল। না ফসিলসের শো ছিল না। বরং এটি তাঁর একক শো ছিল। সেই শো হাউজফুল তো হয়েছেই, একই সঙ্গে দর্শকদের থেকে প্রভূত সাড়া পেয়েছে। কিন্তু এই শোয়ের আগে তিনি আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে বেফাঁস কথা বলে বসেন।

আরও পড়ুন: অজয়ের ময়দানে রুদ্রনীলের সঙ্গে বাংলার আরিয়ান - অমর্ত্য! কোন চরিত্রে দেখা যাবে তাঁদের?

আরও পড়ুন: মাচা শোতে নগ্ন হয়েই নাচতে হবে, না মানলে গলায় পা তুলে শিল্পীদের মার, 'পুলিশ পদক্ষেপ নেয়নি' দাবি সুমিত-পৌষালিদের

এদিন তিনি দর্শকদের উন্মাদনাকে সেক্সের সঙ্গে তুলনা করে বসেন। বলেন, 'মানে সেক্স নিয়ে ভাবো না। যতই শেষের দিকে যাবে, ক্লাইম্যাক্স আসবে ততই উত্তেজনা বাড়বে। ভালো লাগবে। দর্শকদের উন্মাদনাও তাই।'

এরপরই তিনি একক নিয়ে তাঁর পরিকল্পনার কথা জানিয়ে বলেন, 'প্রত্যেকবার ভাবি আমি স্ট্র্যাপ লাগিয়ে মুখে মাইক জোগাড় করব। ঘুরে ঘুরে গাইব। কিন্তু সেটা আর হয় না। তার কারণ আমার বেসিক জায়গাটা ফসিলস। তাই এই জায়গাটা একটু অবহেলিত। তাও এত মানুষ আসেন, আজকের শো হাউজফুল, এত ভালোবাসা পাচ্ছি সেটা খুব ভালো লাগে। এটা আমার প্রত্যাশার থেকে বেশি।'

কে কী বলছেন?

অনেকেই তাঁর এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন। এক ব্যক্তি লেখেন, 'আধুনিক যুগের আধুনিক শিল্পীর ভাষার কি অসাধারণ শব্দচয়ন!' আরেকজন লেখেন, 'এর গান আমি একটাও পুরোপুরি শুনিনি। অর্ধেক শুনেই ছেড়ে দিয়েছি এত জঘন্য।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'ফসিলস ছাড়া তোমার গতি নাই। ব্যান্ড মানে প্রত্যেকটা মেম্বারের সন্মান। কথা কম বলে একটু ভালো গানে মন দিন।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'এই লোকটা একটা অহংকারী উদ্ধত অভদ্রলোক।'

আরও পড়ুন: 'দমবন্ধ হয়ে আসছিল...' মির্জাপুরকে বিদায় ‘মুন্না ভাইয়া’ দিব্যেন্দুর

আরও পড়ুন: শতাব্দী গান লিখেছেন ভোটের, ফাটাফাটি সাড়া প্রচারে! শুনেছেন আপনি?

প্রসঙ্গত এদিনের শো থেকে রূপম ইসলাম বিশ্বের বিভিন্ন প্রান্তে চলা নানা জিনিস নিয়ে প্রতিবাদ করেছেন। কথা বলেছেন প্যালেস্তাইন ইজরায়েল যুদ্ধ, সিরিয়ার অবস্থা, সোনম ওয়াংচুক প্রমুখকে নিয়ে।

বায়োস্কোপ খবর

Latest News

অডিয়ো ক্লিপের সত্যতা নিশ্চিত করা গিয়েছে, কলতানের গ্রেফতারির পর জানাল পুলিশ জারি আন্দোলন, তবে কাজে ফেরা নিয়ে দ্বিধাবিভক্ত জুনিয়র ডাক্তাররা: রিপোর্ট শনিদেব আবার বদলাচ্ছেন ঘর, বড় বদল আসবে জীবনে! কোন ৫ রাশিকে থাকতে হবে সতর্ক আন্দোলনরত চিকিৎসকদের জন্য প্রয়োজনীয় জিনিস চাওয়ায় 'ভিক্ষা'র পরামর্শ অগ্নিকে! ‘অভিনয় করি চাননি, ১৮তেই বিয়ে দিতে চেয়েছিলেন বাবা’, ধর্মেন্দ্রকে নিয়ে বলছেন এষা বোটানিক্যাল গার্ডেনের বটগাছ হারালো ‘সম্মান’? মানতে নারাজ কর্তৃপক্ষ ISL অভিযানের আগেই ‘ফেভারিট’ খেলোয়াড়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন ইস্টবেঙ্গলের হাসপাতালের নিরাপত্তায় নজর নবান্নের, নজরে আন্দোলনে অনড়রাও অন্য ডিগ্রি দেওয়া থাকলেও হবে! ২০২২-র প্রাথমিক টেট নিয়ে বড় নির্দেশ দিল হাইকোর্ট 'তাদের শিবির থেকেই অডিয়ো লিক...', কলতানের গ্রেফতারির পর ফের সরব কুণাল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.