সোমবার অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠা ঘিরে গোটা দেশে সাজো সাজো রব, ঠিক তখনই খবর মেলে হাসপাতালে ভর্তি সইফ আলি খান। খবর শুনে উদ্বিগ্ন হয়ে পড়েন সকলেই। জানা যায়, সইফের কনুইয়ে পুরনো এক চোটের অস্ত্রোপচার হচ্ছে। সম্প্রতি এক অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে তাঁর পুরনো সেই চোটটি বেড়ে যায়। আর তারপরই দ্রুত কোকিলাবেন হাসপাতালে ভর্তি হয়ে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন পতৌদিদের 'ছোটে নবাব'।
যদিও অস্ত্রোপচার, আঘাতের বিষয়ে বিস্তারিত কিছুই সোমবার সইফ আলি খান কিংবা করিনা কাপুর খানের পরিবারের তরফে জানানো হয়নি। তাই ঠিক কী ঘটেছে, আঘাত কতটা গুরুতর, কিছুই স্পষ্ট ছিল না। অবশেষে মঙ্গলবার এবিষয়ে মুখ খুলেছেন সইফ। তিনি জানান, ‘এই আঘাত এবং এরপরে অস্ত্রোপচার এই বিষয়গুলি আমাদের কাজেরই অংশ। এটা আমাদের কাছে খানিকটা পোশাক পরা ও পোশাক ছিঁড়ে যাওয়ার মতো ঘটনা। আমি এমন সুন্দর অস্ত্রোপচার হওয়ায় খুব খুশি। আমার সকল শুভাকাঙ্খী যাঁরা আমাদের ভালবাসেন এবং এই ঘটনায় উদ্বেগে ছিলেন তাঁদের ধন্যবাদ’। যদিও তাঁর ঠিক কী ধরনের আঘাত লেগেছিল বা অস্ত্রোপচার হয়েছে, তা স্পষ্ট করে কিছুই জানাননি সইফ।
আরও পড়ুন-গুরুতর অসুস্থ , নিউরো ICU-তে রয়েছেন বাংলাদেশের পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী
এদিকে ঘনিষ্ঠ সূত্রের খবর, বেশ কয়েক মাস ধরেই সইফের এই অস্ত্রোপচার করানোর কথাবার্তা চলছিল। কিন্তু ব্যস্ত শ্যুটিং শিডিউলের জেরে অস্ত্রোপচার পিছিয়ে দেন সইফ। অভিনেতার চোট মারাত্মক সিরিয়াস নয়। এই প্রথম চোট পেয়ে সইফ হাসপাতালে ভর্তি এমনটা নয়। এর আগে ২০১৬ সালে রেঙ্গুন ছবির সেটে আহত হন অভিনেতা। জানা গিয়েছিল আঙুলে চোট লেগেছে, সেইসময়ও অস্ত্রোপচার করা হয়। এছাড়াও ‘ক্যায়া কহেনা’ ছবির এক অ্যাকশন দৃশ্যের শ্যুটিংয়ের সময় কাঁধে ও হাঁটুতে চোট পেয়েছিলেন সইফ, পুরোনো চোটই ফের ভোগাচ্ছে কিনা সেই নিয়েও শুরু হয়েছিল জল্পনা। তবে জানা যাচ্ছে, সইফের বর্তমান চোট কনুইয়ের। তারই অস্ত্রোপচার হয়েছে ২২ জানুয়ারি সোমবার। তবে বিষয়টা যে গুরুতর নয়, তা সইফের বয়ানেই স্পষ্ট।
প্রসঙ্গত ৫৩ বছর বয়সী সইফকে শেষবার পর্দায় দেখা গিয়েছে ‘আদিপুরুষ’ ছবিতে। ২০২৩-এ মুক্তি পাওয়া ওম রাউতের এই ছবিতে ‘রাবণ’-এর চরিত্রে অভিনয় করেছিলেন সইফ। যদিও এই ছবির জন্য ব্যাপক ট্রোলিং-এর মুখে পড়েন সইফ। প্রভাস-সইফকে রাম ও রাবণ রূপে একেবারেই ভালো চোখে গ্রহণ করেনি দর্শক। অন্যদিকে ছবির ভিএফএক্স থেকে চিত্রনাট্য, সবকিছু নিয়েই চলেছে সমালোচনা। ফের কবে সইফকে পর্দায় দেখা যাবে, তার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।