বাংলা নিউজ > বায়োস্কোপ > Rupankar-Chaitali: ‘রূপঙ্করের নাম ব্যবহার করে জনপ্রিয় হতে চাইছেন’, বিতর্কিত পোস্ট নিয়ে মুখ খুললেন গায়ক-পত্নী চৈতালি

Rupankar-Chaitali: ‘রূপঙ্করের নাম ব্যবহার করে জনপ্রিয় হতে চাইছেন’, বিতর্কিত পোস্ট নিয়ে মুখ খুললেন গায়ক-পত্নী চৈতালি

ফের বিতর্কে রূপঙ্কর বাগচি। ভাইরাল ভিডিয়ো নিয়ে মুখ খুললেন স্ত্রী চৈতালি (ছবি সৌজন্যে ফেসবুক)

Rupankar Bagchi-Chaitali Lahiri: বেলগাছিয়া পোস্ট অফিসের এক সরকারী কর্মচারী রূপঙ্কর বাগচি এবং তাঁর চৈতালী লাহিড়ির বিরুদ্ধে একটি লম্বা চওড়া পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়া। সঙ্গে শেয়ার করেছেন ১৪ সেকেন্ডে একটি ছোট ভিডিয়ো। গোটা বিষয়টি নিয়ে সদ্য মুখ খুলেছেন রূপঙ্কর বাগচির স্ত্রী চৈতালি লাহিড়ি। কী বলেছেন..

ফের খবরে গায়ক রূপঙ্কর বাগচি। বেলগাছিয়া পোস্ট অফিসে সরকারি কর্মচারীকে হেনস্থার অভিযোগ, অশ্লীল ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে গায়কের বিরুদ্ধে। গায়কের স্ত্রী চৈতালী লাহিড়ি পোস্ট অফিসে গিয়ে কর্মীদের সঙ্গে অভব্য আচরণ করেছেন বলেও অভিযোগ। ‘সেলিব্রিটি’ হওয়ার সুবিধে পাইয়ে দেওয়ার অভিযোগও উঠেছে তাঁর স্ত্রীর বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ওই ঘিরে শুরু হয়েছে নানান বিতর্ক।

বেলগাছিয়া পোস্ট অফিসের সরকারী কর্মচারী দেবারতী দেবী রূপঙ্কর বাগচি এবং তাঁর চৈতালী লাহিড়ির বিরুদ্ধে একটি লম্বা চওড়া পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়া। সঙ্গে শেয়ার করেছেন ১৪ সেকেন্ডে একটি ছোট ভিডিয়ো। গোটা বিষয়টি নিয়ে সদ্য মুখ খুলেছেন রূপঙ্কর বাগচির স্ত্রী চৈতালি লাহিড়ি। আরও পড়ুন: পোস্ট অফিসে ‘ফা* ইউ’ বলে চিৎকার, রূপঙ্করকে ‘বগলদাবা’ করে আনলেন চৈতালী, কী ঘটেছে

সংবাদ প্রতিদিন ডিজিটালকে দেওয়া সাক্ষাৎকারে চৈতালি লাহিড়ি জানিয়েছেন, তিনি নিজে মহিলা কমিশনে কর্মরত। গায়ক-পত্নীর কথা অনুযায়ী, গোটা ঘটনা সকলের জানা প্রয়োজন। গত বার আধার কার্ডের সমস্যার জন্য ভোট দিতে পারেননি তিনি। তাই এ দিন আপডেট করানোর জন্য পোস্ট অফিসে গিয়েছিলেন। চৈতালি বলেন, ‘তখন ওঁরা বলেন, এখানে সকাল থেকে লাইন পড়ে, আপনি এখন এলে হবে না। তখন আমি বলি, পোস্ট অফিসে কোথাও লেখা নেই- ১০টার সময় এসে কুপন নিতে হবে। তার পালটা আমি বলি, কেন হবে না? সেটা জানার অধিকার আছে আমার। আমি রাইট টু ইনফরমেশনে চিঠি করব। ..এসব কথা শুনে ওঁরা উত্তেজিত হয়ে যান। কারণ ওঁদের ওখানে দালালি চলে। যে আধারকার্ডের কাজ করতে ৫০ টাকা লাগে, সেটার পরিবর্তে গরীব মানুষদের কাছ থেকে ২০০ টাকা নিয়ে নেয় দালালরা’।

এরপরই নাকি এই বিষয়টা নিয়ে প্রতিবাদ জানান চৈতালি। তাঁর কথা অনুযায়ী, ‘আমি বললাম বলেই ওঁরা তেড়ে আসেন আমার দিকে। আমি বলি- দেশে এত অশিক্ষা বলেই এভাবে আপনারা কাজ করছেন। ওরা পালটা আমাকে প্রশ্ন করেন- আমরা কি আপনার চাকর? উত্তরে আমি বলি, আপনারা সরকারী কর্মী। সাধারণ মানুষের কাজ করার জন্যই এখানে বসে আছেন।’

