কিছুদিন আগে একটি শোয়ের পর এক শ্রোতার সেলফি তোলার আবদারে বেজায় চটে যান রূপম ইসলাম। প্রকাশ্যে গালাগালি করে বসেন। সেই ঘটনার পর অনেকেই তাঁর তীব্র বিরোধিতা করেছিলেন। কেউ কেউ আবার সমর্থন করেছিলেন। তবে এদিন তিনি আবারও বেফাঁস মন্তব্য করে বসেন। দর্শকদের উন্মাদনাকে যৌনতার সঙ্গে তুলনা করে বসলেন।
কী বললেন রূপম ইসলাম?
কিছুদিন আগেই নজরুল মঞ্চে রূপম ইসলামের একটি শো ছিল। না ফসিলসের শো ছিল না। বরং এটি তাঁর একক শো ছিল। সেই শো হাউজফুল তো হয়েছেই, একই সঙ্গে দর্শকদের থেকে প্রভূত সাড়া পেয়েছে। কিন্তু এই শোয়ের আগে তিনি আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে বেফাঁস কথা বলে বসেন।
আরও পড়ুন: অজয়ের ময়দানে রুদ্রনীলের সঙ্গে বাংলার আরিয়ান - অমর্ত্য! কোন চরিত্রে দেখা যাবে তাঁদের?
এদিন তিনি দর্শকদের উন্মাদনাকে সেক্সের সঙ্গে তুলনা করে বসেন। বলেন, 'মানে সেক্স নিয়ে ভাবো না। যতই শেষের দিকে যাবে, ক্লাইম্যাক্স আসবে ততই উত্তেজনা বাড়বে। ভালো লাগবে। দর্শকদের উন্মাদনাও তাই।'
এরপরই তিনি একক নিয়ে তাঁর পরিকল্পনার কথা জানিয়ে বলেন, 'প্রত্যেকবার ভাবি আমি স্ট্র্যাপ লাগিয়ে মুখে মাইক জোগাড় করব। ঘুরে ঘুরে গাইব। কিন্তু সেটা আর হয় না। তার কারণ আমার বেসিক জায়গাটা ফসিলস। তাই এই জায়গাটা একটু অবহেলিত। তাও এত মানুষ আসেন, আজকের শো হাউজফুল, এত ভালোবাসা পাচ্ছি সেটা খুব ভালো লাগে। এটা আমার প্রত্যাশার থেকে বেশি।'
কে কী বলছেন?
অনেকেই তাঁর এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন। এক ব্যক্তি লেখেন, 'আধুনিক যুগের আধুনিক শিল্পীর ভাষার কি অসাধারণ শব্দচয়ন!' আরেকজন লেখেন, 'এর গান আমি একটাও পুরোপুরি শুনিনি। অর্ধেক শুনেই ছেড়ে দিয়েছি এত জঘন্য।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'ফসিলস ছাড়া তোমার গতি নাই। ব্যান্ড মানে প্রত্যেকটা মেম্বারের সন্মান। কথা কম বলে একটু ভালো গানে মন দিন।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'এই লোকটা একটা অহংকারী উদ্ধত অভদ্রলোক।'
আরও পড়ুন: 'দমবন্ধ হয়ে আসছিল...' মির্জাপুরকে বিদায় ‘মুন্না ভাইয়া’ দিব্যেন্দুর
আরও পড়ুন: শতাব্দী গান লিখেছেন ভোটের, ফাটাফাটি সাড়া প্রচারে! শুনেছেন আপনি?
প্রসঙ্গত এদিনের শো থেকে রূপম ইসলাম বিশ্বের বিভিন্ন প্রান্তে চলা নানা জিনিস নিয়ে প্রতিবাদ করেছেন। কথা বলেছেন প্যালেস্তাইন ইজরায়েল যুদ্ধ, সিরিয়ার অবস্থা, সোনম ওয়াংচুক প্রমুখকে নিয়ে।