বাংলা নিউজ > বায়োস্কোপ > Rupanjana Mitra: ছেলের আবদারে রাখি উপলক্ষ্যে কেমন সাজালেন রূপাঞ্জনা? আদুরে পোস্টে লিখলেন কোন বার্তা?

Rupanjana Mitra: ছেলের আবদারে রাখি উপলক্ষ্যে কেমন সাজালেন রূপাঞ্জনা? আদুরে পোস্টে লিখলেন কোন বার্তা?

রাখি উপলক্ষ্যে ছেলেকে বিশেষ সাজে সাজালেন রূপাঞ্জনা

Rupanjana Mitra: আজ রাখি পূর্ণিমা। অথচ একদিন আগেই রাখি উপলক্ষ্যে ছেলেকে বিশেষ ভাবে সাজালেন রূপাঞ্জনা মিত্র।

ধারাবাহিক নিয়ে চরম ব্যস্ত থাকেন তিনি, তবুও ছেলের জন্য রয়েছে তাঁর অঢেল সময়। তার প্রতিটা ব্যাপারে তীক্ষ্ণ নজর রাখেন রূপাঞ্জনা। যদিও এখন তিনি টিআরপি টপার অনুরাগের ছোঁয়ার জন্য লাবণ্য সেনগুপ্ত নামেই বেশি পরিচিত। এখানে তিনি নায়ক অর্থাৎ সূর্য সেনগুপ্তর মায়ের চরিত্রে অভিনয় করছেন। পর্দার ছেলের জন্য তিনি যেমন সদা সতর্ক তেমনই তাঁর নিজের সন্তানের প্রতিটা বিষয়ে নজর থাকে তাঁর। আর এ হেন অভিনেত্রী রাখির আগেই ছেলের সঙ্গে একদম অন্য লুকে ধরা দিলেন।

রাখি পূর্ণিমা উপলক্ষে ছেলেকে একদিন আগেই সাজিয়ে তোলেন রূপাঞ্জনা। ছোট্ট রিয়ানের পরনে সাদা পঞ্জাবি এবং পাজামা সঙ্গে উপরে লাল জহর কোর্ট। সুন্দর সেজেগুজে সে তার মায়ের কোলে বসে রয়েছে।

এই বছর ৩০ অগস্ট রাখি পূর্ণিমা পড়েছে। চলবে ৩১ তারিখ পর্যন্ত। রাখি উপলক্ষ্যে অধিকাংশ স্কুল বন্ধ থাকে। কিন্তু তাই বলে কি উদযাপন হবে না? আলবাৎ হবে। ধারাবাহিক নিয়ে যতই ব্যস্ত থাকুন না কেন তিনি ছেলের সমস্ত বায়না আবদার মেটাতে সর্বদা তৎপর তিনি। এদিনও রাখির আগের দিন ছেলের স্কুলে বিশেষ সেজেগুজে যেতে বলা হয়েছিল এই উৎসব উপলক্ষ্যে। তার জন্য তিনি নিজের হাতে ছেলেকে তৈরি করে দেন। আবার সঙ্গে একটি পোস্টও লেখেন।

আরও পড়ুন: সামনেই বিয়ে! ছোটবেলার ছবি দিলেন ‘অনুরাগের ছোঁয়া’র অভিনেত্রী, বলুন তো কে?

এদিন রূপাঞ্জনা লেখেন, 'স্কুলে আজ পড়াশোনার সঙ্গে হবে রাখি উৎসব উদযাপন, তাই আমি ভোরবেলা উঠে রেডি হয়ে গেছি| মায়োর কোলে বসে আমরা আদর আর আল্লাদ করে স্কুলে পৌঁছে গেছি| কী মজা আজ স্কুলের কয়েকজন দিদি আমাকে রাখি পরাবে আমি তাদের স্কুল ক্যান্টিনে খাওয়াব| ছবি তুলে দিল মা| সবার মঙ্গল হোক আজ মঙ্গলবার| ইতি রিয়ান।'

প্রসঙ্গত রূপাঞ্জনার সঙ্গে তাঁর প্রথম স্বামীর বিচ্ছেদ হয়ে যাওয়ার পর তিনি ফের নতুন করে একটি সম্পর্কে জড়িয়েছেন। ছেলেটি তাঁর থেকে ছোট হলেও তাঁরা একে অন্যের সঙ্গে ভীষণই ভালো আছেন। মাঝেই মধ্যেই ঘুরতে যান। এই কমাস আগেই পাহাড়ে গিয়ে আংটি বদল করেন ওঁরা।

বন্ধ করুন