অশ্রাব্য ভাষা ব্যবহার প্রসঙ্গে চৈতালির মন্তব্য, বিষয়টাকে নাকি ঘুরিয়ে দেওয়া হয়েছে। সেদিন তাঁদের নাটক দেখতে যাওয়ার কথা ছিল। তিনি জানান, ‘রূপঙ্কর বাইরে গাড়িতে ১ ঘণ্টা অপেক্ষা করে বসেছিল। এতটা সময় অতিবাহিত হলে ও পোস্ট অফিসের ভিতর ঢুকে দেখে ৪-৫জন মিলে আমার সঙ্গে অভব্য আচরণ করছেন। সেটা দেখেই রূপঙ্কর আমাকে চিৎকার করে জিজ্ঞেস করে- (What the F*** is going on here?), যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়- কী হচ্ছেটা কী এখানে? সেটা ও রেগে আমাকে বলেছে। পোস্ট অফিসের কোনও কর্মীকে আক্রমণ করেনি। আমি ওকে থামিয়ে গাড়িতে নিয়ে গিয়ে বসাই এরপর। এই সমস্ত ঘটনাগুলোকে অন্যভাবে ওই পোস্টে লেখা হয়েছে’।

চৈতালির দাবি, এরপর পোস্ট অফিসের কর্মীরা সেখানে বসিয়ে তাঁকে সেখানের স্কিম বুঝিয়েছেন। হাতে সময় নিয়ে কাজ করেই সেদিন ফিরেছেন তিনি। একই সঙ্গে দাবি করেছেন, যিনি ভিডিয়োটি ছড়িয়েছে তিনি রূপঙ্করের নাম ব্যবহার করে জনপ্রিয় হতে চাইছেন। গায়ক-পত্নীর মন্তব্য, ‘ঘটনাটা তো আমার সঙ্গে ঘটেছে। রূপঙ্করকে কেন টানা হবে?’ একই সঙ্গে তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছেন, ‘আমার মনে হয়, মহিলাদের এখন প্রতিবাদী হওয়াটা অন্যভাবে দেখানো হয়। দরকারে ওই পোস্ট অফিসের মুখোশ খুলে দেব’।

কী লেখা ভাইরাল পোস্টে?

পোস্ট অনুযায়ী, গায়ক রূপঙ্কর বাগচী সস্ত্রীক বেলগাছিয়া পোস্ট অফিসে আসেন আধারের কাজ করাতে। প্রথমে সাড়ে বারোটা নাগাদ জনৈক চৈতালি লাহিড়ি এসে আধার নথিভুক্তিকরণের জন্য থাকা কর্মীকে বলেন উনি রাজ্য সরকারের মহিলা সুরক্ষা দপ্তর থেকে আসছেন, ওনাকে তক্ষুনি করে দিতে হবে। প্রত্যুত্তরে আধার কর্মী বলেন- তিনি করে দেবেন কিন্তু আগে যারা সেই সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছেন তাদের করে তারপর। দেবারতী জানান, চৈতালী মানতে চাননি। লেখেন, ‘এটা বুঝিয়ে বলার পরেও তিনি রীতিমতো 'পাওয়ারফুল শিল্পীপত্নী' সুলভ আচরণ করেন এবং নিজেই স্বঘোষিত ভাবে বলেন যে উনি দুপুর দেড়টার সময় ফের আসবেন'।

দেবারতী দেবীর পোস্ট অনুযায়ী, 'দেড়টার বদলে ওনাদের কাজ ১:৩৫ এ শুরু হয়, তাতেই রূপঙ্কর বাবুর শৈল্পিক সত্ত্বায় আঘাত লাগে। ওনার স্ত্রী চৈতালি দেবীর বক্তব্য অনুযায়ী ‘মুড়ি মুড়কি এক করলে চলবে না, বুঝতে হবে কাকে আগে করতে হবে’... অর্থাৎ ওনারা দামী মুড়কি আর সকাল থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকা মানুষগুলি সস্তার মুড়ি। ইতিমধ্যে আমরা অর্থাৎ উক্ত ডাকঘরে থাকা কর্মীরা ছুটে যাই, ওনাকে বোঝানোর চেষ্টা করি.. বলি যে আপনারা দরকার পড়লে আলাদা ভাবে বলতেন, আমরা এনাদের করে শেষ বেলার দিকে আপনাদের সময় করে দিতাম, ইত্যাদি..'।

