কেকে মারা যাওয়ার পর থেকে বারবার কটাক্ষের মুখে পড়তে হয়েছে রূপঙ্কর বাগচিকে। ৩১ মে কলকাতার নজরুল মঞ্চে কনসার্ট শেষে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কেকে। আর সেদিন সকলেই কলকাতায় কেকে-র কনসার্ট নিয়ে তৈরি হওয়া উন্মাদনাকে কটাক্ষ করে রূপঙ্কর একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন। মূলত সেই ভিডিয়োর কারণেই বারবার অপমানিত হতে হয়েছে বাংলার এই গায়ককে।
রূপঙ্কর পরে দাবি তুলেছিলেন মূলত বাংলা গান ও বাংলার শিল্পীদের কথা মাথায় রেখেই সেই ভিডিয়ো বানিয়েছিলেন তিনি। তারপর থেকে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন, তবে কি এবার থেকে নিজের হিন্দি ব্যান্ড UMR (Ujjaini Mukherjee, Manomay Bhattacharya এবং Rupankar Bagchi)-এর হয়ে আর গান গাইবেন না রূপঙ্কর?
এক বাংলা সংবাদমাধ্যমের তরফে এই ব্যাপারে তাঁর কাছে প্রশ্ন রাখা হলে রূপঙ্কর জবাব দেন, ‘কেন হিন্দি ব্যান্ডে গান গাইব না? তবে এখনই ব্যান্ডের কনসার্ট নিয়ে বা গান নিয়ে নতুন কোনও পরিকল্পনা নেই।’
রূপঙ্কর বাগচিকে নিয়ে তৈরি হওয়া বিতর্কের পরেও UMR চালিয়ে যাওয়ার পক্ষে মনোময় আর উজ্জয়নী। মনোময় জানান, ‘এই নিয়ে এখনও কোনও নিশ্চিত পরিকল্পনা করিনি। যদি রূপঙ্কর বলে এগিয়ে নিয়ে যাবে তাহলে অবশ্যই থাকব।’ আর উজ্জয়নীর মত, ‘যদি কপালে থাকে, মানুষ UMR-এর গান শুনতে চান, তাহলে অবশ্যই গাইব।’