শীতকালে একসঙ্গে আসার কথা দুটো ছবির। একই সময় মুক্তি পেতে পারে শাহরুখ খানের ডাঙ্কি এবং প্রভাসের সালার। কিন্তু ট্রেড অ্যানালিস্টদের মতে এটা হলে একদমই ঠিক হবে না। দুটো বড় ছবি একই সময় মুক্তি পেলে দুটো ছবিরই আর্থিক ক্ষতি হবে। ৩০ শতাংশ পর্যন্ত ক্ষতি হতে পারে ছবি দুটির। তাই এখনও আনুষ্ঠানিক কোনও ঘোষণা শোনা না গেলেও কানাঘুষোয় শোনা যাচ্ছে এই বছরের শেষে মুক্তি পাবে না ডাঙ্কি। এটা ২০২৪ সালে আসতে পারে। বর্তমানে এই ছবির পোস্ট প্রোডাকশন কাজ চলছে বলেই মনে করা হচ্ছে। যদি পুরো কাজ সময়ে শেষ হয়ে যায় তাহলে নির্ধারিত সময়ই মুক্তি পেতে পারে ডাঙ্কি।
সালারের ভয়ে কি সত্যিই পিছিয়ে যাচ্ছে ডাঙ্কির মুক্তি?
লেটস সিনেমা নামক একটি পোর্টালের তরফে জানানো হয়েছে শাহরুখ খানের ছবিটির মুক্তি পিছিয়ে যেতে পারে। যদি সত্যি সেটা হয়, তাহলে সালারের জন্য যে সেটা খুশির খবর সেটা বলাই যায়।
একেই ডিসেম্বর মাসে এক গাদা বিগ বাজেট ছবি বেরোচ্ছে হিন্দি বাংলা মিলিয়ে। তবে যদি ডাঙ্কি এবং সালার একসঙ্গে মুক্তি পায় তাহলে যে ধুন্ধুমার একটা ব্যাপার হবে সেটা বলাই যায়।
আরও পড়ুন: রাখির জন্যই বিয়ে হয়নি তনুশ্রীর! FIR-এ আর কী কী অভিযোগ আনলেন অভিনেত্রী?
আরও পড়ুন: মহালয়ায় মহারণ! ভারত-পাক ম্যাচের শুরু জমবে অরিজিতের গানে, থাকছেন আর কারা?
জওয়ানের মুক্তিও পিছিয়েছিল, এবার কি তবে ডাঙ্কি?
জওয়ান ছবির মুক্তির দিনও অনেকটাই পিছিয়ে দেওয়া হয়। প্রথমে ছবিটি অগস্টে আসার কথা থাকলেও ভিএফএক্স নিয়ে আরও বেশি কাজ করা প্রয়োজন বলে সেটাকে পিছিয়ে সেপ্টেম্বরে মুক্তি দেওয়া হয়। এবার সেই এক জিনিস ডাঙ্কির ক্ষেত্রেও হয় কিনা দেখার। যদিও রেড চিলিজ এন্টারটেইনমেন্টের তরফে অনেক লোক নিয়োগ করা হচ্ছে। তাই শাহরুখ ভক্তরা দাবি করছেন যে ডাঙ্কির রিলিজ ডেট পিছবে না। বরং সময়েই মুক্তি পাবে এটি।
ডাঙ্কি প্রসঙ্গে
রাজকুমার হিরানি এই ছবির পরিচালনা করেছেন। এই প্রথম তিনি এবং শাহরুখ একসঙ্গে কাজ করলেন। এখানে শাহরুখের বিপরীতে তাপসী পান্নুকে দেখা যাবে। শীতের ছুটিতে আপাতত মুক্তি পাওয়ার কথা এই ছবির। তবে মুক্তির দিন পিছবে কিনা এখনও জানানো হয়নি।