‘কিন্তু অহঙ্কারবশত বাগচিবাবু ভুলে যান যে উনি একজন কর্তব্যরত সরকারী কর্মচারীর সাথে কী ব্যবহার করছেন, তাই ঔদ্ধত্যপূর্ণ ভাবে বলেন ‘F_u*c@k you’.. তারপর আমরা সকল কর্মী এবং সেখানে উপস্থিত কিছু কাস্টমারেরা সম্মিলিত ভাবে জোর গলায় ওনার ‘unparliamentary’ শব্দবন্ধের বিরুদ্ধে প্রতিবাদ করলে বাগচিপত্নী স্বামীকে বগলদাবা করে পিছু হটতে বাধ্য হন…’।

‘আমার একটাই কথা এই গায়ক মহাশয় এতোটা স্পর্ধা পান কোথা থেকে? আমাদের অনেক ব্যস্ত কাস্টমারেরা থাকেন যারা অনলাইন slot booking করে আধারের কাজ করিয়ে থাকেন.. কিন্তু সেই বলে আমি মহিলা দপ্তরের কর্মী, আমি দেরী করে আসবো আর যাদের আগে হওয়ার কথা তারা মুড়ি বলে আমি মুড়কি, ইয়ে মানে গায়ক / গায়কপত্নী হয়ে সুবিধা নিয়ে চলে যাবো, এটা ভাবেন কোন আক্কেলে??’ (অপরিবর্তিত)
 

 

বায়োস্কোপ খবর

Latest News

রোশনাইয়ের সেটেই চলল শনের জন্মদিনের হুল্লোড়, নায়ককে কেক খাওয়ালেন অনুষ্কা তাপপ্রবাহের ঝোড়ো ইনিংসের মাঝে ক্রিজে নামছে বৃষ্টি! ভিজবে কোন কোন জেলা? ‘ফ্যানটাস্টিক…’, করোনার ভ্যাকসিন বানানো বিজ্ঞানী দাদাগিরিতে! উচ্ছ্বসিত সৌরভ শাহের ভিডিয়ো বিকৃত করে ছড়ানোর অভিযোগ, তেলাঙ্গানার সিএমকে সমন দিল্লি পুলিশের ‘ভোট শেষ হতেই ফুড়ুৎ, এ কেমন প্রার্থী!’কংগ্রেসের আক্রমণে জবাব দিলেন পর্দার ‘রাম’ পান্নুনকে নিকেশ করতে হিট টিমকে বরাত দিয়েছিল RAW অফিসার: ওয়াশিংটন পোস্ট রিপোর্ট শ্রম আইনের আওতার সুবিধা পাওয়ার অধিকারী সমবায় সমিতির কর্মীরা-কোর্ট মনোনয়ন পত্র জমা দিলেন রচনা, জয় নিয়ে আশাবাদী হুগলির TMC প্রার্থী Video: রুদ্ধশ্বাস মুহূর্ত! বহুতলে ঝুলন্ত অবস্থায় শিশু, উদ্ধার হল কীভাবে? দেখুন 'মধ্যবিত্ত' পরিণীতির কাছে ফিটনেস ট্রেনার রাখার টাকাও ছিল না! বললেন 'প্রতি মাসে…'

Latest IPL News

আমার মন খারাপ হয়ে গিয়েছিল… শতরান মিস করা নয়, এই কারণে চাপে ছিলেন রুতুরাজ India's T20 World Cup squad: হার্দিককে বুড়ো আঙুল দেখিয়ে সহ-অধিনায়ক হবেন পন্ত? IPL 2024: ধোনির জন্য বান্ধবীর সঙ্গে ব্রেক আপ করলেন মাহি ভক্ত! ভাইরাল হল পোস্টার বেটিং অ্যাপের হয়ে প্রচার, মহারাষ্ট্র সাইবার সেল তলবে হাজিরা দিলেন না তামান্না রোহিত-দ্রাবিড়-আগরকরের ২ ঘণ্টার বৈঠক! কী নিয়ে আলোচনা হল? সামনে আসছে বড় খবর IPL 2024: সেই সময়ে আমি পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাই- কী নিয়ে বললেন শ্রেয়স আইয়ার সৌরভদের নেটে তোমরা কেন? ইডেনে KKR-কে DC-র অনুশীলন পিচ ব্যবহারে বাধা কিউরেটরের! ভারত সফরে না গিয়ে ঠাকুমার শেষ দিনে পাশে থাকতে পেরে খুশি ব্রুক, জানালেন মনের কথা LSG-র বিরুদ্ধে দলকে জিতিয়ে চিৎকার করে উঠলেন সঞ্জু! এই গর্জন কি নির্বাচকদের জন্য কীভাবে স্পিন সামলাতে হবে, টিপস দিয়েছিলেন কোহলি,ঝড় তুলে সেঞ্চুরির পর অকপট জ্যাকস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.