মির্জাপুর ওয়েব সিরিজ ভারতের অন্যতম চর্চিত সিরিজ। এই সিরিজেই পঙ্কজ ত্রিপাঠি ছাড়াও মুন্না ভাইয়ার চরিত্রে নজর কেড়েছিলেন দিব্যেন্দু শর্মা। তাঁদের অভিনয় দেখার জন্য এবং মির্জাপুর সিরিজের গল্প কোন দিকে এগোয় সেটা দেখার জন্য মুখিয়ে আছে। মির্জাপুর ৩ সিরিজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন যখন দর্শকরা তখনই এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। জানা গেল এই সিরিজের তৃতীয় ভাগে থাকছেন না দিব্যেন্দু শর্মা।
মির্জাপুর ৩ প্রসঙ্গে কী বললেন দিব্যেন্দু?
সম্প্রতি একটি সাক্ষাৎকারে দিব্যেন্দু জানিয়েছেন যে তিনি মির্জাপুর ৩ এ থাকছেন না। কিন্তু কেন? এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, 'একটি চরিত্রের খুব গভীরে প্রবেশ করা উচিত না। নইলে সেই চরিত্র থেকে বেরিয়ে আসা কঠিন হয়। আমার দমবন্ধ হয়ে আসছিল সেই চরিত্র করতে গিয়ে।'
কিন্তু এত পছন্দের, জনপ্রিয় চরিত্র করতে গিয়ে কেন দমবন্ধ লাগছিল দিব্যেন্দুর? এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন যখন কোনও চরিত্রকে বিদায় জানানো হয় তখনই বোঝা যায় সেই চরিত্রটা কতটা অন্ধকার ছিল। মুন্না ভাইয়া চরিত্রটার ক্ষেত্রেও তাঁর একই অনুভূতি হয়েছে বলে জানিয়েছেন।
দিব্যেন্দু শর্মার নতুন প্রজেক্ট
দিব্যেন্দু শর্মাকে বর্তমানে দেখা যাচ্ছে মাডগাঁও এক্সপ্রেসে। সদ্যই মুক্তি পেয়েছে তাঁর এই ছবিটি। এটি একটি কমেডি ঘরানার ছবি।
মির্জাপুর সিরিজ প্রসঙ্গে
মির্জাপুর সিরিজটির প্রথম ভাগ ২০১৮ সালে প্রথমবার মুক্তি পায়। আর সাড়া ফেলে দর্শকদের মধ্যে। এবার আসছে মির্জাপুর ৩। তবে কবে এই সিরিজ মুক্তি পাবে সেটা এখনও জানা যায়নি। অ্যামাজন প্রাইমে দেখা যাবে এই সিরিজ।