বাংলা নিউজ > বায়োস্কোপ > Arijit Singh in Ind vs Pak Match: মহালয়ায় মহারণ! ভারত-পাক ম্যাচের শুরু জমবে অরিজিতের গানে, থাকছেন আর কারা?

Arijit Singh in Ind vs Pak Match: মহালয়ায় মহারণ! ভারত-পাক ম্যাচের শুরু জমবে অরিজিতের গানে, থাকছেন আর কারা?

ভারত-পাক ম্যাচের শুরু জমবে অরিজিতের গানে

ICC World Cup IND VS PAK: ভারত পাকিস্তান মুখোমুখি হতে চলেছে শীঘ্রই। এবার ক্রিকেটের ময়দানে মুখোমুখি হবে দুই দেশ। সেই খেলার আগেই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আসর জমাবেন অরিজিৎ সিং, শঙ্কর মহাদেবন এবং সুখবিন্দর সিং।

মাঝে আর একটা দিন। শনিবার, ১৪ অক্টোবর পাকিস্তানের মুখোমুখি হতে চলেছে ভারত। আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০২৩ এর ম্যাচে এই দুই দেশ একে অন্যের বিরুদ্ধে খেলতে নামবে এদিন। এই ম্যাচ নিয়ে ক্রিকেট ভক্তদের উন্মাদনার শেষ নেই। বলাই বাহুল্য যে দেশ এদিন জিতুক না কেন সেই দেশের মনোবল যে এদিন অনেকটাই বেড়ে যাবে সেটা স্পষ্ট। তবে এদিনের ম্যাচকে আরও আকর্ষণীয় করে তুলতে চাইছে বিসিসিআই। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া যেন ইতিহাসের পাতায় এই ম্যাচকে জায়গা করে দিতে বদ্ধপরিকর। আর সেই জন্য ম্যাচের আগে দর্শকদের জন্য একটি বিশেষ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ভারতের ক্রিকেটের গভর্নিং বডির তরফে এদিনের ম্যাচকে স্মরণীয় বানাতে খেলা শুরু হওয়ার আগে দেশের সেরা গায়কদের দিয়ে অনুষ্ঠান করানোর পরিকল্পনা করেছে। ম্যাচের আগে এই অনুষ্ঠানে গান গাইবেন অরিজিৎ সিং, শঙ্কর মহাদেবন এবং সুখবিন্দর সিং।

ভারত-পাক ম্যাচের আগে অরিজিৎ-শঙ্করদের গান

এবারের আইসিসি ওয়ার্ল্ড কাপ শুরুর সময় বিসিসিআই কোনও ওপেনিং সেরিমনির আয়োজন করেনি। তাই মনে করা হচ্ছে এই সংস্থা এবার ভারত পাক ম্যাচের আগের এই অনুষ্ঠানটিকেই ওপেনিং সেরিমনির মতো করে আয়োজন করবে। বাড়িয়ে দেবে ম্যাচের উত্তাপ।

আরও পড়ুন: ইন্ডিয়ান জার্সি পরে এটা কে? বিরাট নাকি... দেখুন তো আপনি চিনতে পারছেন কিনা?

আরও পড়ুন: 'ওর এই খ্যাতি প্রাপ্য', অরিজিতের অকুণ্ঠ প্রশংসা সোনুর, কোন ছবিতে শোনা যাবে তাঁদের ডুয়েট গান

বিসিসিআইয়ের তরফে এদিন টুইট করে জানানো হয়েছে, 'ভারত পাক ম্যাচ শুরু হবে একটি বিশেষ পারফরমেন্স দিয়ে। সবাই তৈরি হয়ে যান এই দারুণ গানের অনুষ্ঠানের জন্য। অরিজিৎ সিং এদিন পৃথিবীর বৃহত্তম স্টেডিয়াম নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গান গাইবেন।' এরপর সেই অনুষ্ঠানের সময় দিয়ে দেওয়া হয়েছে। এরপর আরও দুটি টুইট করে জানানো হয় যে সুখবিন্দর সিং এবং শঙ্কর মহাদেবনও এদিন পারফর্ম করবেন।

শনিবারের এই ম্যাচের জন্য নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আহমেদাবাদকে রীতিমত দুর্গের মতো কড়া নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে আছেন ১১ হাজারের বেশি গুজরাট পুলিশ, ন্যাশনাল সিকিউরিটি গার্ড, র‍্যাপিড অ্যাকশন ফোর্স এবং হোম গার্ড। এদিনের ম্যাচের টিকিটের চাহিদাও তুঙ্গে। সমস্ত হোটেল বুকড।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

নবমীতে আরজি করের মৃতা চিকিৎসকের বাড়িতে দেবলীনা-উষসীরা,বললেন- ‘সাহস আনতে যাচ্ছি’ মাঝ আকাশে আতঙ্ক,শারজাগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান নিরাপদে নামল ত্রিচিতে কেন্দ্রের কাছে ১৫ টি জাতিকে OBC তালিকাভুক্ত করার সুপারিশ মহারাষ্ট্র সরকারের 'বড় ছেলেকে ভাগিয়ে দিয়েছেন নাকি?', ছেলের সঙ্গে ছবি দিতেই খোঁচা যশ-নুসরতকে নিজ্জর খুনে 'জড়িত' ভারতীয় আধিকারিকদের জবাব দিতে হবে, দাবি কানাডার নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা! সহ অধিনায়ক বুমরাহ! দল থেকে বাদ এই পেসার… মেয়েকে নিয়ে করণ-বিপাশার দু্র্গা দর্শন!পুজো মণ্ডপে নজরকাড়া দেবীর দুষ্টুমি ফের ট্রেন দুর্ঘটনা, তামিলনাড়ুতে মালগাড়ির সঙ্গে বাগমতী এক্সপ্রেসের সংঘর্ষ ‘আমি ব্যাটার, ব্যাট করে বাড়ি চলে যাব’, গলি ক্রিকেটের স্মৃতি ফেরালেন পন্ত… অভিতাভ যখন খলনায়ক, যে ৫ ছবিতে ভিলেন হয়েছেন বিগ বি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.