বাংলা নিউজ > বায়োস্কোপ > Sa Re Ga Ma Pa 2021: স্নিগ্ধজিৎকে ‘বেঙ্গল টাইগার’ বললেন শানু, দিলেন নিজের জ্যাকেট, হাততালি নেটপাড়ায়

Sa Re Ga Ma Pa 2021: স্নিগ্ধজিৎকে ‘বেঙ্গল টাইগার’ বললেন শানু, দিলেন নিজের জ্যাকেট, হাততালি নেটপাড়ায়

স্নিগ্ধজিতকে ‘বেঙ্গল টাইগার’ বললেন কুমার শানু।

এবার বাংলার ছেলে স্নিগ্ধজিৎ ভৌমিক জিতে নিলেন কুমার শানুর মন। সঙ্গে আবার ‘বেঙ্গল টাইগার’ খেতাব।

সামনেই সারেগামাপা ২০২১-র গ্র্যান্ড ফিনালে। জয় নিশ্চিত করতে এখন থেকেই কোমর বেঁধে লেগে পড়েছেন প্রতিযোগীরা। তবে ট্রফি জেতার দৌড়ে সবার থেকে বেশ কিছুটা এগিয়ে আছেন বাংলার স্নিগ্ধজিৎ ভৌমিক। স্নিগ্ধ-র একের পর এক জবরদস্ত পারফরমেন্সে মুগ্ধ সংগীত জগত। নিজের ছাপ রেখে যাচ্ছেন প্রতিটা গানের মাধ্যমে। আর এবার জিতে নিলেন কুমার শানুর মন। সঙ্গে আবার ‘বেঙ্গল টাইগার’ খেতাব।

সারেগামাপা ২০২১-র একটি ক্লিপিংস নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন স্নিগ্ধজিৎ। যেখানে দেখা যাচ্ছে তাঁর গলার গান শুনে অভিভূত বিচারক থেকে শুরু করে জুরি সদস্যরা। সকলেই গান শেষ হতে উঠে দাঁড়িয়ে হাততালি দেন। তাঁর গান মুগ্ধ করে কুমার শানুকে। বাংলার এই খ্যাতনামা গায়ক স্নিগ্ধজিতকে বলেন, ‘দেখ ভাই, আমাকে সবাই বেঙ্গল টাইগার বলে। আজ আমি এই নাম তোকে দিয়ে দিলাম।’ শুধু তাই নয়, এরপর মঞ্চে এসে টাইগার প্রিন্টের জ্যাকেটও স্নিগ্ধজিতকে উপহার দেন শানুদা, পরিয়েও দেন সেই জ্যাকেট।

২০১৯ সালে বাংলা সারেগামাপা-য় দ্বিতীয় স্থান দখল করেন স্নিগ্ধজিৎ ভৌমিক। সেখান থেকেই পরিচিতি লাভ। তবে করোনা আর লকডাউনের জেরে লাইভ শো কম হচ্ছিল বলে সোজা চলে আসেন ২০২১ সালে সারেগামাপা-র মঞ্চে। উদ্দেশ্য ছিল জাতীয় স্তরে পরিচিতি লাভ ও সাথে গানের তালিম আরও একবার ঝালিয়ে নেওয়া। সেই অডিশন রাউন্ড থেকেই সকলকে নাচিয়ে ছেড়েছেন। এমনকী স্নিগ্ধজিতকে দিয়ে প্লেব্যাক করানোর অফারও দিয়ে দিয়েছেন বিশাল দাদলানি।  

প্রসঙ্গত, স্নিগ্ধজিৎ ছাড়াও এই মুহূর্তে ট্রফি জেতার দৌড়ে রয়েছেন বাংলার দুই মেয়ে নীলাঞ্জনা আর অনন্যা। বাংলার আশা এবার এই তিন তরুণের মধ্যে একজন ট্রফি আনবে ঘরে।

বন্ধ করুন