সাহেবের জীবনে সোনিকার উপস্থিতি ছিল ম্যাজিকের মতো! সোনিকার স্মৃতি আগলে এখন দিন কাটছে তাঁর। ৬ বছর আগের এক অভিশপ্ত রাত সাহেবের থেকে চিরতরে কেড়ে নিয়েছিল তাঁর প্রেমিকা সোনিকা চৌহানকে। সেইসময় শোনা গিয়েছিল বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন দুজনে। কিন্তু একটা অ্যাক্সিডেন্টে সব শেষ।
সোনিকার মৃত্যুমামলা এখনও কোর্টে বিচারাধীন। সাহেবের প্রেমিকাকে অনিচ্ছাকৃত খুনের দায়ে অভিযুক্ত অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। কেসের নিষ্পত্তি এখনও হয়নি, এর মাঝেই সোনিকার সোনালি স্মৃতিগুলো আগলে নিজের জীবন সাজাচ্ছেন সাহেব। দীর্ঘদিন পর ‘কথা’র হাত ধরে ছোটপর্দায় ফিরেছেন অভিনেতা। অভিনেতা হিসাবে না হলেও সঞ্চালক হিসাবে ছোটপর্দায় দর্শক আগেও থেকেছে সাহেবকে। কথায় সুবাদে প্রথমবার মেগায় তিনি। সিরিয়ালের প্লট এখন জমজমাট ‘গোবরদেবী’ কথা ও ‘কলকাতার সেলিব্রিটি শেফ’ অগ্নিভর বিয়ে নিয়ে। কিন্তু বাস্তবে বিয়ে নিয়ে কী ভাবনা সাহেবের?
মাসখানেক আগেই অভিনেতার নতুন প্রেমের গুঞ্জন রটেছিল। যদিও সাহেবের কথায় তিনি সিঙ্গল। কাজ নিয়েই ব্যস্ত রয়েছেন। এর মাঝেই বিয়ে প্রসঙ্গে অকপটে জানালেন সবটা। অ্যারেঞ্জ ম্য়ারেজ করতে চান সাহেব! তাঁর বিয়ের জন্য নাকি ইতিমধ্যেই পাত্রী দেখা শুরু করেছেন বাবা-মা। সুব্রত ভট্টাচার্য পুত্র আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন- ‘(বিয়ে) বিষয়টা পুরোটাই ভগবানের হাতে। মা-বাবা পাত্রী খুঁজচ্ছেন। কারও কাছে সুপাত্রীর সন্ধান থাকলে প্লিজ জানাবেন।’
একই শহরে থাকলেও এখন বাবা-মা'র সঙ্গে এক বাড়িতে থাকেন না সাহেব। একা থাকার সিদ্ধান্ত প্রসঙ্গে সাহেব বলেন, ‘আমার মনে হয় সব অভিনেতাদেরই জীবনে কখনও না কখনও একা থাকা উচিত। তবে নিজের মূল্যায়ন করা যায়। নিজেকে ভাঙার দরকার। বাড়ির পরিবেশে সেটা হয় না। তাই নিজেকে আরও স্বনির্ভর করতে এই সিদ্ধান্ত নিয়েছিলাম।’ একা থাকার জেরেই নিজে রান্না শিখেছে। ফলত শেফের চরিত্রে অভিনয়টা অনেকটা সহজ হয়েছে তাঁর জন্য।
একটা সময় ডিম সিদ্ধ পর্যন্ত না করতে জানা সাহেব এখন পাস্তা থেকে কচি পাঁঠার মাংসের ঝোল দারুণ রান্না করেন। বন্ধুরা তো তাঁর রান্নার ফ্যান। একা থাকলে মানুষ আরও বেশি দায়িত্বশীল হয়, বিশ্বাস সাহেবের।
যদিও একা থাকার সিদ্ধান্তটা শুরুতে বাবা-মা'কে বোঝানো বেশ কষ্টসাধ্য় ছিল সাহেবের জন্য়। কিন্তু এখন তাঁরা পূর্ণ সমর্থন করেন ছেলেকে। কথা-য় সাহেবের বিপরীতে অভিনয় করছেন সুস্মিতা দে।